leadT1ad

এমন কাজ করিনি যে সেফ এক্সিট লাগবে: প্রেস সচিব

স্ট্রিম সংবাদদাতা
স্ট্রিম সংবাদদাতা
মানিকগঞ্জ

প্রকাশ : ২৩ জানুয়ারি ২০২৬, ১৯: ৫০
মানিকগঞ্জের গড়পাড়া ইমামবাড়ী দরবার শরীফ পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। সংগৃহীত ছবি

অন্তর্বর্তীকালীন সরকারের কেউ শেখ হাসিনার মতো কোনো কাজ করেননি, ফলে তাঁদের সেফ এক্সিটের প্রশ্নই ওঠে না। শুক্রবার বিকেলে মানিকগঞ্জের গড়পাড়া ইমামবাড়ী দরবার শরীফ পরিদর্শন শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম এ কথা বলেন।

শফিকুল আলম বলেন, ‘বাংলাদেশে জন্ম নিয়ে আমি গর্বিত। আমি এই মাটিতেই থাকব। আল্লাহ রিজিকের মালিক—যে কাজ পাব, সেই কাজই করব।’

সরকারিভাবে ‘হ্যাঁ’ ভোটের প্রচারণা প্রসঙ্গে প্রেস সচিব বলেন, ‘যারা এ নিয়ে প্রশ্ন তুলছেন, তারা কি ইংল্যান্ড, স্কটল্যান্ড বা তুরস্কের অভিজ্ঞতা দেখেছেন? গণভোট হলে সব দেশেই সরকার একটি অবস্থান নেয়। সরকার একটি মত প্রকাশ করে এবং জনগণকে সেই অনুযায়ী ভোট দেওয়ার আহ্বান জানায়—এটাই আন্তর্জাতিক চর্চা।’

গ্রামাঞ্চলে গণভোটের প্রচারণা নিয়ে শফিকুল আলম বলেন, ‘গণভোটের প্রচারণায় উপদেষ্টারা জেলা ও উপজেলা পর্যায়ে যাচ্ছেন। আগে ভোটের গাড়ি ছিল ১০টি, এখন তা বাড়িয়ে ৩০টি করা হয়েছে। এসব গাড়ি জেলা, উপজেলা ও ইউনিয়ন পর্যায়ে যাচ্ছে। দেশের ৪৯৫টি উপজেলায় এই ভোটের গাড়ি যাবে। এতে আমরা অভূতপূর্ব সাড়া পাচ্ছি।

নির্বাচন নিয়ে কোনো শঙ্কা নেই উল্লেখ করে তিনি বলেন, ‘গত ১৬ বছরে মানুষ ভালো নির্বাচন দেখেনি। সকালে ভোটকেন্দ্রে গিয়ে দেখেছে ব্যালট আগেই চুরি হয়ে গেছে, তাদের সামনে দিয়ে ব্যালট বাক্স নিয়ে যাওয়া হয়েছে। পুলিশ বলেছে—আপনার আসার দরকার নেই। সেই অভিজ্ঞতা থেকে মানুষ মুক্তি চায়।’

সাংবাদিকদের অধিকার ও মিডিয়া সংস্কার প্রসঙ্গে প্রেস সচিব বলেন, ‘সম্প্রতি তথ্য অধিকার আইনের কিছু বিষয় আরও সহজ করা হয়েছে। সূচিপত্র প্রণয়ন, রিপোর্টিং পদ্ধতি এবং তথ্যের ওপর সাংবাদিকদের অধিকার প্রতিষ্ঠা—এসব বিষয়ে একটি অধ্যাদেশ পাস করা হয়েছে। এই সরকার মাত্র ১৮ মাস ধরে দায়িত্বে রয়েছে। এত অল্প সময়ে সবকিছু করা সম্ভব নয়।’

এ সময় উপস্থিত ছিলেন বাংলাদেশ স্পোর্টস জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের সভাপতি আরিফুর রহমান বাবু, গড়পাড়া ইমামবাড়ি দরবার শরিফের পীর শাহ শাহিন আহমেদ, মানিকগঞ্জ প্রেসক্লাবের সভাপতি জাহাঙ্গীর আলম বিশ্বাসসহ বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা।

Ad 300x250
সর্বাধিক পঠিত

সম্পর্কিত