leadT1ad

পুলিশের ৬ শিক্ষানবিশ এএসপিকে অপসারণ

স্ট্রিম প্রতিবেদক
স্ট্রিম প্রতিবেদক
ঢাকা

প্রকাশ : ২৮ ডিসেম্বর ২০২৫, ১৯: ২২
স্বরাষ্ট্র মন্ত্রণালয়। স্ট্রিম গ্রাফিক

বিসিএস (পুলিশ) ক্যাডারের ৪১তম ব্যাচের ছয়জন কর্মকর্তাকে অপসারণ করেছে সরকার। তবে ঠিক কী কারণে তাঁদের অপসারণ করা হয়েছে, সে বিষয়ে সুনির্দিষ্ট কোনো তথ্য জানানো হয়নি।

আজ রোববার (২৮ ডিসেম্বর) রাষ্ট্রপতির আদেশক্রমে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়েছে। এতে সই করেছেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের উপসচিব মাহবুবুর রহমান।

প্রজ্ঞাপনে বলা হয়েছে, বিসিএস (পুলিশ) ক্যাডারের ৪১তম ব্যাচের শিক্ষানবিশ সহকারী পুলিশ সুপারদের (এএসপি) ‘বাংলাদেশ সিভিল সার্ভিস নিয়োগ বিধিমালা, ১৯৮১’-এর বিধি ৬(২)(এ) অনুযায়ী সরকারি চাকরি থেকে অপসারণ করা হলো।

অপসারিত কর্মকর্তারা হলেন—দেলোয়ার হোসেন, মাহমুদুল হক, ইসহাক হোসেন, মশিউর রহমান, মুহাম্মদ রাকিব আনোয়ার ও সাঈদ করিম মুগ্ধ।

বাংলাদেশ সিভিল সার্ভিস নিয়োগ বিধিমালা ১৯৮১ এর ধারা ৬(২) (এ) অনুযায়ী, শিক্ষানবিশকালীন সময়ে যদি শিক্ষানবিশ সংশ্লিষ্ট চাকরিতে বহাল থাকার অযোগ্য বিবেচিত হন, তাহলে সরকার কর্ম কমিশনের সাথে পরামর্শ ছাড়াই তাঁকে চাকরি থেকে ছাটাই করতে পারবে।

Ad 300x250

সম্পর্কিত