leadT1ad

নির্বাচনে বিদেশি পর্যবেক্ষক ৫০০ জনে পৌঁছাবে, ইসি সচিবের আশা

স্ট্রিম প্রতিবেদক
স্ট্রিম প্রতিবেদক
ঢাকা

প্রকাশ : ২২ জানুয়ারি ২০২৬, ২১: ২৫
নির্বাচন কমিশন সচিবালয়ে প্রেস ব্রিফিংয়ে ইসির সিনিয়র সচিব আখতার আহমেদ। স্ট্রিম ছবি

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিদেশি পর্যবেক্ষকের সংখ্যা ৫০০ জনে পৌঁছাতে পারে বলে আশা প্রকাশ করেছেন ইসির সিনিয়র সচিব আখতার আহমেদ। বৃহস্পতিবার (২২ জানুয়ারি) সন্ধ্যায় নির্বাচন কমিশন সচিবালয়ে এক প্রেস ব্রিফিংয়ে তিনি এ কথা বলেন।

আখতার আহমেদ জানান, জাতীয় নির্বাচনে বিভিন্ন আন্তর্জাতিক সংস্থার ৮৩ পর্যবেক্ষককে আমন্ত্রণ জানানো হয়েছে। এর মধ্যে ৩৬ জন অংশ নেওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন এবং পাঁচটি সংস্থা অংশ নেবে না বলে জানিয়েছে। আরও কিছু কনফারমেশন প্রক্রিয়াধীন রয়েছে। পাশাপাশি ওপেন ইনভাইটেশনের আওতায় এখন পর্যন্ত ৫০ জন আন্তর্জাতিক সাংবাদিক ও ৭৮ আন্তর্জাতিক পর্যবেক্ষক দেশে এসে নির্বাচন পর্যবেক্ষণের আগ্রহ প্রকাশ করেছেন। এই সংখ্যা প্রতিদিনই বাড়ছে।

বিদেশি পর্যবেক্ষদের জন্য অন অ্যারাইভাল ভিসা সুবিধা, বিমানবন্দরে হেল্পডেস্ক, আবাসন ও প্রয়োজনীয় সমন্বয়ের ব্যবস্থা নেওয়া হচ্ছে জানিয়ে তিনি বলেন, বর্তমানে ঢাকায় ইউরোপীয় ইউনিয়নের ৫৬ প্রতিনিধি অবস্থান করছেন, যা ৭৫ জন ছাড়াতে পারে। সব মিলিয়ে মোট বিদেশি পর্যবেক্ষকের সংখ্যা প্রায় ৫০০ জনে পৌঁছাতে পারে বলে ধারণা করা হচ্ছে।

এদিকে এবার ভোট গণনায় বেশি সময় লাগতে পারে বলে জানান ইসি সচিব। তিনি বলেন, এবার একজন দুটি ব্যালটে ভোট দেবেন। প্রার্থীর সংখ্যাও বেশি। এছাড়া পোস্টাল ব্যালট যুক্ত হওয়ায় কেন্দ্র ও রিটার্নিং কর্মকর্তা পর্যায়ে গণনায় সময় বাড়বে। কেন্দ্রভিত্তিক গণনা শেষ হলেও রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে পোস্টাল ব্যালটসহ সমন্বিত গণনায় অতিরিক্ত সময় লাগবে। সব গণনা শেষ হলেই ফল ঘোষণা করা হবে।

ভোটারদের ব্যক্তিগত তথ্য চাওয়া বা দেওয়া আচরণবিধি লঙ্ঘন বলেও মন্তব্য করেন আখতার আহমেদ। তিনি বলেন, এ বিষয়ে সচেতনতা বাড়াতে নির্বাচন কমিশন বিজ্ঞপ্তি জারি করেছে। অভিযোগ পেলে তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

এদিকে ভোটের সময় মোবাইল ফিন্যান্সিয়াল সার্ভিস (এমএফএস) ও ই-ব্যাংকিং সম্পূর্ণভাবে বন্ধ করার কোনো সিদ্ধান্ত হয়নি বলে জানান ইসির সিনিয়র সচিব আখতার আহমেদ। তিনি বলেন, অতীতে নির্বাচনের সময় এক বা দুই দিনের জন্য এমএফএস বন্ধ রাখার নজির থাকলেও এবার সেই ধরনের পূর্ণাঙ্গ শাটডাউন থাকবে না। তবে লেনদেনে কিছু নিয়ন্ত্রণমূলক ব্যবস্থা নেওয়া হতে পারে।

এছাড়া বাংলাদেশ ন্যাশনাল ক্যাডেট কোরের (বিএনসিসি) ১৬ হাজারের বেশি সদস্য স্বেচ্ছাসেবক হিসেবে নির্বাচনী কার্যক্রমে যুক্ত থাকবেন বলে জানান তিনি।

Ad 300x250
সর্বাধিক পঠিত

সম্পর্কিত