leadT1ad

তারেক রহমানকে শুভেচ্ছা জানিয়ে টানানো ব্যানার ছিঁড়লেন আম্মার

স্ট্রিম সংবাদদাতা
স্ট্রিম সংবাদদাতা
রাজশাহী বিশ্ববিদ্যালয়

প্রকাশ : ১৯ জানুয়ারি ২০২৬, ০০: ০৩
ছবি: ভিডিও থেকে নেওয়া

বিএনপির চেয়ারম্যান নির্বাচিত হওয়ায় তারেক রহমানকে অভিনন্দন জানিয়ে রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি) ক্যাম্পাসে টাঙানো ব্যানার ছিঁড়ে ফেলেছেন রাকসু জিএস সালাহউদ্দিন আম্মার। রোববার (১৮ জানুয়ারি) দুপুরে বিশ্ববিদ্যালয়ের প্যারিস রোডে জিয়া পরিষদের ওই ব্যানার তিনি নিজ হাতে ছিঁড়ে ফেলেন।

এর আগে ফেসবুকে এক পোস্টে সালাহউদ্দিন আম্মার রাজশাহী জেলা জিয়া পরিষদের সভাপতি ও আরবি বিভাগের শিক্ষক মুহাম্মদ নেছার উদ্দিন তালুকদারকে দুপুর ২টার মধ্যে ব্যানার সরানোর সময় বেঁধে দিয়েছিলেন। নির্ধারিত সময়ে না সরানোয় তিনি নিজেই সেটি ছিঁড়ে ফেলেন।

রাকসু জিএস তার পোস্টে উল্লেখ করেন, ১৯৭৩ সালের অধ্যাদেশ অনুযায়ী বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে দলীয় রাজনীতি বা প্রচার চালানো এবং শিক্ষক সমিতিকে রাজনৈতিক দলের প্ল্যাটফর্ম হিসেবে ব্যবহার করা আইন ও প্রশাসনিক নিয়মের পরিপন্থী।

আম্মার আরও লেখেন, ক্যাম্পাসে দলীয় রাজনীতির কোনো লক্ষণ দেখা গেলে তিনি বিরোধিতা করবেন। অনেক শিক্ষার্থী ছাত্ররাজনীতি নিষিদ্ধ চান উল্লেখ করে তিনি বলেন, এর পেছনে শিক্ষক রাজনীতির দায় রয়েছে। তাই আগে শিক্ষক রাজনীতির বিরুদ্ধে সোচ্চার হতে হবে। এ বিষয়ে তিনি প্রক্টর অধ্যাপক মাহবুব রহমানের দৃষ্টি আকর্ষণ করেন।

এ ছাড়া তিনি বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের উদ্দেশেও একটি অনুরোধ করে ফেসবুক পোস্টে তিনি লেখেন, ক্যাম্পাসের বাইরে রাজনৈতিক কার্যক্রম চলতে পারে, তবে ক্যাম্পাসের ভেতরে শিক্ষকদের পরিচয় যেন শুধুমাত্র শিক্ষক হিসেবেই সীমাবদ্ধ থাকে।

Ad 300x250

সম্পর্কিত