leadT1ad

অপারেশন ডেভিল হান্ট: সারা দেশে গত ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৯৬৮ জন

গ্রেপ্তারের প্রতীকী ছবি। স্ট্রিম গ্রাফিক

‘অপারেশন ডেভিল হান্ট ফেইজ-২’ নামের বিশেষ অভিযানে গত ২৪ ঘণ্টায় (বুধবার দুপুর ১২টা থেকে আজ দুপুর ১২টা পর্যন্ত) সারা দেশে ৯৬৮ জনকে গ্রেপ্তার করেছে যৌথ বাহিনী। এ সময় অস্ত্র, গুলি, ককটেল ও চাকু উদ্ধার করা হয়েছে।

আজ বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) পুলিশ সদর দপ্তরের এআইজি (মিডিয়া) এ এইচ এম শাহাদাত হোসাইন স্ট্রিমকে এসব তথ্য জানিয়েছেন।

একই সময়ে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) রাজধানীর বিভিন্ন এলাকা থেকে ৩৯২ জনকে গ্রেপ্তার করেছে বলেও জানান তিনি।

অভিযানে একটি শটগান, একটি বিদেশি রিভলবার, একটি পাইপগান, একটি এলজি, আটটি ককটেল, পাঁচটি গুলি, ৯টি কার্তুজ, বিস্ফোরিত ও অবিস্ফোরিত ছয়টি গ্যাস সেল, ১২টি দেশীয় অস্ত্র ও দুটি বার্মিজ চাকু উদ্ধার করা হয়েছে।

এ নিয়ে গত চার দিনে মোট ৪ হাজার ২৩২ জনকে গ্রেপ্তার করা হয়েছে।

ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদি গুলিবিদ্ধ হওয়ার পর অবৈধ অস্ত্র উদ্ধার ও আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে গত ১৩ ডিসেম্বর থেকে এই বিশেষ অভিযান শুরু করে যৌথ বাহিনী।

Ad 300x250

সম্পর্কিত