leadT1ad

হাদির জানাজা: মানিক মিয়া এভিনিউয়ে জড়ো হচ্ছেন মানুষ

স্ট্রিম প্রতিবেদক
স্ট্রিম প্রতিবেদক
ঢাকা

দুপুর ২টায় হাদির নামাজে জানাজা অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। স্ট্রিম ছবি

আততায়ীর গুলিতে নিহত ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদির জানাজায় অংশ নিতে জাতীয় সংসদ ভবনের দক্ষিণ ও মানিক মিয়া অ্যাভিনিউয়ে জড়ো হচ্ছেন মানুষ। সরেজমিনে দেখা যায়, মানিক মিয়া এভিনিউয়ে ঢুকতে চেকপোস্ট বসিয়েছে পুলিশ। চেকপোস্ট পার হয়েই ঢুকতে হচ্ছে সবাইকে। চেকপোস্ট পার হয়ে ছোট ছোট মিছিল নিয়ে মানিক মিয়া অ্যাভিউনিউয়ে প্রবেশ করছে ছাত্র-জনতা।

শনিবার (২০ ডিসেম্বর) সকাল থেকেই আসতে শুরু করেন মানুষ। বেলা ১২টার দিকে দেখা যায়, হাজার হাজার জনতা ভেতরে অবস্থান করছে। মানিক মিয়া অ্যাভিনিউর অনেকাংশ মানুষে ভরে গেছে।

জানাজায় অংশ নিতে আসা মানুষ জড়ো হয়ে ‘আমরা সবাই হাদি হবো, যুগে যুগে লড়ে যাবো’, ‘হাদি ভাইয়ের রক্ত বৃথা যেতে দেব না’ ইত্যাদি স্লোগান দিতে দেখা যায়।

পুলিশের চেকপোস্ট পার হয়েই ঢুকতে হচ্ছে সবাইকে। স্ট্রিম ছবি
পুলিশের চেকপোস্ট পার হয়েই ঢুকতে হচ্ছে সবাইকে। স্ট্রিম ছবি

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় থেকে জানাজায় অংশ নিতে আসা এক শিক্ষার্থী সাজ্জাদুল ইসলাম স্ট্রিমকে বলেন, ‘হাদি ভাই এমন একজন মানুষ, যাঁর সঙ্গে আমার কখনো কথা হয়নি, কখনো দেখা হয়নি। কিন্তু মনে হচ্ছে আমার আপন ভাই মরে গেছে। কখনো কথা না হওয়া, দেখা না হওয়া ভাইয়ের সঙ্গে প্রথমবার এবং শেষবারের মতো দেখা করতে জানাজায় আসছি।’

রাজধানীর বাড্ডা থেকে এক স্কুল শিক্ষক জহিরুল ইসলাম এসেছেন জানাজায়। তিনি স্ট্রিমকে বলেন, ‘বাংলাদেশের সার্বভৌমত্ব ও ভারতীয় আধিপত্যবাদ-বিরোধী শক্তির অন্যতম সৈনিক শহিদ ওসমান হাদির জানাজায় এসেছি। ভেতরের একটি টান ও অনুভব থেকে। তার শহিদ হওয়া আমাদের জন্য এক অপূরণীয় ক্ষতি।’

হাদির জানাজায় অংশ নিতে দলে দলে আসছেন লোকজন। স্ট্রিম ছবি
হাদির জানাজায় অংশ নিতে দলে দলে আসছেন লোকজন। স্ট্রিম ছবি

জানা গেছে, হৃদরোগ ইনস্টিটিউটের হিমঘর থেকে সহযোদ্ধা ও সমর্থকদের অংশগ্রহণে মিছিলসহ ওসমান হাদির মরদেহ নেওয়া হবে মানিক মিয়া এভিনিউয়ে। এরপর দুপুর ২টায় জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় তার জানাজা অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।

ইনকিলাব মঞ্চের ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে বলা হয়েছে, পরিবারের দাবির ভিত্তিতে শহীদ ওসমান হাদিকে কবি নজরুলের পাশে সমাহিত করার এবং মানিক মিয়া অ্যাভিনিউতে বাদ জোহর জানাজার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

Ad 300x250

সম্পর্কিত