leadT1ad

পোস্টাল ব্যালটে ভোট দিলেন চার লাখ প্রবাসী

স্ট্রিম প্রতিবেদক
স্ট্রিম প্রতিবেদক
ঢাকা

প্রকাশ : ২৬ জানুয়ারি ২০২৬, ১৯: ২৬
পোস্টাল ব্যালট। সংগৃহীত ছবি

পোস্টাল ব্যালটে এখন পর্যন্ত চার লাখ পাঁচ হাজার ১৬৪ জন প্রবাসী বাংলাদেশি ভোট দিয়েছেন। সোমবার (২৬ জানুয়ারি) দুপুরে পাঠানো এক সরকারি তথ্য বিবরণীতে এ কথা বলা হয়েছে।

সেখানে বলা হয়েছে, এরই মধ্যে তিন লাখ ৪৪ হাজার ৯৯৩ জন প্রবাসী ভোট দেওয়ার পর সংশ্লিষ্ট দেশের পোস্ট অফিস বা ডাকবাক্সে ব্যালট জমা দিয়েছেন। এসব ব্যালটের মধ্যে ১৯ হাজার ৩৮৮টি বাংলাদেশে পৌঁছেছে।

বাংলাদেশ নির্বাচন কমিশন থেকে ছয় লাখ ৮৩ হাজার ১২২ জন প্রবাসীর কাছে ব্যালট পাঠানো হয়েছে। সোমবার দুপুর দেড়টা পর্যন্ত পোস্টাল ব্যালট গ্রহণ করেছেন ৪ লাখ ৭৮ হাজার ৩২৬ জন প্রবাসী।

Ad 300x250
সর্বাধিক পঠিত

সম্পর্কিত