স্ট্রিম প্রতিবেদক

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনে ছাত্রশিবিরের জিএস পদপ্রার্থী এস এম ফরহাদের প্রার্থিতা বাতিল চেয়ে রিটকারী প্রার্থীকে ‘গণধর্ষণের’ হুমকির প্রতিবাদে আজ দুপুর ১২টায় বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল ক্যাম্পাসে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করেছে।
সমাজবিজ্ঞান বিভাগের শিক্ষার্থী আলী হুসেনের বিরুদ্ধে ওই ছাত্রীকে ফেসবুক পোস্টের মাধ্যমে গণধর্ষণের হুমকির অভিযোগ উঠেছে। উল্লেখ্য, এই নারী শিক্ষার্থী ‘অপরাজেয় ৭১ অদম্য ২৪’ প্যানেলের একজন প্রার্থী।
ছাত্রদলের মিছিল দুপুর ১২টায় টিএসসি থেকে শুরু হয়ে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের সামনে শেষ হয়। পরে সেখানেই সংবাদ সম্মেলন করে দলটি। সংবাদ সম্মেলনে ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সভাপতি, সাধারণ সম্পাদক, ডাকসু পদপ্রার্থীসহ অন্যান্য নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
সংবাদ সম্মেলনে অভিযুক্ত শিক্ষার্থীর বিরুদ্ধে ঢাবি প্রশাসনকে শাস্তিমূলক পদক্ষেপ নেওয়ার আহ্বান জানিয়েছে ছাত্রদল। এ ছাড়াও দেশব্যাপী নারীদের প্রতি চলমান সহিংসতা ও সাইবার বুলিং ঠেকাতে প্রশাসনকে আরও শক্ত ভূমিকা গ্রহণ করার আহ্বান জানানো হয়।
ছাত্রদল মনোনীত প্যানেলের ভিপি প্রার্থী আবিদুল ইসলাম খান বলেন, ‘ঢাকা বিশ্ববিদ্যালয়ের ক্রান্তিকালে নারী শিক্ষার্থীরাই আমাদের জন্য এগিয়ে এসেছেন। অথচ আজ তাঁদের ওপরই এমন প্রকাশ্য হেনস্তার তীব্র নিন্দা জানাই। নারী শিক্ষার্থীদের বাকস্বাধীনতা, পোশাকের স্বাধীনতা ও চলাফেরা করার স্বাধীনতা নিশ্চিতে আমরা বদ্ধপরিকর।’
এছাড়া বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সভাপতি গণেশ চন্দ্র রায় সাহস বলেন, ’আমরা চিফ রিটার্নিং অফিসার বরাবর এই পর্যন্ত সাত থেকে আটটি অভিযোগ জানিয়েছি। কিন্তু এখনও কোনো কার্যকর পদক্ষেপ দেখতে পাইনি এবং একটি সুষ্ঠু নির্বাচন পরিচালিত হওয়ার ব্যাপারে আমরা উদ্বিগ্ন।’
তিন সদস্য বিশিষ্ট তদন্ত কমিটি গঠন
‘অপরাজেয় ৭১, অদম্য ২৪’ প্যানেলের সহসভাপতি পদপ্রার্থী নাইম হাসানের লিখিত অভিযোগের ভিত্তিতে ঢাকা বিশ্ববিদ্যালয় প্রক্টোরিয়াল অফিস একটি তিন সদস্য বিশিষ্ট বিশেষ তদন্ত কমিটি গঠন করেছে। তদন্ত কমিটির আহ্বায়ক হিসেবে আছেন সহকারী প্রক্টর মাহবুব কায়সার এবং সদস্য হিসেবে আছেন শেহ্রীন আমিন ভূইয়া ও রেজাউল করিম সোহাগ।

