leadT1ad

‘জনগণই ঠিক করবে দেশে আর কোনো ফ্যাসিস্ট তৈরি হবে কিনা’: আলী রীয়াজ

স্ট্রিম ডেস্ক
স্ট্রিম ডেস্ক

অধ্যাপক আলী রীয়াজ। সংগৃহীত ছবি

ভবিষ্যতে শেখ হাসিনার মতো আর কোনো ফ্যাসিস্ট তৈরি হবে কি না, তা জনগণই গণভোটের মাধ্যমে ঠিক করবে বলে মন্তব্য করেছেন প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী অধ্যাপক ড. আলী রীয়াজ। তিনি বলেন, দেশের আগামী ৫০ বছরের পথরেখা এই ভোটের মাধ্যমেই নির্ধারিত হবে।

সোমবার (৫ জানুয়ারি) আগারগাঁওয়ে ইসলামিক ফাউন্ডেশন মিলনায়তনে গণভোট বিষয়ক জনসচেতনতা কর্মশালায় তিনি এ কথা বলেন।

আলী রীয়াজ বলেন, ‘জুলাই সনদ সংবিধানে অন্তর্ভুক্ত হলে তা বাস্তবায়নের বিষয়ে জনগণই রায় দেবে। রাজনৈতিক দলগুলোর ওপর নির্ভর না করে মানুষই সিদ্ধান্ত নেবে আগামীতে শেখ হাসিনার মতো আরেকটি ফ্যাসিস্ট তৈরি হবে কি না। চূড়ান্ত ক্ষমতা এখন জনগণের হাতে।’

আলী রিয়াজ আরও বলেন, নতুন ব্যবস্থায় রাষ্ট্রপতি চাইলেই কাউকে ক্ষমা করতে পারবেন না। এই পরিবর্তন কেবল আগামী পাঁচ বছরের জন্য নয়, বরং ৫০ বছরের জন্য করা হচ্ছে। তিনি জেলা প্রশাসকদের বিষয়টি সহজ ভাষায় মানুষের কাছে তুলে ধরার অনুরোধ জানান।

ইসলামিক ফাউন্ডেশনের মহাপরিচালক আব্দুস ছালাম খানের সভাপতিত্বে জনসচেতনতা কর্মশালায় আরও উপস্থিত ছিলেন ধর্ম উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসেন।

Ad 300x250

সম্পর্কিত