স্ট্রিম প্রতিবেদক

গত বৃহস্পতিবার দিবাগত রাতে রাজধানীর কারওয়ান বাজারে অবস্থিত সংবাদমাধ্যম প্রথম আলো এবং দ্য ডেইলি স্টারের ওপর হামলার ঘটনায় সংশ্লিষ্ট আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী অন্তত ২০ জনকে চিহ্নিত করেছে। বিষয়টি জানিয়েছেন নির্বাচন কমিশনার (ইসি) ব্রিগেডিয়ার জেনারেল (অব.) আবুল ফজল মো. সানাউল্লাহ।
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট সামনে রেখে দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতির সার্বিক পর্যালোচনায় আজ রোববার (২১ ডিসেম্বর) দুপুরে তিন বাহিনীর প্রধানের সঙ্গে বৈঠক করেন তিনি। এরপর বিকেলে আইনশৃঙ্খলা সংক্রান্ত উচ্চপর্যায়ের বৈঠক শেষে সন্ধ্যায় এক সংবাদ সম্মেলনে ইসি সানাউল্লাহ এই তথ্য জানান।
সংবাদ সম্মেলনে এক প্রশ্নের জবাবে তিনি জানান, বিষয়টি (হামলার) তাঁরা পরোক্ষভাবে আলোচনায় এনেছেন। কারণ, এটি একটি ভ্যান্ডালিজমের (ভাঙচুরের) ঘটনা এবং নিঃসন্দেহে এর প্রভাব নির্বাচনী পরিবেশের ওপর পড়ছে। তিনি বলেন, ‘যদিও ঘটনাটি নির্বাচনের সঙ্গে সরাসরি সম্পর্কিত নয়, তারপরও সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতির সঙ্গে এটি সম্পৃক্ত হওয়ায় নির্বাচন কমিশনের স্বার্থ এখানেও জড়িত।’
ইসি সানাউল্লাহ বলেন, ‘আজকের আলোচনায় সংশ্লিষ্ট বাহিনী ও সংস্থাগুলো ইসিকে আশ্বস্ত করেছে যে একটি বৃহত্তর জাতীয় আবেগ ও অনুভূতিকে কাজে লাগিয়ে একটি দুষ্টচক্র উদ্দেশ্যপ্রণোদিতভাবে এই অপকর্মটি সংঘটিত করেছে। এ ঘটনায় জড়িতদের বিরুদ্ধে যথাযথ আইনি ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।’
তিনি আরও বলেন, ‘এ পর্যন্ত অন্তত ২০ জনকে চিহ্নিত করা হয়েছে এবং তাদের আইনের আওতায় আনার ব্যবস্থা হয়েছে—এ বিষয়ে আমরা নিশ্চিত হয়েছি। অভিযান ও আইনি প্রক্রিয়া চলমান রয়েছে। সুতরাং আমি আপনাদের অনুরোধ করব, কিছুটা ধৈর্য ধরুন। আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি, যারা এই অপকর্মের সঙ্গে জড়িত—তারা প্রত্যেকেই তাদের কৃতকর্মের যথাযথ প্রতিদান পাবে।’
এদিকে অপর এক প্রশ্নের জবাবে শহীদ ওসমান হাদি হত্যাকাণ্ডের অগ্রগতি সম্পর্কে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে উদ্ধৃত করে তিনি বলেন, ‘এ পর্যন্ত ৬ জন আটক হয়েছে। মূল অভিযুক্তদের মধ্যে ২ জন ও পলায়নে সহায়তাকারী ১ জন এখনও পলাতক। অভিযান চলমান রয়েছে বলে আমাদের জানানো হয়েছে। আমরা এগুলোকে ত্বরান্বিত করতে এবং একনিষ্ঠভাবে এগিয়ে নিতে নির্দেশনা দিয়েছি।’
এর আগে আজ বিকেলে আইনশৃঙ্খলা–সংক্রান্ত উচ্চপর্যায়ের বৈঠকে তফসিল-পরবর্তী সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি মূল্যায়ন সম্পর্কে তিনি কথা বলেন। তিনি জানান, তাদের প্রাথমিক মূল্যায়নে বলা হচ্ছে—এসব ঘটনায় এখন পর্যন্ত মূলধারার কোনো রাজনৈতিক দলের সম্পৃক্ততা পাওয়া যায়নি।

