স্ট্রিম প্রতিবেদক

বেসরকারি হাসপাতালে চিকিৎসার নামে রোগীদের অযথা পরীক্ষা-নিরীক্ষার বোঝা চাপানো বন্ধ করতে চিকিৎসকদের প্রতি আহ্বান জানিয়েছেন আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ নজরুল।
একই সঙ্গে তিনি চিকিৎসকদের উদ্দেশে বলেন, তারা যেন মধ্যস্বত্বভোগী বা ওষুধ কোম্পানির দালাল না হন।
শনিবার (১৬ আগস্ট) দুপুরে রাজধানীর মিন্টু রোডের শহীদ আবু সাঈদ ইন্টারন্যাশনাল কনভেনশন সেন্টারে বাংলাদেশ প্রাইভেট হসপিটাল, ক্লিনিক অ্যান্ড ডায়াগনস্টিক ওনার্স অ্যাসোসিয়েশনের (বিপিএইচসিডিওএ) নবনির্বাচিত কমিটির অভিষেক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এই আহ্বান জানান আসিফ নজরুল। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন অ্যাসোসিয়েশনের সভাপতি ডা. মো. মোসাদ্দেক হোসেন বিশ্বাস ডাম্বেল।
তিনি বলেন, বাংলাদেশের চিকিৎসা সেবার মান যথেষ্ট ভালো এবং ডাক্তারদের সক্ষমতা নিয়েও কোনো প্রশ্ন নেই। তবু অনেক মানুষ চিকিৎসার জন্য ভারত বা থাইল্যান্ডে ছুটে যান। এর মূল কারণ হলো এখানে রোগীদের প্রতি অন্যায্য আচরণ।
আসিফ নজরুল অভিযোগ করেন, রোগীদের নির্দিষ্ট কোম্পানির ওষুধ কিনতে বাধ্য করা হয়, যা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়।
আইন উপদেষ্টা বলেন, ‘পৃথিবীর কোন দেশে ওষুধ কোম্পানির প্রতিনিধিদের জন্য ডাক্তাররা আলাদা সময় বরাদ্দ রাখেন? তাহলে আপনারা কেন তা করছেন? কেন নিজেদের ওষুধ কোম্পানির দালাল বানাচ্ছেন? প্লিজ এসব অত্যাচার বন্ধ করুন। বাংলাদেশের মানুষ অনেক গরিব। বড়লোকদের কাছ থেকে বেশি নিলেও সাধারণ মানুষের গলা কাটবেন না।’
নিজের অভিজ্ঞতার উদাহরণ টেনে আইন উপদেষ্টা বলেন, তার বাসায় কর্মরত এক ছেলে ঢাকার একটি বেসরকারি হাসপাতালে গিয়েছিল চিকিৎসার জন্য। সেখানে তাকে ১৪টি টেস্ট করতে দেওয়া হয়। পরে সে বিরক্ত হয়ে ঢাকার বাইরে গিয়ে চিকিৎসা নেয়, যেখানে এত পরীক্ষার প্রয়োজন হয়নি।
নার্সদের স্বল্প বেতনের প্রসঙ্গ টেনে আসিফ নজরুল বলেন, ‘একজন নার্স যদি মাসে ১২ হাজার টাকা বেতন পান, তাহলে তিনি কীভাবে ভালো সেবা দেবেন? কীভাবে রোগীদের প্রতি সদাচরণ দেখাবেন? হাসপাতাল মালিকদের উচিত কম মুনাফা করে কর্মীদের ন্যায্য বেতন নিশ্চিত করা।’
এদিকে, একই অনুষ্ঠানে আরও বক্তব্য দেন বিপিএইচসিডিওএ’র সাধারণ সম্পাদক ও ল্যাবএইড গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক ডা. এ এম শামীম। তিনি চিকিৎসকদের বিরুদ্ধে ভুল চিকিৎসা বা অবহেলার অভিযোগ তদন্ত ছাড়া মামলা ও গ্রেপ্তার না করার আহ্বান জানান।
