leadT1ad

তারেক রহমানের আগমন

জাতীয় স্মৃতিসৌধে কঠোর নিরাপত্তা, দর্শনার্থী প্রবেশ বন্ধ

স্ট্রিম সংবাদদাতা
স্ট্রিম সংবাদদাতা
সাভার

জাতীয় স্মৃতিসৌধের ফটকের সামনে আইনশৃঙ্খলা বাহিনীর সতর্ক অবস্থান। স্ট্রিম ছবি

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের আগমনকে কেন্দ্র করে ঢাকার সাভারে জাতীয় স্মৃতিসৌধে এলাকায় কঠোর নিরাপত্তা ব্যবস্থা নিয়েছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। ইতোমধ্যে পুরো স্মৃতিসৌধ প্রাঙ্গণ ঢেকে ফেলা হয়েছে কয়েক স্তরের নিরাপত্তার চাদরে।

র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব) ও পুলিশের পাশাপাশি দায়িত্ব পালন করছে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) সদস্যরাও। এছাড়াও আজ শুক্রবার (২৬ ডিসেম্বর) সকাল থেকে স্মৃতিসৌধে সাধারণ দর্শনার্থী প্রবেশ বন্ধ করে দেওয়া হয়েছে।

সকাল ৯টা পর্যন্ত জাতীয় স্মৃতিসৌধের ভেতর সাংবাদিকদের প্রবেশ করতে দেওয়া হলেও, এর পর আর কাউকে প্রবেশ করতে দেওয়া হয়নি। জাতীয় স্মৃতিসৌধ কমপ্লেক্সের ভেতর ছাড়াও স্মৃতিসৌধের ফটক ও সংলগ্ন সড়কের বিভিন্ন পয়েন্টে সতর্ক অবস্থানে থাকতে দেখা গেছে র‍্যাব, পুলিশ, বিজিবিসহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের।

্এদিকে, তারেক রহমানের আগমনকে কেন্দ্র করে স্মৃতিসৌধের সামনে ভিড় করতে শুরু করেছেন দলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা। দুপুর ২টার দিকে অনেকে স্মৃতিসৌধের মূল ফটকের সামনে অবস্থান নেন।

জাতীয় স্মৃতিসৌধের ইনচার্জ ও সাভার গণপূর্ত বিভাগের উপসহকারী প্রকৌশলী আনোয়ার হোসেন খান আনু বলেন, সকাল থেকে স্মৃতিসৌধে সর্বসাধারণ ও দর্শনার্থীদের প্রবেশ বন্ধ রয়েছে। বিকেল ৩টার দিকে বিএনপির চেয়ারপারসন সিকিউরিটি ফোর্স (সিএসএফ) স্মৃতিসৌধের নিরাপত্তার বিষয়টি দেখবে। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ফিরে যাওয়ার পর স্মৃতিসৌধ দর্শনার্থীদের জন্য উন্মুক্ত করে দেওয়া হবে।

Ad 300x250

সম্পর্কিত