leadT1ad

বসুন্ধরা আবাসিক এলাকায় মারপিটে আইনজীবীর মৃত্যু

স্ট্রিম গ্রাফিক

রাজধানীর ভাটারা থানাধীন বসুন্ধরা আবাসিক এলাকায় দুর্বৃত্তদের মারপিটে মোহাম্মদ নাঈম কিবরিয়া নামে এক আইনজীবীর মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (১ জানুয়ারি) সকালে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

ভাটারা থানার উপ-পরিদর্শক (এসআই) মো. মফিজুল হক বলেন, ‘আমরা খবর পেয়ে কুর্মিটোলা জেনারেল হাসপাতালের ট্রলির উপর থেকে তার মরদেহ উদ্ধার করি। পরে আইনি প্রক্রিয়া শেষে মরদেহ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।’

তিনি আরও জানান, বুধবার দিবাগত রাতে প্রাইভেট কার চালিয়ে যাওয়া সময় বসুন্ধরা আবাসিক এলাকায় একটি মোটরসাইকেলের সঙ্গে ধাক্কা লাগে। পরে মোটরসাইকেল আরোহীরা প্রাইভেটকার চালক আইনজীবীকে গাড়ি থেকে নামিয়ে বেধরক মারধর করে ফেলে রেখে যায়। পরে স্বজনরা খবর পেয়ে তাকে উদ্ধার করে দ্রুত কুর্মিটোলা হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।

পুলিশের এই কর্মকর্তা জানান, নিহতের মুখ দিয়ে লালা-জাতীয় পদার্থ নির্গত হচ্ছে, মুখ থেকে নেশা জাতীয় গন্ধ বের হচ্ছে ও শরীরে আঘাতের চিহ্ন পাওয়া গেছে। ময়নাতদন্তের প্রতিবেদনের রিপোর্ট পেলে মৃত্যুর সঠিক কারণ জানা যাবে।

নিহতের গ্রামের বাড়ি পাবনা সদর জেলার চক জয়েনপুর গ্রামের গোলাম কিবরিয়ার সন্তান। পেশায় তিনি আইনজীবী।

Ad 300x250
সর্বাধিক পঠিত

সম্পর্কিত