স্ট্রিম প্রতিবেদক

পুরো শাসনামলে দেশে আদৌ কোনো মানুষ গুমের শিকার হয়েছেন কি না, তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা তা জানতেন না। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে শেখ হাসিনার পক্ষে এমন দাবিই করেছেন তার জন্য রাষ্ট্রনিযুক্ত আইনজীবী মো. আমির হোসেন। তিনি ট্রাইব্যুনালকে বলেন, প্রসিকিউশন শেখ হাসিনাকে সব অপরাধের মা হিসেবে চিত্রিত করলেও তার নির্দেশেই গুম হয়েছে—এমন কোনো দালিলিক প্রমাণ বা লিখিত আদেশ তারা দেখাতে পারেনি।
আজ রোববার (১৪ ডিসেম্বর) আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১-এ টিএফআই সেলে গুম ও নির্যাতনের ঘটনায় মানবতাবিরোধী অপরাধের মামলায় ফরমাল চার্জ গঠনের শুনানিতে এ যুক্তি তুলে ধরা হয়। শুনানি শেষে ট্রাইব্যুনাল আদেশের জন্য আগামী ২১ ডিসেম্বর দিন ধার্য করেছেন।
শুনানিতে আইনজীবী আমির হোসেন অভিযোগ থেকে শেখ হাসিনার অব্যাহতি চেয়ে বলেন, ‘প্রসিকিউশনের বক্তব্য হলো—তিনি (শেখ হাসিনা) নাকি সব অপরাধের মা, সব অপরাধের সূতিকাগার। তাদের ভাষ্যমতে, শেখ হাসিনার নির্দেশেই সব গুম সংঘটিত হয়েছিল এবং কোনো কোনো ঘটনায় তার সরাসরি নির্দেশনা ছিল। কিন্তু আমার মক্কেল কাউকে গুম বা অপহরণের নির্দেশ দেননি। এমনকি দেশে কোনো গুম হয়েছে কি না, সেটাও তিনি জানতেন না।’
‘চিফ এক্সিকিউটিভ (প্রধান নির্বাহী) হিসেবে তিনি (শেখ হাসিনা) কি দায় এড়াতে পারেন?’ আদালতের এমন প্রশ্নের
জবাবে আইনজীবী আমির হোসেন বলেন, ‘একটি দেশে বহু অপরাধ বা ঘটনা ঘটে। সবকিছু তো আর তার (শেখ হাসিনা) নলেজে থাকবে না।’
এ সময় তিনি গুম ও নির্যাতনের অভিযোগগুলোকে প্রোপাগান্ডা হিসেবে অভিহিত করেন। আইনজীবীর যুক্তি, ‘যেহেতু প্রসিকিউশন কোনো কাগজপত্র দেখাতে পারেনি, তাই বলা যায় এসব (গুম-নির্যাতন) কোনো ঘটনা ঘটেনি। এগুলো সব প্রোপাগান্ডা। অতএব, এ মামলার আনুষ্ঠানিক অভিযোগ থেকে তিনি অব্যাহতি পাওয়ার যোগ্য।’
উল্লেখ্য, এই মামলায় শেখ হাসিনাসহ সাবেক ও বর্তমান সেনা কর্মকর্তা মিলিয়ে মোট ১৭ জনের বিরুদ্ধে অভিযোগ আনা হয়েছে। আগামী ২১ ডিসেম্বর আদালত এ বিষয়ে আদেশ দেবেন।