গত বৃহস্পতিবার দিবাগত রাতে রাজধানীর কারওয়ান বাজারে অবস্থিত সংবাদমাধ্যম প্রথম আলো এবং দ্য ডেইলি স্টারের ওপর হামলার ঘটনায় সংশ্লিষ্ট আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী অন্তত ২০ জনকে চিহ্নিত করেছে। বিষয়টি জানিয়েছেন নির্বাচন কমিশনার (ইসি) ব্রিগেডিয়ার জেনারেল (অব.) আবুল ফজল মো. সানাউল্লাহ।
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট সামনে রেখে দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতির সার্বিক পর্যালোচনায় আজ রোববার (২১ ডিসেম্বর) দুপুরে তিন বাহিনীর প্রধানের সঙ্গে বৈঠক করেন তিনি। এরপর বিকেলে আইনশৃঙ্খলা সংক্রান্ত উচ্চপর্যায়ের বৈঠক শেষে সন্ধ্যায় এক সংবাদ সম্মেলনে ইসি সানাউল্লাহ এই তথ্য জানান।
সংবাদ সম্মেলনে এক প্রশ্নের জবাবে তিনি জানান, বিষয়টি (হামলার) তাঁরা পরোক্ষভাবে আলোচনায় এনেছেন। কারণ, এটি একটি ভ্যান্ডালিজমের (ভাঙচুরের) ঘটনা এবং নিঃসন্দেহে এর প্রভাব নির্বাচনী পরিবেশের ওপর পড়ছে। তিনি বলেন, ‘যদিও ঘটনাটি নির্বাচনের সঙ্গে সরাসরি সম্পর্কিত নয়, তারপরও সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতির সঙ্গে এটি সম্পৃক্ত হওয়ায় নির্বাচন কমিশনের স্বার্থ এখানেও জড়িত।’
ইসি সানাউল্লাহ বলেন, ‘আজকের আলোচনায় সংশ্লিষ্ট বাহিনী ও সংস্থাগুলো ইসিকে আশ্বস্ত করেছে যে একটি বৃহত্তর জাতীয় আবেগ ও অনুভূতিকে কাজে লাগিয়ে একটি দুষ্টচক্র উদ্দেশ্যপ্রণোদিতভাবে এই অপকর্মটি সংঘটিত করেছে। এ ঘটনায় জড়িতদের বিরুদ্ধে যথাযথ আইনি ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।’
তিনি আরও বলেন, ‘এ পর্যন্ত অন্তত ২০ জনকে চিহ্নিত করা হয়েছে এবং তাদের আইনের আওতায় আনার ব্যবস্থা হয়েছে—এ বিষয়ে আমরা নিশ্চিত হয়েছি। অভিযান ও আইনি প্রক্রিয়া চলমান রয়েছে। সুতরাং আমি আপনাদের অনুরোধ করব, কিছুটা ধৈর্য ধরুন। আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি, যারা এই অপকর্মের সঙ্গে জড়িত—তারা প্রত্যেকেই তাদের কৃতকর্মের যথাযথ প্রতিদান পাবে।’
এদিকে অপর এক প্রশ্নের জবাবে শহীদ ওসমান হাদি হত্যাকাণ্ডের অগ্রগতি সম্পর্কে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে উদ্ধৃত করে তিনি বলেন, ‘এ পর্যন্ত ৬ জন আটক হয়েছে। মূল অভিযুক্তদের মধ্যে ২ জন ও পলায়নে সহায়তাকারী ১ জন এখনও পলাতক। অভিযান চলমান রয়েছে বলে আমাদের জানানো হয়েছে। আমরা এগুলোকে ত্বরান্বিত করতে এবং একনিষ্ঠভাবে এগিয়ে নিতে নির্দেশনা দিয়েছি।’
এর আগে আজ বিকেলে আইনশৃঙ্খলা–সংক্রান্ত উচ্চপর্যায়ের বৈঠকে তফসিল-পরবর্তী সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি মূল্যায়ন সম্পর্কে তিনি কথা বলেন। তিনি জানান, তাদের প্রাথমিক মূল্যায়নে বলা হচ্ছে—এসব ঘটনায় এখন পর্যন্ত মূলধারার কোনো রাজনৈতিক দলের সম্পৃক্ততা পাওয়া যায়নি।

ইনকিলাব মঞ্চের অভিযোগ, অ্যাডিশনাল আইজিপিকে দিয়ে সংবাদ সম্মেলন করিয়ে শহীদ ওসমান হাদি হত্যার ঘটনাকে তুচ্ছ ও অগুরুত্বপূর্ণ দেখানো হয়েছে। এই পরিপ্রেক্ষিতে আগামীর কর্মসূচি ও দাবি নিয়ে ইনকিলাব মঞ্চের সংবাদ সম্মেলন সোমবার দুপুর ১২টায় ঢাকা বিশ্ববিদ্যালয়ে।
১৪ মিনিট আগে
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট সামনে রেখে সুষ্ঠু, শান্তিপূর্ণ ও গ্রহণযোগ্য নির্বাচন আয়োজনের লক্ষ্যে তিন বাহিনী সমন্বিতভাবে সব ধরনের প্রস্তুতি সম্পন্ন করেছে। বিষয়টি জানিয়েছেন নির্বাচন কমিশনার ব্রিগেডিয়ার জেনারেল (অব.) আবুল ফজল মো. সানাউল্লাহ।
২০ মিনিট আগে
ইনকিলাব মঞ্চের মুখপাত্র ওসমান হাদি হত্যাকাণ্ডের মূল আসামিরা দেশে আছেন নাকি বিদেশে পালিয়ে গেছেন, সে বিষয়ে এখনো নিশ্চিত হতে পারেনি পুলিশ। আজ রোববার (২১ ডিসেম্বর) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে আয়োজিত এক জরুরি সংবাদ সম্মেলনে এ তথ্য জানান পুলিশের অতিরিক্ত আইজিপি খন্দকার রফিকুল ইসলাম।
৩২ মিনিট আগে
‘আমার লাশ বাড়িতেই থাকবে। মাথা ফাটাফাটি করে রক্তাক্ত হবে মানুষ। পাখির অভয়াশ্রম থাকবে না। দৌড়ে এসে কেউ কাটবে গাছ; কেউ নেবে গরু। হয়তো এক জমির ছয়খানা দলিল বের করে বলবে, আমাকে দিয়ে গেছে।’
৩৮ মিনিট আগে