leadT1ad

হাদির জানাজায় সর্বস্তরের মানুষকে অংশগ্রহণের আহ্বান ইনকিলাব মঞ্চের

স্ট্রিম প্রতিবেদক
স্ট্রিম প্রতিবেদক
ঢাকা

প্রকাশ : ২০ ডিসেম্বর ২০২৫, ০৮: ২৫
সন্ত্রাসীদের গুলিতে নিহত ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদি। স্ট্রিম গ্রাফিক

আততায়ীর গুলিতে নিহত ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদির মরদেহ শুক্রবার দেশে পৌঁছেছে। আজ শনিবার (২০ ডিসেম্বর) দুপুর ২টায় রাজধানী ঢাকার মানিক মিয়া এভিনিউয়ে তার জানাজার নামাজ অনুষ্ঠিত হবে। জানাজায় দেশের স্বাধীনতাকামী সর্বস্তরের জনতাকে অংশগ্রহণের আহ্বান জানিয়েছে ইনকিলাব মঞ্চ।

শুক্রবার (১১ ডিসেম্বর) গভীর রাতে এক ভিডিও বার্তায় ইনকিলাব মঞ্চের সদস্যসচিব আব্দুল্লাহ আল জাবের বলেন, ‘শহীদ শরিফ ওসমান হাদির মরদেহ হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এসে পৌঁছেছে। পূর্বপরিকল্পনা অনুযায়ী বিমানবন্দর থেকে মরদেহ সরাসরি ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় জামে মসজিদে নেওয়ার কথা থাকলেও, পারিবারিক অনুরোধ ও সার্বিক পরিস্থিতি বিবেচনায় সেই সিদ্ধান্তে পরিবর্তন আনা হয়েছে। আজকের দিনটি শহীদের মরদেহ তার পরিবারের সান্নিধ্যেই রাখা হবে।’

ভিডিও বার্তায় জানানো হয়, শনিবার দুপুর ২টায় মানিক মিয়া এভিনিউয়ে জানাজা শেষে বিশাল মিছিল সহকারে মরদেহ শাহবাগ হয়ে ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় নিয়ে যাওয়া হবে। সেখানে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের সমাধির পাশে জনতার কণ্ঠস্বর শরিফ ওসমান হাদিকে সমাহিত করা হবে।

ইনকিলাব মঞ্চের জাবের অভিযোগ করেন, ওসমান হাদি গুলিবিদ্ধ হওয়ার পর থেকেই একটি কুচক্রী মহল দেশব্যাপী ষড়যন্ত্র ও নাশকতা সৃষ্টির পাঁয়তারা করছে। দেশি-বিদেশি ষড়যন্ত্রকারীরা জনগণের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ এবং ইনসাফের লড়াইকে স্তিমিত করতে চায়। তবে বাংলার জমিনে ওসমান হাদির যেই রক্ত লেগে আছে, সেই রক্তের মধ্য দিয়ে আমরা ইনসাফ কায়েম করেই ছাড়ব, ইনশাআল্লাহ।

সার্বভৌমত্ব নিশ্চিত না হওয়া পর্যন্ত লড়াই চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়ে তিনি আরও জানান, জানাজার নামাজের পূর্বে ইনকিলাব মঞ্চ এবং শহীদের পরিবারের পক্ষ থেকে একটি বিশেষ বিবৃতি দেওয়া হবে। সেখানে শহীদ ওসমান হাদির রক্তের বদলা কীভাবে নেওয়া হবে, তার বিস্তারিত রূপরেখা তুলে ধরা হবে।

Ad 300x250

সম্পর্কিত