leadT1ad

দক্ষিণ এশিয়ার পরিবেশ সংকট মোকাবিলায় আঞ্চলিক ঐক্যের আহ্বান পরিবেশ উপদেষ্টার

স্ট্রিম প্রতিবেদক
স্ট্রিম প্রতিবেদক
ঢাকা

প্রকাশ : ২৭ নভেম্বর ২০২৫, ১৮: ৩৩
বাংলাদেশ সচিবালয়ে দক্ষিণ এশীয় পরিবেশ কর্মসূচির (সাকেপ) মহাপরিচালক নরবু ওয়াংচুকের সঙ্গে উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসানের সৌজন্য সাক্ষাৎ। ছবি: পিআইডি

পরিবেশগত সংকট কোনো নির্দিষ্ট দেশের জাতীয় সীমানায় আটকে থাকে না, তাই দক্ষিণ এশিয়ার দেশগুলোর মধ্যে পারস্পরিক আস্থা, সহযোগিতা ও ধারাবাহিক সংলাপের ভিত্তিতে যৌথ উদ্যোগ গ্রহণ করা জরুরি বলে মন্তব্য করেছেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন এবং পানি সম্পদ উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান।

আজ বৃহস্পতিবার (২৭ নভেম্বর) বাংলাদেশ সচিবালয়ে দক্ষিণ এশীয় পরিবেশ কর্মসূচির (সাকেপ) মহাপরিচালক নরবু ওয়াংচুকের সঙ্গে সৌজন্য সাক্ষাতে তিনি এসব কথা বলেন। বৈঠকে জলবায়ু কার্যক্রম, পরিবেশ সুরক্ষা ও সীমান্তবর্তী নানা পরিবেশগত চ্যালেঞ্জ মোকাবিলায় আঞ্চলিক সহযোগিতা জোরদারের বিষয়ে বিস্তারিত আলোচনা হয়।

উপদেষ্টা রিজওয়ানা হাসান বলেন, রাজনৈতিক বা অর্থনৈতিক পটপরিবর্তন হলেও পরিবেশকে সবসময় নীতি নির্ধারণের কেন্দ্রবিন্দুতে রাখতে হবে। তিনি বাংলাদেশ ও সাকেপের মধ্যে জলবায়ু অভিযোজন, বায়ুর গুণমান ব্যবস্থাপনা এবং জীববৈচিত্র্য সংরক্ষণে আরও গভীর ও যৌথ কর্মসূচি চালুর আহ্বান জানান। বিশেষ করে সীমান্ত অতিক্রমকারী প্লাস্টিক বর্জ্য সমস্যা এবং সুন্দরবনের সুরক্ষায় সমন্বিত উদ্যোগের ওপর তিনি জোর দেন। তিনি আশা প্রকাশ করেন, আঞ্চলিক সহযোগিতা আরও জোরদার হলে বাংলাদেশসহ জলবায়ু-সংকটাপন্ন দেশগুলোর জনগণ এর বাস্তব সুফল পাবে।

বৈঠকে বাংলাদেশের পরিবেশ নেতৃত্বের প্রশংসা করে সাকেপ মহাপরিচালক নরবু ওয়াংচুক জানান, সদস্য দেশগুলোতে জলবায়ু অভিযোজন, জীববৈচিত্র্য সংরক্ষণ এবং সামুদ্রিক দূষণ নিয়ন্ত্রণে সাকেপের কার্যক্রম চলমান রয়েছে। তিনি বাংলাদেশকে যৌথ প্রকল্প, সক্ষমতা বৃদ্ধি এবং বহু-দাতা তহবিল ব্যবস্থার মাধ্যমে আরও সহায়তা করার প্রস্তুতি ব্যক্ত করেন। এছাড়া তিনি বাংলাদেশকে ভবিষ্যতে সাকেপের নানা উদ্যোগ ও কর্মশালায়, বিশেষত আন্তর্জাতিক সংস্থার সহায়তায় আঞ্চলিক বায়ুগুণমান কর্মসূচিতে সক্রিয় নেতৃত্ব প্রদানের আহ্বান জানান।

বৈঠক শেষে উভয় পক্ষ বাংলাদেশের জাতীয় পরিবেশ ও জলবায়ু অগ্রাধিকারের সঙ্গে সামঞ্জস্য রেখে নতুন সহযোগিতার সম্ভাবনা অনুসন্ধান এবং সমন্বয় জোরদারে সম্মত হয়। এ সময় পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের সচিব ড. ফারহানা আহমেদসহ মন্ত্রণালয়ের অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

Ad 300x250

সম্পর্কিত