পুরো শাসনামলে দেশে আদৌ কোনো মানুষ গুমের শিকার হয়েছেন কি না, তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা তা জানতেন না। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে শেখ হাসিনার পক্ষে এমন দাবিই করেছেন তার জন্য রাষ্ট্রনিযুক্ত আইনজীবী মো. আমির হোসেন। তিনি ট্রাইব্যুনালকে বলেন, প্রসিকিউশন শেখ হাসিনাকে সব অপরাধের মা হিসেবে চিত্রিত করলেও তার নির্দেশেই গুম হয়েছে—এমন কোনো দালিলিক প্রমাণ বা লিখিত আদেশ তারা দেখাতে পারেনি।
আজ রোববার (১৪ ডিসেম্বর) আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১-এ টিএফআই সেলে গুম ও নির্যাতনের ঘটনায় মানবতাবিরোধী অপরাধের মামলায় ফরমাল চার্জ গঠনের শুনানিতে এ যুক্তি তুলে ধরা হয়। শুনানি শেষে ট্রাইব্যুনাল আদেশের জন্য আগামী ২১ ডিসেম্বর দিন ধার্য করেছেন।
শুনানিতে আইনজীবী আমির হোসেন অভিযোগ থেকে শেখ হাসিনার অব্যাহতি চেয়ে বলেন, ‘প্রসিকিউশনের বক্তব্য হলো—তিনি (শেখ হাসিনা) নাকি সব অপরাধের মা, সব অপরাধের সূতিকাগার। তাদের ভাষ্যমতে, শেখ হাসিনার নির্দেশেই সব গুম সংঘটিত হয়েছিল এবং কোনো কোনো ঘটনায় তার সরাসরি নির্দেশনা ছিল। কিন্তু আমার মক্কেল কাউকে গুম বা অপহরণের নির্দেশ দেননি। এমনকি দেশে কোনো গুম হয়েছে কি না, সেটাও তিনি জানতেন না।’
‘চিফ এক্সিকিউটিভ (প্রধান নির্বাহী) হিসেবে তিনি (শেখ হাসিনা) কি দায় এড়াতে পারেন?’ আদালতের এমন প্রশ্নের
জবাবে আইনজীবী আমির হোসেন বলেন, ‘একটি দেশে বহু অপরাধ বা ঘটনা ঘটে। সবকিছু তো আর তার (শেখ হাসিনা) নলেজে থাকবে না।’
এ সময় তিনি গুম ও নির্যাতনের অভিযোগগুলোকে প্রোপাগান্ডা হিসেবে অভিহিত করেন। আইনজীবীর যুক্তি, ‘যেহেতু প্রসিকিউশন কোনো কাগজপত্র দেখাতে পারেনি, তাই বলা যায় এসব (গুম-নির্যাতন) কোনো ঘটনা ঘটেনি। এগুলো সব প্রোপাগান্ডা। অতএব, এ মামলার আনুষ্ঠানিক অভিযোগ থেকে তিনি অব্যাহতি পাওয়ার যোগ্য।’
উল্লেখ্য, এই মামলায় শেখ হাসিনাসহ সাবেক ও বর্তমান সেনা কর্মকর্তা মিলিয়ে মোট ১৭ জনের বিরুদ্ধে অভিযোগ আনা হয়েছে। আগামী ২১ ডিসেম্বর আদালত এ বিষয়ে আদেশ দেবেন।

সাতক্ষীরায় জামায়াত প্রার্থীর নির্বাচনী পথসভায় অংশ নেওয়ায় পুলিশের সহকারী উপপরিদর্শক (এএসআই) মহিবুল্লাহকে সাময়িকভাবে বরখাস্ত করা হয়েছে। রোববার (১৪ ডিসেম্বর) সন্ধ্যায় সাতক্ষীরার পুলিশ সুপারের কার্যালয় থেকে এ তথ্য জানানো হয়।
৩১ মিনিট আগে
সামিট গ্রুপের চেয়ারম্যান মোহাম্মদ আজিজ খান এবং তাঁর স্ত্রী ও মেয়ের নামে প্রায় ৭১১ কোটি টাকার অবৈধ সম্পদের সন্ধান পেয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। এসব সম্পদের উৎস জানতে চেয়ে তাঁদের তিনজনের নামে আলাদা সম্পদ বিবরণী দাখিলের নোটিশ জারির অনুমোদন দিয়েছে সংস্থাটি।
১ ঘণ্টা আগে
২০২৫-২৬ শিক্ষাবর্ষের এমবিবিএস ও বিডিএস ভর্তি পরীক্ষার ফল প্রকাশিত হয়েছে। রোববার (১৪ ডিসেম্বর) এ ফল প্রকাশ করা হয়। এতে সরকারি মেডিকেল ও ডেন্টাল কলেজে ভর্তির জন্য প্রাথমিকভাবে ৫ হাজার ৬৪৫ জন প্রার্থী নির্বাচিত হয়েছেন।
১ ঘণ্টা আগে
সাংবাদিক আনিস আলমগীরকে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) গোয়েন্দা শাখার (ডিবি) কার্যালয়ে নিয়ে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। রোববার (১৪ ডিসেম্বর) রাতে পুলিশের একাধিক কর্মকর্তা স্ট্রিমকে এ তথ্য জানিয়েছেন।
২ ঘণ্টা আগে