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনে ছাত্রশিবিরের জিএস পদপ্রার্থী এস এম ফরহাদের প্রার্থিতা বাতিল চেয়ে রিটকারী প্রার্থীকে ‘গণধর্ষণের’ হুমকির প্রতিবাদে আজ দুপুর ১২টায় বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল ক্যাম্পাসে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করেছে।
সমাজবিজ্ঞান বিভাগের শিক্ষার্থী আলী হুসেনের বিরুদ্ধে ওই ছাত্রীকে ফেসবুক পোস্টের মাধ্যমে গণধর্ষণের হুমকির অভিযোগ উঠেছে। উল্লেখ্য, এই নারী শিক্ষার্থী ‘অপরাজেয় ৭১ অদম্য ২৪’ প্যানেলের একজন প্রার্থী।
ছাত্রদলের মিছিল দুপুর ১২টায় টিএসসি থেকে শুরু হয়ে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের সামনে শেষ হয়। পরে সেখানেই সংবাদ সম্মেলন করে দলটি। সংবাদ সম্মেলনে ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সভাপতি, সাধারণ সম্পাদক, ডাকসু পদপ্রার্থীসহ অন্যান্য নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
সংবাদ সম্মেলনে অভিযুক্ত শিক্ষার্থীর বিরুদ্ধে ঢাবি প্রশাসনকে শাস্তিমূলক পদক্ষেপ নেওয়ার আহ্বান জানিয়েছে ছাত্রদল। এ ছাড়াও দেশব্যাপী নারীদের প্রতি চলমান সহিংসতা ও সাইবার বুলিং ঠেকাতে প্রশাসনকে আরও শক্ত ভূমিকা গ্রহণ করার আহ্বান জানানো হয়।
ছাত্রদল মনোনীত প্যানেলের ভিপি প্রার্থী আবিদুল ইসলাম খান বলেন, ‘ঢাকা বিশ্ববিদ্যালয়ের ক্রান্তিকালে নারী শিক্ষার্থীরাই আমাদের জন্য এগিয়ে এসেছেন। অথচ আজ তাঁদের ওপরই এমন প্রকাশ্য হেনস্তার তীব্র নিন্দা জানাই। নারী শিক্ষার্থীদের বাকস্বাধীনতা, পোশাকের স্বাধীনতা ও চলাফেরা করার স্বাধীনতা নিশ্চিতে আমরা বদ্ধপরিকর।’
এছাড়া বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সভাপতি গণেশ চন্দ্র রায় সাহস বলেন, ’আমরা চিফ রিটার্নিং অফিসার বরাবর এই পর্যন্ত সাত থেকে আটটি অভিযোগ জানিয়েছি। কিন্তু এখনও কোনো কার্যকর পদক্ষেপ দেখতে পাইনি এবং একটি সুষ্ঠু নির্বাচন পরিচালিত হওয়ার ব্যাপারে আমরা উদ্বিগ্ন।’
তিন সদস্য বিশিষ্ট তদন্ত কমিটি গঠন
‘অপরাজেয় ৭১, অদম্য ২৪’ প্যানেলের সহসভাপতি পদপ্রার্থী নাইম হাসানের লিখিত অভিযোগের ভিত্তিতে ঢাকা বিশ্ববিদ্যালয় প্রক্টোরিয়াল অফিস একটি তিন সদস্য বিশিষ্ট বিশেষ তদন্ত কমিটি গঠন করেছে। তদন্ত কমিটির আহ্বায়ক হিসেবে আছেন সহকারী প্রক্টর মাহবুব কায়সার এবং সদস্য হিসেবে আছেন শেহ্রীন আমিন ভূইয়া ও রেজাউল করিম সোহাগ।

নরসিংদীর ড্রিম হলিডে পার্কের সামনে সন্ত্রাসী হামলায় ১০ থেকে ১২ জন সাংবাদিক আহত হওয়ার ঘটনায় উদ্বেগ প্রকাশ করেছে ঢাকার শরীয়তপুর সাংবাদিক সমিতি। পাশাপাশি জড়িত ব্যক্তিদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করেছে সংগঠনটি।
৩ মিনিট আগে
দেশীয় টেক্সটাইল ও স্পিনিং খাতকে বিপর্যয় থেকে রক্ষা করতে সুতা আমদানিতে বিদ্যমান অসম সুবিধা অবিলম্বে বন্ধের দাবি জানিয়েছে বাংলাদেশ টেক্সটাইল মিলস এসোসিয়েশন (বিটিএমএ)।
১৬ মিনিট আগে
জব্দকৃত ভিডিওতে এই উল্লাসর পরও কেন সর্বোচ্চ শাস্তি দেওয়া হয়নি তার আইনি ব্যাখ্যা দিয়েছেন আদালত। আদালতের ভাষ্য—সুজন পরিস্থিতির শিকার। ঊর্ধ্বতন কর্মকর্তা জোর করে হাতে অস্ত্র তুলে না দিলে তিনি খুনি হতেন না।
৩৪ মিনিট আগে
টাঙ্গাইল মেডিকেল কলেজ হাসপাতালে নারী চিকিৎসকদের ব্যবহৃত ওয়াশরুমে গোপন ক্যামেরা স্থাপনের অভিযোগে ইন্টার্ন চিকিৎসক রায়হান কবির ইমনকে আটক করেছে পুলিশ।
১ ঘণ্টা আগে