leadT1ad

চট্টগ্রামে বিয়েসংক্রান্ত বৈঠকে ছুরিকাঘাতে যুবক নিহত

ইউএনবি
ইউএনবি

প্রকাশ : ০৬ ডিসেম্বর ২০২৫, ১২: ১৩
নিহত রাবিউল ইসলাম। সংগৃহীত ছবি

চট্টগ্রামের হাটহাজারীতে কথা কাটাকাটির জেরে ছুরিকাঘাতে রাবিউল ইসলাম ওরফে বাবু (৩৬) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। এ ঘটনায় বাবুর ভাই ও চাচাতো ভাইসহ দুইজন আহত হয়েছেন। শুক্রবার (৫ ডিসেম্বর) রাত সাড়ে ৯টার দিকে ফারহাদাবাদের নাজিরহাট রেলস্টেশনসংলগ্ন এলাকার মুছা সওদাগরের বাড়িতে এ ঘটনা ঘটে।

নিহত রাবিউল ইসলাম গ্রামের জহুরুল ইসলামের ছেলে।

স্থানীয় বাসিন্দাদের বরাত দিয়ে পুলিশ জানায়, কিছুদিন পরেই রাবিউল ইসলামের এক প্রতিবেশীর বিয়ে হওয়ার কথা। এ উপলক্ষে ওই প্রতিবেশী এলাকার সবাইকে ডাকেন। বিয়ের অনুষ্ঠান কীভাবে করা যায়, এ পরামর্শ নিতেই এমন আয়োজন; যা স্থানীয়ভাবে ‘পানসল্লা’ নামে পরিচিত।

বৈঠকে রাবিউলের বাবার চাচাতো ভাই মুহাম্মদ জসিম উদ্দিনও (৪৮) আসেন। তাঁদের মধ্যে দীর্ঘদিন ধরে পৈতৃক সম্পত্তির মালিকানা নিয়ে বিরোধ ছিল।

হাটহাজারী থানার ওসি মঞ্জুর কাদের ভূঁইয়া জানান, বৈঠকে রবিউলের সঙ্গে একই এলাকার জসিমের কথা কাটাকাটি হয়। একপর্যায়ে জসিম ছুরি দিয়ে বাবুকে আঘাত করলে তিনি ঘটনাস্থলেই মারা যান। এসময় রাবিউলকে বাঁচাতে গিয়ে তাঁর ভাই এমরুল হোসেন বাচ্চু (৩৫) ও চাচাতো ভাই ইমনও (২১) ছুরিকাঘাতে আহত হন। তাঁদের উদ্ধার করে নাজিরহাট হাসপাতালে নেওয়া হয়েছে।

ঘটনার পর অভিযুক্ত জসিমকে আটকের চেষ্টা চলছে বলে পুলিশ জানিয়েছে।

Ad 300x250

সম্পর্কিত