তিনি বলেন, ‘সেবা দিতে গেলে কিছু অভিযোগ থাকবেই। তবে তদন্ত করে ব্যবস্থা নিলে আমাদের কোনো আপত্তি নেই। কিন্তু তদন্ত ছাড়াই গণহারে মামলা বা গ্রেপ্তার হলে স্বাস্থ্যখাত ক্ষতিগ্রস্ত হবে।’
ডা. শামীম আরও জানান, সংগঠনের পক্ষ থেকে একটি ডিজিটাল ডাটাবেজ তৈরি করা হবে। সেখানে সব হাসপাতাল মালিকের তথ্য অন্তর্ভুক্ত থাকবে। বর্তমানে তাদের সদস্য সংখ্যা ২ হাজার ৬০০ হলেও তা বাড়িয়ে ৩ থেকে ৪ হাজারে নেওয়ার পরিকল্পনা রয়েছে। তবে নিবন্ধনবিহীন, নিম্নমানের বা নিয়ম না মানা প্রতিষ্ঠানকে সদস্যপদ দেওয়া হবে না বলেও তিনি উল্লেখ করেন।

বেসরকারি হাসপাতালে চিকিৎসার নামে রোগীদের অযথা পরীক্ষা-নিরীক্ষার বোঝা চাপানো বন্ধ করতে চিকিৎসকদের প্রতি আহ্বান জানিয়েছেন আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ নজরুল।
একই সঙ্গে তিনি চিকিৎসকদের উদ্দেশে বলেন, তারা যেন মধ্যস্বত্বভোগী বা ওষুধ কোম্পানির দালাল না হন।
শনিবার (১৬ আগস্ট) দুপুরে রাজধানীর মিন্টু রোডের শহীদ আবু সাঈদ ইন্টারন্যাশনাল কনভেনশন সেন্টারে বাংলাদেশ প্রাইভেট হসপিটাল, ক্লিনিক অ্যান্ড ডায়াগনস্টিক ওনার্স অ্যাসোসিয়েশনের (বিপিএইচসিডিওএ) নবনির্বাচিত কমিটির অভিষেক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এই আহ্বান জানান আসিফ নজরুল। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন অ্যাসোসিয়েশনের সভাপতি ডা. মো. মোসাদ্দেক হোসেন বিশ্বাস ডাম্বেল।
তিনি বলেন, বাংলাদেশের চিকিৎসা সেবার মান যথেষ্ট ভালো এবং ডাক্তারদের সক্ষমতা নিয়েও কোনো প্রশ্ন নেই। তবু অনেক মানুষ চিকিৎসার জন্য ভারত বা থাইল্যান্ডে ছুটে যান। এর মূল কারণ হলো এখানে রোগীদের প্রতি অন্যায্য আচরণ।
আসিফ নজরুল অভিযোগ করেন, রোগীদের নির্দিষ্ট কোম্পানির ওষুধ কিনতে বাধ্য করা হয়, যা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়।
আইন উপদেষ্টা বলেন, ‘পৃথিবীর কোন দেশে ওষুধ কোম্পানির প্রতিনিধিদের জন্য ডাক্তাররা আলাদা সময় বরাদ্দ রাখেন? তাহলে আপনারা কেন তা করছেন? কেন নিজেদের ওষুধ কোম্পানির দালাল বানাচ্ছেন? প্লিজ এসব অত্যাচার বন্ধ করুন। বাংলাদেশের মানুষ অনেক গরিব। বড়লোকদের কাছ থেকে বেশি নিলেও সাধারণ মানুষের গলা কাটবেন না।’
নিজের অভিজ্ঞতার উদাহরণ টেনে আইন উপদেষ্টা বলেন, তার বাসায় কর্মরত এক ছেলে ঢাকার একটি বেসরকারি হাসপাতালে গিয়েছিল চিকিৎসার জন্য। সেখানে তাকে ১৪টি টেস্ট করতে দেওয়া হয়। পরে সে বিরক্ত হয়ে ঢাকার বাইরে গিয়ে চিকিৎসা নেয়, যেখানে এত পরীক্ষার প্রয়োজন হয়নি।
