leadT1ad

লটারিতে ৬৪ জেলায় এসপি পদায়ন করল সরকার

স্ট্রিম প্রতিবেদক
স্ট্রিম প্রতিবেদক
ঢাকা

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার

দেশের ৬৪টি জেলায় নতুন করে পুলিশ সুপার (এসপি) পদায়ন করেছে অন্তর্বর্তী সরকার। এসব এসপি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে দায়িত্ব পালন করবেন। আজ বুধবার (২৬ নভেম্বর) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পুলিশ–১ শাখা থেকে এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়েছে। এতে সই করেছেন মন্ত্রণালয়ের উপসচিব মাহবুবুর রহমান।

স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের প্রজ্ঞাপন-

এর আগে স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী বলেন, ‘লটারির মাধ্যমে দেশের বিভিন্ন জেলায় পুলিশ সুপার (এসপি) নিয়োগ করা হলেও কোনো মেধাবী বাদ পড়েননি। আইনশৃঙ্খলা পরিস্থিতির ওপর নির্ভর করে এসপি নিয়োগে তিনটি ক্যাটাগরি করা হয়েছে। তবে মেধাবী কেউ বাদ পড়েননি।’

আজ বুধবার দুপুরে সচিবালয়ে কৃষি মন্ত্রণালয়ের সভাকক্ষে বার্ষিক উন্নয়ন কর্মসূচি পর্যালোচনা সভা শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন। লটারিতে মেধাবী নির্ধারণ হয়নি; লটারিতে কে কোন জেলায় যাবে সেটা নির্ধারণ করা হয়েছে বলে জানান উপদেষ্টা।

এসপি নিয়োগে লটারি কীভাবে হলো—এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, আমরা তিনটি ক্রাইটেরিয়া নির্ধারণ করেছি—এ ক্যাটাগরি, বি ক্যাটাগরি ও সি ক্যাটাগরি। এটি জেলার আয়তনের ভিত্তিতে করা হয়নি; আইনশৃঙ্খলা পরিস্থিতির ওপরই নির্ভর করেছে।

উপদেষ্টা আরও বলেন, ‘এরপর জেলাগুলো নির্ধারণ করে আমরা এসপিদের বণ্টন করেছি—কাকে কোথায় দেব। প্রথমে আমাদের মোট এসপি ছিল ৬৪ জেলায় ৬৪ জন। এদের মধ্য থেকে আমরা ১৮ জনকে তুলে এনেছি এবং ১৮ জনের জায়গায় নতুন করে নিয়োগ দিয়েছি।’ বাকি ৪৬ জন এবং নতুন ১৮ জনের মধ্যে লটারি করে পদায়ন নিশ্চিত করা হয়েছে বলেও জানান স্বরাষ্ট্র উপদেষ্টা।

মেধাবী এসপিরা লটারিতে বাদ পড়েছেন কি না জানতে চাইলে তিনি বলেন, ‘মেধাবীদের আমরা আগে বেছে নিয়েছি; মেধাবী কেউ বাদ পড়েনি। লটারিতে মেধাবী নির্ধারণ হয়নি; নির্ধারণ হয়েছে কে কোন জেলায় যাবে।’

Ad 300x250

সম্পর্কিত