স্ট্রিম সংবাদদাতা

সন্ধ্যায় কুয়াশা হালকা থেকে ভারী হচ্ছে চারদিকে। ভোর থেকেই বইছে উত্তরের হীমেল বাতাস।টানা চার দিন ধরে সূর্যের দেখা নেই সীমান্তবর্তী জেলা চুয়াডাঙ্গায়। প্রয়োজন ছাড়া ঘরের বাইরে বের হচ্ছে না কেউ। শহরের রাস্তায় লোকজনের চলাচল কম। যাত্রী না পেয়ে মোড়ে মোড়ে থেমে আছেন রিকশা-ভ্যান চালকেরা। এর মধ্যেও কাজের সন্ধানে ছুটছেন গ্রাম থেকে আসা দিনমজুর ও শ্রমিকরা।
শ্রমিক তুষার রহমান বলেন, ‘আজকে অনেক শীত। এর মধ্যে ইট, বালু-সিমেন্টের কাজ করা খুবই কষ্ট। তারপরও আয়-রোজগারের জন্য কাজ করতে হচ্ছে। এভাবে শীত বাড়তে থাকলে আমাদের মতো ছিন্নমূল মানুষদের দুর্ভোগ বাড়বে।’
চুয়াডাঙ্গায় চলতি মৌসুমের সর্বনিম্ন ৭ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছে আজ মঙ্গলবার (৬ জানুয়ারি)। মাঝারি শৈত্যপ্রবাহ বয়ে যাচ্ছে এই জেলায়। এক দিনের ব্যবধান জেলায় ২ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা নেমেছে বলে জানিয়েছে আবহাওয়া অফিস। গতকাল সোমবার (৫ জানুয়ারি) এখানে তাপমাত্রা ছিল ৯ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস।
সকালের দিকে চুয়াডাঙ্গা শহর ঘুরে দেখা গেছে, সড়কে সব ধরনের যানবাহন চলাচল করেছে হেডলাইট জ্বেলে। তীব্র শীতে মানুষের দৈনন্দিন কাজকর্মে ভাটা পড়েছে। আয়-রোজগারে টান পড়েছে নিম্ন আয়ের মানুষের।
সকালের দিকে শহরে হাঁটতে আসা খাইরুল ইসলাম স্ট্রিমকে বলেন, ‘কয়েকদিন ধরে শীত বেশি পড়ছে। সকালে থাকছে কুয়াশা। সকাল ১০টা বাজলেও দেখা যাচ্ছে না সূর্যের। সারাদিনই ঠান্ডা বাতাস কাবু করে ফেলছে। তিনদিন ধরে সূর্য ওঠেনি।’
জেলা আবহাওয়া অফিস সূত্রে জানা গেছে, মঙ্গলবার সকাল ৯টায় জেলায় তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৭ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস। এর আগে সকাল ৬টায় একই তাপমাত্রা রেকর্ড করে জেলার আবহাওয়া অফিস। এ সময় বাতাসের আর্দ্রতা ছিল ৯৭ শতাংশ ।
আবহাওয়া অফিস জানিয়েছেন, মাঝখানে একদিন বিরতির পর চুয়াডাঙ্গার ওপর দিয়ে টানা চারদিন মৃদু শৈত্যপ্রবাহ বয়ে গেছে। আজও এই জেলার ওপর দিয়ে বয়ে চলেছে মাঝারি শৈত্যপ্রবাহ। সূর্যের দেখা নেই। এতে উত্তরের দিক থেকে বয়ে চলা হিমশীতল বাতাসে শীতের তীব্রতা আরও বাড়িয়ে তুলেছে।
চুয়াডাঙ্গা আবহাওয়া অফিসের ভারপ্রাপ্ত কর্মকর্তা জামিনুর রহমান স্ট্রিমকে বলেন, চুয়াডাঙ্গায় আজ মৌসুমের সর্বনিম্ন তাপমাত্রা ৭ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস। এর সঙ্গে জেলার ওপর দিয়ে এখন বয়ে যাচ্ছে মাঝারি ধরনের শৈত্যপ্রবাহ। এমন অবস্থা অব্যাহত থাকতে পারে। সামনের দিনে তাপমাত্রা আরো নিচের দিকে নামা শুরু হবে। ফলে শীতের তীব্রতা আরো বাড়িয়ে তুলবে।