নার্সদের স্বল্প বেতনের প্রসঙ্গ টেনে আসিফ নজরুল বলেন, ‘একজন নার্স যদি মাসে ১২ হাজার টাকা বেতন পান, তাহলে তিনি কীভাবে ভালো সেবা দেবেন? কীভাবে রোগীদের প্রতি সদাচরণ দেখাবেন? হাসপাতাল মালিকদের উচিত কম মুনাফা করে কর্মীদের ন্যায্য বেতন নিশ্চিত করা।’
এদিকে, একই অনুষ্ঠানে আরও বক্তব্য দেন বিপিএইচসিডিওএ’র সাধারণ সম্পাদক ও ল্যাবএইড গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক ডা. এ এম শামীম। তিনি চিকিৎসকদের বিরুদ্ধে ভুল চিকিৎসা বা অবহেলার অভিযোগ তদন্ত ছাড়া মামলা ও গ্রেপ্তার না করার আহ্বান জানান।
তিনি বলেন, ‘সেবা দিতে গেলে কিছু অভিযোগ থাকবেই। তবে তদন্ত করে ব্যবস্থা নিলে আমাদের কোনো আপত্তি নেই। কিন্তু তদন্ত ছাড়াই গণহারে মামলা বা গ্রেপ্তার হলে স্বাস্থ্যখাত ক্ষতিগ্রস্ত হবে।’
ডা. শামীম আরও জানান, সংগঠনের পক্ষ থেকে একটি ডিজিটাল ডাটাবেজ তৈরি করা হবে। সেখানে সব হাসপাতাল মালিকের তথ্য অন্তর্ভুক্ত থাকবে। বর্তমানে তাদের সদস্য সংখ্যা ২ হাজার ৬০০ হলেও তা বাড়িয়ে ৩ থেকে ৪ হাজারে নেওয়ার পরিকল্পনা রয়েছে। তবে নিবন্ধনবিহীন, নিম্নমানের বা নিয়ম না মানা প্রতিষ্ঠানকে সদস্যপদ দেওয়া হবে না বলেও তিনি উল্লেখ করেন।

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটকে সামনে রেখে গুজব প্রতিরোধ এবং জনসচেতনতা বৃদ্ধির তাগিদ দিয়েছেন তথ্য সচিব মাহবুবা ফারজানা। এ লক্ষ্যে তিনি জেলা তথ্য কর্মকর্তাদের আরও সক্রিয় ও দায়িত্বশীল ভূমিকা পালনের পরামর্শ দিয়েছেন।
৯ মিনিট আগে
আগামী ২০ ফেব্রুয়ারি থেকে শুরু হতে যাচ্ছে অমর একুশে বইমেলা ২০২৬। মেলায় অংশগ্রহণকারী প্রকাশকদের অনুরোধের প্রেক্ষিতে স্টল ভাড়া ২৫ শতাংশ কমানোর নির্দেশনা দিয়েছেন সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা মোস্তফা সরয়ার ফারুকী।
২৯ মিনিট আগে
ডাকসু নিয়ে কুরুচিপূর্ণ মন্তব্যকারী জামায়াত নেতার বিরুদ্ধে ডাকসু আইনীব্যবস্থা নেওয়ার ঘোষণা দিয়েছেন বলে দাবী করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) সাধারণ সম্পাদক ফরহাদ হোসেন।
৩৩ মিনিট আগে
নির্বাচন থেকে সরে দাঁড়ালেন যশোর-৪ আসনের খেলাফত মজলিসের প্রার্থী হাফেজ মাওলানা আশেক এলাহী। জামায়াতের প্রার্থী গোলাম রসুলকে সমর্থন দিয়ে, কর্মী-সমর্থকদের তাঁর পক্ষে কাজ করার আহ্বান জানিয়েছেন আশেক এলাহী।
৩৪ মিনিট আগে