leadT1ad

ওসমান হাদির ছবিযুক্ত হেলমেটে বিডা চেয়ারম্যানের স্কাইজাম্প

স্ট্রিম প্রতিবেদক
স্ট্রিম প্রতিবেদক

প্রকাশ : ১৬ ডিসেম্বর ২০২৫, ২৩: ২২
ওসমান হাদির ছবিযুক্ত হেলমেটে বিডা চেয়ারম্যানের স্কাইজাম্প

মহান বিজয় দিবসের ৫৪ বছর পূর্তিতে সম্প্রতি গুলিবিদ্ধ ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদির ছবিসহ হেলমেট পরে প্যারাশুট থেকে ঝাঁপ দিয়েছেন বিডা চেয়ারম্যান আশিক চৌধুরী। একই সঙ্গে লাল-সবুজের পতাকা হাতে আকাশ থেকে ঝাঁপ দিয়ে বিশ্ব রেকর্ড গড়েছেন ৫৪ জন প্যারাট্রুপার।

আজ সোমবার (১৬ ডিসেম্বর) সকালে রাজধানীর তেজগাঁওয়ের পুরোনো বিমানবন্দরে এই বিশেষ প্রদর্শনী অনুষ্ঠিত হয়। ‘টিম বাংলাদেশ’-এর ৫৪ জন প্যারাট্রুপারের এই ঐতিহাসিক মহড়া ও বিশ্ব রেকর্ড গড়ার মুহূর্ত সশরীরে প্রত্যক্ষ করেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। বিডা চেয়ারম্যান আশিক চৌধুরী তাঁর এই আকাশ অভিযান ঢাকা-৮ আসনের সম্ভাব্য স্বতন্ত্র প্রার্থী ও গুলিবিদ্ধ নেতা ওসমান হাদিকে উৎসর্গ করেছেন।

এর আগে গত রোববার প্রধান উপদেষ্টার কার্যালয়ের ভেরিফায়েড ফেসবুক পেজ থেকেও বিষয়টি জানানো হয়েছিল। সেখানে বলা হয়, বিশেষ আবেগের জায়গা থেকেই আশিক চৌধুরী হাদির ছবি আঁকা হেলমেট পরে প্যারাশুট জাম্পে অংশ নিচ্ছেন। বিজয়ের এই আনন্দঘন মুহূর্তে হাদির দ্রুত সুস্থতা কামনায় দেশবাসীর কাছে দোয়াও চাওয়া হয়।

বিজয় দিবসের এই এয়ার শো দেখতে তেজগাঁওয়ের পুরোনো বিমানবন্দরে সাধারণ মানুষের ঢল নামে। বেলা ১১টার দিকে আগারগাঁও-সংলগ্ন পুরোনো বিমানবন্দরের ফটকে দর্শনার্থীদের দীর্ঘ সারি দেখা যায়। সেনাবাহিনী, বিমানবাহিনী ও বিজিবি সদস্যদের কড়া নিরাপত্তার মধ্য দিয়ে উৎসুক জনতা উৎসবমুখর পরিবেশে এই আয়োজন উপভোগ করেন।

Ad 300x250
সর্বাধিক পঠিত

সম্পর্কিত