leadT1ad

সাজসজ্জায় রাষ্ট্রের ক্ষতি ২৪ কোটি টাকা, সাবেক রাষ্ট্রপতি হামিদের বিরুদ্ধে অনুসন্ধানে দুদক

স্ট্রিম প্রতিবেদক
স্ট্রিম প্রতিবেদক
ঢাকা

সাবেক রাষ্ট্রপতি মোঃ আবদুল হামিদ। সংগৃহীত ছবি

সাবেক রাষ্ট্রপতি মোঃ আবদুল হামিদের বিরুদ্ধে দুর্নীতির অনুসন্ধানে নেমেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। রোববার (৭ ডিসেম্বর) রাজধানীর সেগুন বাগিচার কার্যালয়ে ব্রিফিংয়ে সংস্থার মহাপরিচালক (প্রতিরোধ) আক্তার হোসেন বলেন, রাষ্ট্রপতি পদে থাকাকালে ক্ষমতার অপব্যবহার করে নিজ বাসভবন এলাকায় সাজসজ্জার নামে রাষ্ট্রের ২৪ কোটি টাকা আর্থিক ক্ষতিসাধনের অভিযোগে এই অনুসন্ধান শুরু হয়েছে।

তিনি জানান, রাষ্ট্রপতি থাকাকালে আবদুল হামিদ ব্যক্তিগত বিলাসিতার জন্য ক্ষমতার অপব্যবহার করেছেন বলে অভিযোগ পাওয়া গেছে। তিনি রাজধানীর নিকুঞ্জ-১ আবাসিক এলাকায় নিজ বাড়ির আশেপাশে সাজসজ্জা ও সৌন্দর্যবর্ধন প্রকল্পের নামে রাষ্ট্রের ২৪ কোটি টাকার ক্ষতি করেছেন। পাশাপাশি তাঁর বিরুদ্ধে অবৈধ সম্পদ অর্জনের অভিযোগও রয়েছে। প্রাথমিক যাচাই-বাছাই শেষে কমিশন এসব অভিযোগ আমলে নিয়ে প্রকাশ্যে অনুসন্ধানের সিদ্ধান্ত নিয়েছে।

সাংবাদিকদের প্রশ্নের জবাবে আক্তার হোসেন বলেন, দুদক কখনো ব্যক্তির পরিচয় দেখে দুর্নীতির অভিযোগ অনুসন্ধান বা তদন্ত করে না। এখানে দেখার বিষয় অভিযোগের বস্তুনিষ্ঠতা এবং তা দুদকের তফসিলভুক্ত কি না। সব বিষয় বিবেচনায় নিয়ে যেকোনো দুর্নীতির বিরুদ্ধে যাচাই-বাছাই শেষে অনুসন্ধানের সিদ্ধান্ত নিতে পারে কমিশন।

দুর্নীতির অভিযোগে এর আগে প্রয়াত রাষ্ট্রপতি হুসেইন মুহম্মদ এরশাদকে দুদকের মুখোমুখি হতে হয়েছিল। দুর্নীতির মামলায় তিনি সাজাও ভোগ করেন। এরপর দ্বিতীয় ব্যক্তি হিসেবে সাবেক রাষ্ট্রপতি আবদুল হামিদ দুদকের অনুসন্ধানের মুখে পড়লেন।

আবদুল হামিদ আওয়ামী লীগ সরকারের সময় দুই মেয়াদে রাষ্ট্রপতির দায়িত্ব পালন করেন। ২০২৪ সালের জুলাই-আগস্টের ছাত্র আন্দোলনে হামলা ও গুলি করার ঘটনায় কিশোরগঞ্জে তাঁকেসহ ১২৪ জনের বিরুদ্ধে মামলা হয়। চলতি বছরের ১৪ জানুয়ারি কিশোরগঞ্জ থানায় এ মামলা।

মামলা মাথায় নিয়ে গত ৭ মে রাতে থাই এয়ারওয়েজের একটি ফ্লাইটে আবদুল হামিদ দেশ ছাড়েন। এ ঘটনায় সারাদেশে বিভিন্ন মহলে সমালোচনা ও বিক্ষোভ শুরু হয়। কিশোরগঞ্জের পুলিশ সুপার মোহাম্মদ হাছান চৌধুরীকে প্রত্যাহার করা হয়। এ ছাড়া ঢাকা বিমানবন্দরে ইমিগ্রেশনে নিয়োজিত একজন অতিরিক্ত পুলিশ সুপারকে প্রত্যাহার এবং উপপরিদর্শক ও সহকারী উপপরিদর্শক পদমর্যাদার দুজন কর্মকর্তাকে সাময়িক বরখাস্ত করা হয়।

সাবেক রাষ্ট্রপতি আবদুল হামিদ বিমানবন্দর দিয়ে কীভাবে বিদেশ গেলেন এবং এ ক্ষেত্রে কারও কোনো গাফিলতি রয়েছে কিনা, তা তদন্তের জন্য তিনজন উপদেষ্টার সমন্বয়ে উচ্চপর্যায়ের একটি কমিটিও করে সরকার। এরই মধ্যে চিকিৎসা শেষে গত ৯ জুন দেশে ফেরেন তিনি।

Ad 300x250

সম্পর্কিত