leadT1ad

আনসারদের জন্য কেনা হবে ১৭ হাজার শর্টগান

স্ট্রিম প্রতিবেদক
স্ট্রিম প্রতিবেদক
ঢাকা

প্রকাশ : ১৮ নভেম্বর ২০২৫, ১৫: ২৭
আনসার ভিডিপির (ভিলেজ ডিফেন্স পার্টি-ভিডিপি) মনোগ্রাম

সাশ্রয়ী মূল্যে আনসার ভিডিপির (ভিলেজ ডিফেন্স পার্টি-ভিডিপি) জন্য সরাসরি ক্রয় পদ্ধতিতে ১৭ হাজার ৫০টি ১২ বোর শর্টগান কেনা হবে বলে জানিয়েছেন অর্থ উপদেষ্টা ড. সালাহউদ্দিন আহমেদ।

মঙ্গলবার (১৮ নভেম্বর) দুপুরে সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগের সম্মেলন কক্ষে অর্থ উপদেষ্টা ড. সালাহউদ্দিন আহমেদের সভাপতিত্বে অর্থনৈতিক বিষয়ক সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটির বৈঠক শেষে সাংবাদিকদের তিনি এ কথা বলেন।

অর্থ উপদেষ্টা বলেন, ‘আনসার-ভিডিপির প্রায় ১৭ হাজার ৫০টি ১২ বোর শর্টগান কিনতে হবে। এগুলো অনেক পুরনো হয়ে গিয়েছিল। যেই দরে আমরা পেয়েছি, এটা বেশ সাশ্রয়ী। এটা আমরা অনুমোদন করেছি।’

আনসারদের শর্টগান কিনতে কত টাকা ব্যয় হবে—এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘আসলে ওটা খুবই সাশ্রয়ী। আপনারা হয়তো নিজেরাই খুঁজে বের করতে পারবেন। আগে যে দামে কেনা হয়েছে তার তুলনায় এটি অত্যন্ত প্রতিযোগিতামূলক।’

নির্বাচনকে অগ্রাধিকার দিয়েই এটা করা হচ্ছে কিনা, জানতে চাইলে তিনি বলেন, ‘আনসার নির্বাচনের ব্যাপার না।... শর্টগান কেনা হচ্ছে, কারণ তাদের অনেক দিন শর্টগান দেওয়া হয়নি। আর যেই দামে কিনছে, এই দামে আগেও অনেক সমস্যা ছিল। এটা আজকে ইকোনমিক অ্যাফেয়ার্স কমিটিতে এসেছে, নীতিগত অনুমোদন দেওয়া হয়েছে। পারচেজ কমিটিতে আসলে বিস্তারিত জানা যাবে।‘

এদিকে বৈঠক সূত্রে জানা গেছে, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের প্রস্তাবের পরিপ্রেক্ষিতে চলতি ২০২৫-২০২৬ অর্থবছরেই এই শর্টগানগুলো সরাসরি ক্রয় পদ্ধতিতে কেনার প্রস্তাবের অনুমোদন দিয়েছে সরকার। সকল বিধিবিধান অনুসরণ করে এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবে মন্ত্রণালয়।

Ad 300x250

সম্পর্কিত