leadT1ad

হত্যার হুমকি পাওয়ার দাবি আমির হামজার

স্ট্রিম সংবাদদাতা
স্ট্রিম সংবাদদাতা
কুষ্টিয়া

আমির হামজা। ছবি: ফেসবুক থেকে নেওয়া

কুষ্টিয়া-৩ (সদর) আসনে জামায়াতে ইসলামীর প্রার্থী মুফতি আমির হামজা দাবি করেছেন, তাঁকে হত্যার হুমকি দেওয়া হচ্ছে। রোববার (১৬ জানুয়ারি) বিকেলে নিজের ভেরিফায়েড ফেসবুকে এক স্ট্যাটাসে তিনি এ দাবি করেন।

স্ট্যাটাসে তিনি লেখেন, ‘গতকাল থেকে বিভিন্ন মাধ্যমে আমাকে হত্যার হুমকি দেওয়া হচ্ছে।’ একই সঙ্গে নিজের তিন শিশুকন্যাকে দেখে রাখার অনুরোধ করেন।

হুমকির বিষয়ে আমির হামজা স্ট্রিমকে বলেন, ‘ফেসবুকের কয়েকটা পোস্টে হুমকি পেয়েছি। সোমবার এ বিষয়ে থানায় সাধারণ ডায়েরি (জিডি) করব। এরপর সংবাদ সম্মেলন করে বিস্তারিত তথ্য তুলে ধরব।’

এর আগে রোববার বেলা সাড়ে ১১টায় আমির হামজার বিরুদ্ধে কুষ্টিয়া শহরে ঝাড়ু মিছিল করেন একদল নারী। সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার ছোট ছেলে আরাফাত রহমান কোকোর নাম বিকৃত করে বক্তব্যের প্রতিবাদে এই মিছিল হয়।

ফেসবুক স্ট্যাটাসের স্ক্রিনশট
ফেসবুক স্ট্যাটাসের স্ক্রিনশট

সম্প্রতি কোকোকে নিয়ে আমির হামজার ২৪ সেকেন্ডের একটি ভিডিও ফেসবুকে ছড়িয়ে পড়লে সমালোচনার ঝড় ওঠে। এ বিষয়ে আমির হামজা ফেসবুকে ব্যাখ্যা দিয়ে বলেন, বক্তব্যটি ২০২৩ সালের। সে সময় তিনি উদাহরণ দিতে গিয়ে ভুল করেছিলেন এবং দুঃখ প্রকাশ করেছিলেন।

তিনি বলেন, ‘এখন আবারও দুঃখ প্রকাশ করছি। কিন্তু পুরোনো বক্তব্য সামনে এনে নির্বাচনের সময়ে তা প্রচার করা ষড়যন্ত্রের অংশ।’

Ad 300x250

সম্পর্কিত