leadT1ad

দেশে গুম হয়েছে কি না, শেখ হাসিনা জানতেন না: স্টেট ডিফেন্স আইনজীবী

স্ট্রিম প্রতিবেদক
স্ট্রিম প্রতিবেদক
স্ট্রিম প্রতিবেদক

প্রকাশ : ১৪ ডিসেম্বর ২০২৫, ১৭: ১৫
আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে শেখ হাসিনার বিরুদ্ধে মামলার বিচারিক কার্যক্রম চলছে। ছবি: সংগৃহীত

পুরো শাসনামলে দেশে আদৌ কোনো মানুষ গুমের শিকার হয়েছেন কি না, তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা তা জানতেন না। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে শেখ হাসিনার পক্ষে এমন দাবিই করেছেন তার জন্য রাষ্ট্রনিযুক্ত আইনজীবী মো. আমির হোসেন। তিনি ট্রাইব্যুনালকে বলেন, প্রসিকিউশন শেখ হাসিনাকে সব অপরাধের মা হিসেবে চিত্রিত করলেও তার নির্দেশেই গুম হয়েছে—এমন কোনো দালিলিক প্রমাণ বা লিখিত আদেশ তারা দেখাতে পারেনি।

আজ রোববার (১৪ ডিসেম্বর) আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১-এ টিএফআই সেলে গুম ও নির্যাতনের ঘটনায় মানবতাবিরোধী অপরাধের মামলায় ফরমাল চার্জ গঠনের শুনানিতে এ যুক্তি তুলে ধরা হয়। শুনানি শেষে ট্রাইব্যুনাল আদেশের জন্য আগামী ২১ ডিসেম্বর দিন ধার্য করেছেন।

শুনানিতে আইনজীবী আমির হোসেন অভিযোগ থেকে শেখ হাসিনার অব্যাহতি চেয়ে বলেন, ‘প্রসিকিউশনের বক্তব্য হলো—তিনি (শেখ হাসিনা) নাকি সব অপরাধের মা, সব অপরাধের সূতিকাগার। তাদের ভাষ্যমতে, শেখ হাসিনার নির্দেশেই সব গুম সংঘটিত হয়েছিল এবং কোনো কোনো ঘটনায় তার সরাসরি নির্দেশনা ছিল। কিন্তু আমার মক্কেল কাউকে গুম বা অপহরণের নির্দেশ দেননি। এমনকি দেশে কোনো গুম হয়েছে কি না, সেটাও তিনি জানতেন না।’

‘চিফ এক্সিকিউটিভ (প্রধান নির্বাহী) হিসেবে তিনি (শেখ হাসিনা) কি দায় এড়াতে পারেন?’ আদালতের এমন প্রশ্নের

জবাবে আইনজীবী আমির হোসেন বলেন, ‘একটি দেশে বহু অপরাধ বা ঘটনা ঘটে। সবকিছু তো আর তার (শেখ হাসিনা) নলেজে থাকবে না।’

এ সময় তিনি গুম ও নির্যাতনের অভিযোগগুলোকে প্রোপাগান্ডা হিসেবে অভিহিত করেন। আইনজীবীর যুক্তি, ‘যেহেতু প্রসিকিউশন কোনো কাগজপত্র দেখাতে পারেনি, তাই বলা যায় এসব (গুম-নির্যাতন) কোনো ঘটনা ঘটেনি। এগুলো সব প্রোপাগান্ডা। অতএব, এ মামলার আনুষ্ঠানিক অভিযোগ থেকে তিনি অব্যাহতি পাওয়ার যোগ্য।’

উল্লেখ্য, এই মামলায় শেখ হাসিনাসহ সাবেক ও বর্তমান সেনা কর্মকর্তা মিলিয়ে মোট ১৭ জনের বিরুদ্ধে অভিযোগ আনা হয়েছে। আগামী ২১ ডিসেম্বর আদালত এ বিষয়ে আদেশ দেবেন।

Ad 300x250

সম্পর্কিত