স্ট্রিম ডেস্ক

সরকারি ও স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানের কর্মকর্তা-কর্মচারীদের জন্য নতুন বেতন কাঠামো প্রণয়নের লক্ষ্যে গঠিত বেতন কমিশনের কাজ দ্রুত এগিয়ে চলছে। বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের মতামত সংগ্রহ শেষে এখন সেগুলো যাচাই-বাছাই ও পর্যালোচনা করা হচ্ছে। কমিশন আশা করছে, নির্ধারিত সময়ের মধ্যেই তারা সরকারের কাছে চূড়ান্ত সুপারিশ জমা দিতে পারবে।
আজ মঙ্গলবার (২১ অক্টোবর) তথ্য মন্ত্রণালয় থেকে পাঠানো একে বিবরণীতে এসব তথ্য জানানো হয়েছে।
বিবরণীতে বলা হয়েছে, অনলাইনে চারটি পৃথক প্রশ্নমালার মাধ্যমে সর্বসাধারণের কাছ থেকে পাওয়া মতামত ও সুপারিশগুলো বর্তমানে যাচাই-বাছাই ও পর্যালোচনা করা হচ্ছে। এর পাশাপাশি বিভিন্ন অ্যাসোসিয়েশন ও সমিতি কমিশনের সঙ্গে সরাসরি বৈঠক করে তাদের সুপারিশ তুলে ধরেছে। প্রাপ্ত সব সুপারিশ ও মতামত কমিশন পরীক্ষা-নিরীক্ষা করছে।
কমিশন আশা করছে, নির্দিষ্ট সময়সীমার মধ্যেই একটি ন্যায়সঙ্গত ও কার্যকরী নতুন বেতনকাঠামোর সুপারিশসংবলিত প্রতিবেদন সরকারের কাছে পেশ করা সম্ভব হবে।
উল্লেখ্য, নতুন বেতন কাঠামোয় অন্তর্ভুক্ত করার মতো বিষয়গুলো জানতে গত ১ থেকে ১৫ অক্টোবর পর্যন্ত সাধারণ নাগরিক, সরকারি চাকরিজীবী, স্বায়ত্তশাসিত ও সরকারি প্রতিষ্ঠানের কর্মী এবং বিভিন্ন অ্যাসোসিয়েশন বা সমিতি—এই চার শ্রেণিতে অনলাইনে মতামত গ্রহণ করে বেতন কমিশন।

সরকারি ও স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানের কর্মকর্তা-কর্মচারীদের জন্য নতুন বেতন কাঠামো প্রণয়নের লক্ষ্যে গঠিত বেতন কমিশনের কাজ দ্রুত এগিয়ে চলছে। বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের মতামত সংগ্রহ শেষে এখন সেগুলো যাচাই-বাছাই ও পর্যালোচনা করা হচ্ছে। কমিশন আশা করছে, নির্ধারিত সময়ের মধ্যেই তারা সরকারের কাছে চূড়ান্ত সুপারিশ জমা দিতে পারবে।
আজ মঙ্গলবার (২১ অক্টোবর) তথ্য মন্ত্রণালয় থেকে পাঠানো একে বিবরণীতে এসব তথ্য জানানো হয়েছে।
বিবরণীতে বলা হয়েছে, অনলাইনে চারটি পৃথক প্রশ্নমালার মাধ্যমে সর্বসাধারণের কাছ থেকে পাওয়া মতামত ও সুপারিশগুলো বর্তমানে যাচাই-বাছাই ও পর্যালোচনা করা হচ্ছে। এর পাশাপাশি বিভিন্ন অ্যাসোসিয়েশন ও সমিতি কমিশনের সঙ্গে সরাসরি বৈঠক করে তাদের সুপারিশ তুলে ধরেছে। প্রাপ্ত সব সুপারিশ ও মতামত কমিশন পরীক্ষা-নিরীক্ষা করছে।
কমিশন আশা করছে, নির্দিষ্ট সময়সীমার মধ্যেই একটি ন্যায়সঙ্গত ও কার্যকরী নতুন বেতনকাঠামোর সুপারিশসংবলিত প্রতিবেদন সরকারের কাছে পেশ করা সম্ভব হবে।
উল্লেখ্য, নতুন বেতন কাঠামোয় অন্তর্ভুক্ত করার মতো বিষয়গুলো জানতে গত ১ থেকে ১৫ অক্টোবর পর্যন্ত সাধারণ নাগরিক, সরকারি চাকরিজীবী, স্বায়ত্তশাসিত ও সরকারি প্রতিষ্ঠানের কর্মী এবং বিভিন্ন অ্যাসোসিয়েশন বা সমিতি—এই চার শ্রেণিতে অনলাইনে মতামত গ্রহণ করে বেতন কমিশন।

টাঙ্গাইল মেডিকেল কলেজ হাসপাতালে নারী চিকিৎসকদের ব্যবহৃত ওয়াশরুমে গোপন ক্যামেরা স্থাপনের অভিযোগে ইন্টার্ন চিকিৎসক রায়হান কবির ইমনকে আটক করেছে পুলিশ।
২৮ মিনিট আগে
নরসিংদীতে সন্ত্রাসীদের হামলায় ১০ সাংবাদিক আহত হয়েছেন। ড্রিম হলিডে পার্কের সামনের রাস্তার পাশে গাড়ি পার্ক করলে স্থানীয় একদল লোক টাকা দাবি করে। এর প্রতিবাদ করলে এ হামলার ঘটনা ঘটে।
১ ঘণ্টা আগে
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটকে সামনে রেখে গুজব প্রতিরোধ এবং জনসচেতনতা বৃদ্ধির তাগিদ দিয়েছেন তথ্য সচিব মাহবুবা ফারজানা। এ লক্ষ্যে তিনি জেলা তথ্য কর্মকর্তাদের আরও সক্রিয় ও দায়িত্বশীল ভূমিকা পালনের পরামর্শ দিয়েছেন।
১ ঘণ্টা আগে
আগামী ২০ ফেব্রুয়ারি থেকে শুরু হতে যাচ্ছে অমর একুশে বইমেলা ২০২৬। মেলায় অংশগ্রহণকারী প্রকাশকদের অনুরোধের প্রেক্ষিতে স্টল ভাড়া ২৫ শতাংশ কমানোর নির্দেশনা দিয়েছেন সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা মোস্তফা সরয়ার ফারুকী।
২ ঘণ্টা আগে