leadT1ad

দীর্ঘদিন পর শ্বশুরবাড়িতে তারেক রহমান

স্ট্রিম প্রতিবেদক
স্ট্রিম প্রতিবেদক
ঢাকা

প্রকাশ : ২৭ ডিসেম্বর ২০২৫, ২১: ৫৮
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। ছবি: সংগৃহীত

দীর্ঘ বছর পর শ্বশুরবাড়ি ধানমন্ডির ‘মাহবুব ভবনে’ গেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। শনিবার বিকেল ৫টার দিকে তিনি সেখানে পৌঁছান।

দলীয় সূত্র জানায়, শনিবার বিকেল ৪টা ২৫ মিনিটে গুলশান এভিনিউয়ের ১৯৬ নম্বর বাসভবন থেকে তাঁকে বহনকারী গাড়িবহর ধানমন্ডির উদ্দেশে রওনা হয়।

এর আগে গত বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর) বিমানবন্দরে অবতরণের পরপরই ভিআইপি লাউঞ্জে তারেক রহমানকে গোলাপ ফুলের মালা দিয়ে বরণ করে নিয়েছিলেন শাশুড়ি সৈয়দা ইকবাল মান্দ বানু।

তারেক রহমানের শ্বশুর প্রয়াত রিয়ার অ্যাডমিরাল মাহবুব আলী খান ছিলেন বাংলাদেশ নৌবাহিনীর প্রধান। এছাড়া তিনি তৎকালীন সরকারের ডাক ও টেলিযোগাযোগ এবং পরবর্তীতে কৃষি ও যোগাযোগ মন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেছিলেন।

Ad 300x250

সম্পর্কিত