leadT1ad

রাঙামাটিতে পিকআপ ভ্যান খাদে পড়ে নিহত ২

স্ট্রিম সংবাদদাতা
স্ট্রিম সংবাদদাতা
রাঙামাটি

প্রকাশ : ১৬ জানুয়ারি ২০২৬, ১৬: ০৩
রাঙামাটিতে খাদে পড়া পিকআপ-ভ্যান। স্ট্রিম ছবি

রাঙামাটিতে গাছবোঝাই একটি মিনি পিকআপ ভ্যান খাদে পড়ে দুই শ্রমিক নিহত হয়েছেন। বৃহস্পতিবার রাত ১০টার দিকে জেলার আসামবস্তি-কাপ্তাই সংযোগ সড়কের কামিলাছড়ি মগবান এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত দুজন হলেন–রাঙামাটি সদর উপজেলার মগবান ইউনিয়নের কামিলাছড়ি এলাকার সাদেক চাকমা (৩৮) ও মিলন চাকমা (৫০)। এছাড়া বিনয় চাকমা নামে একজন আহত হয়েছেন।

স্থানীয়রা জানান, বৃহস্পতিবার রাতে গাছ নিয়ে পিকআপ ভ্যানটি ঢালু রাস্তা বেয়ে উপরে উঠছিল। ওই সময় নিয়ন্ত্রণ হারিয়ে পেছনের খাদে পড়ে যায়। এতে গাড়িতে থাকা তিন শ্রমিক নিচে চাপা পড়েন। আশপাশের লোকজন তাঁদের উদ্ধার করে রাঙামাটি জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক দুজনকে মৃত ঘোষণা করেন। আহত অন্য শ্রমিক বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন।

রাঙামাটি জেনারেল হাসপাতালের আবাসিক চিকিৎসক শওকত আকবর খান জানান, ময়নাতদন্তের জন্য মৃতদেহ দুটি হাসপাতালের মর্গে রাখা হয়েছে।

রাঙামাটি কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জসীম উদ্দীন বলেন, পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলে এ বিষয়ে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

Ad 300x250
সর্বাধিক পঠিত

সম্পর্কিত