সন্ধ্যায় কুয়াশা হালকা থেকে ভারী হচ্ছে চারদিকে। ভোর থেকেই বইছে উত্তরের হীমেল বাতাস।টানা চার দিন ধরে সূর্যের দেখা নেই সীমান্তবর্তী জেলা চুয়াডাঙ্গায়। প্রয়োজন ছাড়া ঘরের বাইরে বের হচ্ছে না কেউ। শহরের রাস্তায় লোকজনের চলাচল কম। যাত্রী না পেয়ে মোড়ে মোড়ে থেমে আছেন রিকশা-ভ্যান চালকেরা। এর মধ্যেও কাজের সন্ধানে ছুটছেন গ্রাম থেকে আসা দিনমজুর ও শ্রমিকরা।
শ্রমিক তুষার রহমান বলেন, ‘আজকে অনেক শীত। এর মধ্যে ইট, বালু-সিমেন্টের কাজ করা খুবই কষ্ট। তারপরও আয়-রোজগারের জন্য কাজ করতে হচ্ছে। এভাবে শীত বাড়তে থাকলে আমাদের মতো ছিন্নমূল মানুষদের দুর্ভোগ বাড়বে।’
চুয়াডাঙ্গায় চলতি মৌসুমের সর্বনিম্ন ৭ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছে আজ মঙ্গলবার (৬ জানুয়ারি)। মাঝারি শৈত্যপ্রবাহ বয়ে যাচ্ছে এই জেলায়। এক দিনের ব্যবধান জেলায় ২ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা নেমেছে বলে জানিয়েছে আবহাওয়া অফিস। গতকাল সোমবার (৫ জানুয়ারি) এখানে তাপমাত্রা ছিল ৯ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস।
সকালের দিকে চুয়াডাঙ্গা শহর ঘুরে দেখা গেছে, সড়কে সব ধরনের যানবাহন চলাচল করেছে হেডলাইট জ্বেলে। তীব্র শীতে মানুষের দৈনন্দিন কাজকর্মে ভাটা পড়েছে। আয়-রোজগারে টান পড়েছে নিম্ন আয়ের মানুষের।
সকালের দিকে শহরে হাঁটতে আসা খাইরুল ইসলাম স্ট্রিমকে বলেন, ‘কয়েকদিন ধরে শীত বেশি পড়ছে। সকালে থাকছে কুয়াশা। সকাল ১০টা বাজলেও দেখা যাচ্ছে না সূর্যের। সারাদিনই ঠান্ডা বাতাস কাবু করে ফেলছে। তিনদিন ধরে সূর্য ওঠেনি।’
জেলা আবহাওয়া অফিস সূত্রে জানা গেছে, মঙ্গলবার সকাল ৯টায় জেলায় তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৭ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস। এর আগে সকাল ৬টায় একই তাপমাত্রা রেকর্ড করে জেলার আবহাওয়া অফিস। এ সময় বাতাসের আর্দ্রতা ছিল ৯৭ শতাংশ ।
আবহাওয়া অফিস জানিয়েছেন, মাঝখানে একদিন বিরতির পর চুয়াডাঙ্গার ওপর দিয়ে টানা চারদিন মৃদু শৈত্যপ্রবাহ বয়ে গেছে। আজও এই জেলার ওপর দিয়ে বয়ে চলেছে মাঝারি শৈত্যপ্রবাহ। সূর্যের দেখা নেই। এতে উত্তরের দিক থেকে বয়ে চলা হিমশীতল বাতাসে শীতের তীব্রতা আরও বাড়িয়ে তুলেছে।
চুয়াডাঙ্গা আবহাওয়া অফিসের ভারপ্রাপ্ত কর্মকর্তা জামিনুর রহমান স্ট্রিমকে বলেন, চুয়াডাঙ্গায় আজ মৌসুমের সর্বনিম্ন তাপমাত্রা ৭ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস। এর সঙ্গে জেলার ওপর দিয়ে এখন বয়ে যাচ্ছে মাঝারি ধরনের শৈত্যপ্রবাহ। এমন অবস্থা অব্যাহত থাকতে পারে। সামনের দিনে তাপমাত্রা আরো নিচের দিকে নামা শুরু হবে। ফলে শীতের তীব্রতা আরো বাড়িয়ে তুলবে।

বাসচালক অভিযোগ করেন, জয়ন্ত বাস থেকে নামার পর শ্যামলী রানী সাপাহারের টিকিট মাস্টারকে অফিসে ডেকে নেন। তাঁর ব্যবহৃত মোবাইল ফোন থেকে বাসচালক বাদলকে কল করে চালক ও সুপারভাইজারকে হুমকি দেওয়া হয়।
২ ঘণ্টা আগে
বাণিজ্যিক উৎপাদনের উদ্দেশ্য ছাড়া অন্য কোনো কারণে গাছে পেরেক বা ধাতব বস্তু ব্যবহার করে ক্ষতিসাধন করা যাবে না। এ বিধান অমান্য করলে আদালত সংশ্লিষ্ট ব্যক্তিকে সর্বোচ্চ ২০ হাজার টাকা পর্যন্ত জরিমানা করতে পারবে।
২ ঘণ্টা আগে
বাংলাদেশ যাতে ফ্যাসিবাদী ব্যবস্থায় আর ফিরে না যায়, সে জন্যই এবারের গণভোট বলে মন্তব্য করেছেন প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী অধ্যাপক আলী রীয়াজ বলেছেন।
৩ ঘণ্টা আগে
প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের কাছে জ্বালানি ও বিদ্যুৎ খাত মহাপরিকল্পনা ২০২৬-২০৫০ উপস্থাপন করেছে বিদ্যুৎ জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়।
৪ ঘণ্টা আগে