leadT1ad

বিপিএলে ফিক্সিং ঠেকাতে একজোট বিসিবি ও সিআইডি

স্ট্রিম প্রতিবেদক
স্ট্রিম প্রতিবেদক
ঢাকা

প্রকাশ : ২১ ডিসেম্বর ২০২৫, ২২: ৫৯
ছবি: সংগৃহীত

আসন্ন বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) ক্রিকেটকে ফিক্সিং ও দুর্নীতিমুক্ত রাখতে কঠোর অবস্থান নিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) ও পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)। এ লক্ষ্যে দুই সংস্থা সমন্বিতভাবে কাজ করার সিদ্ধান্ত নিয়েছে এবং শীঘ্রই এ বিষয়ে উভয় পক্ষের মধ্যে একটি সমঝোতা স্মারক (এমওইউ) স্বাক্ষরিত হবে।

আজ রোববার (২১ ডিসেম্বর) রাজধানীর মালিবাগে সিআইডি সদর দপ্তরে বিসিবি ও সিআইডির ঊর্ধ্বতন কর্মকর্তাদের মধ্যে অনুষ্ঠিত এক বিশেষ সভায় এসব সিদ্ধান্ত নেওয়া হয়। সভায় সভাপতিত্ব করেন সিআইডি প্রধান ও অতিরিক্ত আইজিপি মো. ছিবগাত উল্লাহ এবং বিসিবির পক্ষ থেকে উপস্থিত ছিলেন অ্যান্টি করাপশন ইউনিটের কনসালট্যান্ট ও আইসিসির সাবেক অ্যান্টি করাপশন ইউনিট ম্যানেজার অ্যালেক্স মার্শাল।

বৈঠক সূত্রে জানা গেছে, বিপিএলে স্পট ফিক্সিং, বেটিং বা জুয়া এবং পিচ সাইডিংসহ যেকোনো ধরনের অনিয়ম রোধে বিসিবি প্রয়োজনীয় তথ্য দিয়ে সিআইডিকে সহায়তা করবে। অন্যদিকে, সিআইডি তাদের কারিগরি দক্ষতা ও তদন্ত সক্ষমতা কাজে লাগিয়ে এসব অপরাধ দমনে কার্যকর ব্যবস্থা নেবে।

সভায় সিআইডি প্রধান মো. ছিবগাত উল্লাহ বলেন, ‘ক্রিকেট দেশের মানুষের আবেগ ও ভালোবাসার জায়গা। এই খেলাকে কলুষমুক্ত ও পরিশুদ্ধ রাখতে ক্রিকেটসংক্রান্ত সব ধরনের দুর্নীতির বিরুদ্ধে সিআইডি দৃঢ়ভাবে কাজ করতে বদ্ধপরিকর।’

বৈঠকে বিসিবির অ্যান্টি করাপশন ইউনিটের কনসালট্যান্ট অ্যালেক্স মার্শাল ফিক্সিংয়ের বিভিন্ন ধরণ ও কৌশল নিয়ে একটি উপস্থাপনা তুলে ধরেন। এতে স্পট ফিক্সিং, অনলাইন বেটিং ও পিচ সাইডিংয়ের মতো অপরাধগুলো কীভাবে সংগঠিত হয় এবং তা প্রতিরোধে কী করণীয়, সে বিষয়ে বিস্তারিত আলোচনা হয়।

Ad 300x250
সর্বাধিক পঠিত

সম্পর্কিত