leadT1ad

রাবিতে বিজয় ফিস্ট না হওয়ায় ছাত্রদলের নিন্দা

স্ট্রিম সংবাদদাতা
স্ট্রিম সংবাদদাতা
রাজশাহী বিশ্ববিদ্যালয়

প্রকাশ : ১৪ ডিসেম্বর ২০২৫, ২৩: ১৭
রাজশাহী বিশ্ববিদ্যালয়। সংগৃহীত ছবি

মহান বিজয় দিবসে ঐতিহ্যবাহী বিজয় ফিস্ট আয়োজন না করায় রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি) প্রশাসনের প্রতি তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল, রাজশাহী বিশ্ববিদ্যালয় শাখা। রবিবার (১৪ ডিসেম্বর) রাতে এক বিবৃতিতে সংগঠনটি এ প্রতিবাদ জানায়।

বিবৃতিতে বলা হয়, বিজয় ফিস্ট কেবল একটি আনুষ্ঠানিক ভোজ নয়। এটি মুক্তিযুদ্ধের চেতনায় শিক্ষক-শিক্ষার্থীসহ বিশ্ববিদ্যালয় পরিবারকে ঐক্যবদ্ধ করার প্রতীক। দীর্ঘদিনের এই ঐতিহ্য থেকে সরে আসা হতাশাজনক।

বিবৃতিতে আরও বলা হয়, জাতীয় দিবস যথাযথ মর্যাদায় উদযাপন করা প্রশাসনের নৈতিক ও প্রাতিষ্ঠানিক দায়িত্ব। বিজয় ফিস্ট আয়োজন না করা সেই দায়িত্ব পালনে ব্যর্থতার শামিল।

শাখা ছাত্রদলের সভাপতি সুলতান আহমেদ রাহী ও সাধারণ সম্পাদক সরদার জহুরুল ইসলাম বলেন, বিজয় দিবসের মতো গুরুত্বপূর্ণ দিনে ফিস্ট আয়োজন না করা দুঃখজনক। ভবিষ্যতে জাতীয় দিবসগুলো যথাযথ মর্যাদা ও ঐতিহ্য রক্ষা করে উদযাপনের জন্য আমরা প্রশাসনের প্রতি জোর দাবি জানাচ্ছি।

Ad 300x250
সর্বাধিক পঠিত

সম্পর্কিত