leadT1ad

বিজয় উদযাপনে প্রস্তুত জাতীয় স্মৃতিসৌধ

স্ট্রিম সংবাদদাতা
স্ট্রিম সংবাদদাতা
সাভার, ঢাকা

প্রকাশ : ১৫ ডিসেম্বর ২০২৫, ২২: ৪২
জাতীয় স্মৃতিসৌধ। ছবি: উইকিপিডিয়া

বিজয় দিবস উদযাপনে সাভার জাতীয় স্মৃতিসৌধ সেজেছে লাল-সবুজের আভায়। সব ধরনের প্রস্তুতি সম্পন্ন করেছে গণপূর্ত বিভাগ। আইনশৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকেও জোরদার করা হয়েছে নিচ্ছিন্দ্র নিরাপত্তাব্যবস্থা। সশস্ত্র তিন বাহিনীর সদস্যরাও ঝালিয়ে নিচ্ছেন সবশেষ প্রস্তুতি।

সার্বিক নিরাপত্তায় পুলিশের পক্ষ থেকে নেয়া হয়েছে চার স্তরের নিরাপত্তাব্যবস্থা। মোতায়েন থাকবে ৪ হাজার পুলিশ সদস্য।

১৬ ডিসেম্বরের প্রথম প্রহরে জাতির শ্রেষ্ঠ সন্তানদের প্রতি শ্রদ্ধা জানাবেন রাষ্ট্রপতি, অন্তর্বর্তীকালীন কালীন সরকারের প্রধান উপদেষ্টা, উপদেষ্টা, দেশ-বিদেশের কূটনৈতিক ব্যক্তিবর্গ, রাজনৈতিক দলসহ সর্বস্তরের জনগণ।

সাভার গণপূর্ত বিভাগ জানায়, বিজয় দিবসকে কেন্দ্র করে প্রস্তুতির অংশ হিসেবে ১০৮ হেক্টর জমির ওপর নির্মিত জাতীয় স্মৃতিসৌধে প্রায় এক মাস আগে থেকেই নিরলস ভাবে কাজ করেছেন তারা। পরিচ্ছন্নতাকর্মী, মালি, ইলেকট্রিশিয়ানসহ গণপূর্ত বিভাগের সকলে একযোগে দিন-রাত কাজ করে যাচ্ছেন। একই সঙ্গে নবম পদাতিক ডিভিশনের কমান্ডিংয়ে তিন বাহিনীর সদস্যরা শেষ মুহূর্তে কুচকাওয়াজের প্রস্তুতি নিয়েছেন। হয়েছে মোটরসাইকেল মহড়াও। মাত্র কয়েক ঘণ্টা পরেই বিউগলের সুরে জাতির বীর সন্তানদের শ্রদ্ধাভরে স্মরণ করবে জাতি। এ জন্য পুরোপুরি প্রস্তুত সাভার জাতীয় স্মৃতিসৌধ।

জাতীয় স্মৃতিসৌধের কর্মচারীরা জানান, স্মৃতিসৌধের প্রধান ফটক থেকে সৌধ মিনার পর্যন্ত পুরো এলাকা ধুয়েমুছে চকচকে করা হয়েছে। সৌধ এলাকাকে আকর্ষণীয় করতে বিভিন্ন স্থানে লাল-সবুজ ফুল গাছের চারা রোপন করেছেন তারা। একই সঙ্গে গুরুত্বপূর্ণ স্থানে সিসি ক্যামেরা স্থাপনের কাজ শেষ হয়েছে কয়েক দিন আগেই।

ঢাকা রেঞ্জের ডিআইজি রেজাউল করিম মল্লিক বলেন, ‘যাঁদের আত্মত্যাগের মাধ্যমে আমরা একটি স্বাধীন-সার্বভৌম বাংলাদেশ পেয়েছি, তাঁদের স্মরণে ১৬ ডিসেম্বর মহান বিজয় দিবস উপলক্ষে জাতীয় স্মৃতিসৌধে দর্শনার্থীদের জন্য চার স্তরের নিরাপত্তাব্যবস্থা জোরদার করা হয়েছে। এ ছাড়া সাভারের আমিনবাজার থেকে শুরু করে জাতীয় স্মৃতিসৌধ পর্যন্ত আমাদের ট্রাফিকব্যবস্থা উন্নত করার পাশাপাশি পোশাকে এবং সাদা পোশাকে চার হাজারের বেশি ফোর্স মোতায়েন করা হয়েছে। তাঁরা জনগণের জান-মাল রক্ষাসহ সার্বিক নিরাপত্তায় নিয়োজিত থাকবে।’

রেজাউল করিম মল্লিক বলেন, ‘জনগণের শান্তি-শৃঙ্খলা রক্ষায় আমাদের যা যা করণীয়, আমরা সব ব্যবস্থা করেছি। প্রায় ২৩ কিলোমিটার মহাসড়কে ১৩টি সেক্টরের মাধ্যমে ৪ হাজার পুলিশের ৪ স্তরের নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে। আজ ১৩ ডিসেম্বর থেকে সাদা পোশাকে এবং পোশাকে ফোর্স মোতায়েন থাকবে, যা ১৬ ডিসেম্বর শেষ না হওয়া পর্যন্ত অর্থাৎ জনগণ যতক্ষণ থাকবে, শান্তি-শৃঙ্খলা রক্ষায় আমাদের নিরাপত্তা ব্যবস্থা ততক্ষণ থাকবে। ১৬ ডিসেম্বর ভোরের সূর্য ওঠার সঙ্গে সঙ্গে সাভার জাতীয় স্মৃতিসৌধে লাখো শহীদের প্রতি ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করবেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন, প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস, উপদেষ্টা পরিষদের সদস্য, কূটনৈতিক কোরের ডিন, যুদ্ধাহত মুক্তিযোদ্ধারা।’

এ সময় রাষ্ট্রপতি ও প্রধান উপদেষ্টাকে দেওয়া হবে তিন বাহিনীর গার্ড অব অনার। রাষ্ট্রপতি ও প্রধান উপদেষ্টার শ্রদ্ধা নিবেদনের পর জনসাধারণের জন্য স্মৃতিসৌধ খুলে দেওয়া হবে। পরে সেখানে শ্রদ্ধা জানাবেন বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতারা।

Ad 300x250
সর্বাধিক পঠিত

সম্পর্কিত