leadT1ad

পুরোপুরি চালু হয়েছে মেট্রোরেল, বিজয় সরণি-ফার্মগেট লাইনে ধীরগতি

স্ট্রিম প্রতিবেদক
স্ট্রিম প্রতিবেদক
ঢাকা

মেট্রোরেল। পুরোনো ছবি

রাজধানীর খামাবাড়ি এলাকায় মেট্রোরেলের বিয়ারিং প্যাড খুলে পড়ে এক পথচারীর মৃত্যুর পর আজ সোমবার ফের পুরোপুরি চালু হয়েছে মেট্রোরেল। আজ সকাল ১১টা থেকে উত্তরা–মতিঝিল পর্যন্ত পুরো রুটে ট্রেন চলাচল শুরু হয়। ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেডের (ডিএমটিসিএল) ভেরিফায়েড ফেসবুক পেজে বিষয়টি জানানো হয়েছে। তবে দুর্ঘটনা যে এলাকায় ঘটেছে অর্থাৎ খামারবাড়ি-ফার্মগেট লাইনে মেট্রোরেল ধীরগতিতে চলছে।

গতকাল রোববার দুপুর সোয়া ১২টার দিক ফার্মগেটের ৪৩৩ নম্বর পিলারের ওপর থেকে একটি বিয়ারিং প্যাড খুলে পড়ে। ওই সময় পথ দিয়ে যাচ্ছিলেন আবুল কালাম নামের এক ব্যক্তি। প্যাডটি সরাসরি তাঁর মাথায় পড়ে ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়। এরপর নিরাপত্তার কারণে পুরো রুটে ট্রেন চলাচল বন্ধ করে দেয় কর্তৃপক্ষ।

পরে ওইদিনই উত্তরা থেকে আগারগাঁও এবং শাহবাগ থেকে মতিঝিল পর্যন্ত মেট্রোরেল চালু করা হয়। তবে বিজয় সরণি থেকে কারওয়ান বাজার অংশে ট্রেন চলাচল বন্ধ ছিল। সোমবার সকালে ওই বন্ধ থাকা অংশে পরীক্ষামূলকভাবে ট্রায়াল রান শুরু হয়।

সকাল ১০টা ২০ মিনিটের দিকে ডিএমটিসিএলের জনসংযোগ কর্মকর্তা আহসান উল্লাহ স্ট্রিমকে বলেন, শিগগিরই ট্রেন চলাচল শুরু হবে। নির্দিষ্ট সময় বলা যাচ্ছে না, তবে প্রস্তুতি চলছে। পরে সকাল ১১টা নাগাদ ডিএমটিসিএলের ফেসবুক পেজে জানানো হয়, পূর্ণাঙ্গ সেবা চালু করা হচ্ছে। সকাল ১১টা ৫ মিনিটের দিকে কারওয়ান বাজার স্টেশন থেকে শাহবাগমুখী একটি ট্রেন ছেড়ে যায়।

মেট্রোরেলের যাত্রীরা বলছেন, উত্তরা থেকে বিজয় সরণি পর্যন্ত অন্যান্য দিনের মতো ট্রেনের গতি স্বাভাবিক ছিল। বিজয় সরণি থেকে ফার্মগেট পর্যন্ত বেশ ধীরগতিতে ট্রেন চলেছে।

এর আগে গত বছরের ১৮ সেপ্টেম্বর ফার্মগেটের একই জায়গার কাছাকাছি মাত্র দুই পিলার দূরে আরেকটি বিয়ারিং প্যাড খুলে পড়ে। তবে তখন কোনো হতাহতের ঘটনা ঘটেনি।

Ad 300x250

সম্পর্কিত