leadT1ad

সিইসির তফসিল ভাষণ বুধবার রেকর্ডের জন্য চিঠি

স্ট্রিম প্রতিবেদক
স্ট্রিম প্রতিবেদক
ঢাকা

প্রকাশ : ০৮ ডিসেম্বর ২০২৫, ১৮: ৫৮
প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দীন। ছবি: সংগৃহীত

প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিনের ভাষণ রেকর্ড করার জন্য বাংলাদেশ টেলিভিশন (বিটিভি) ও বাংলাদেশ বেতারকে প্রস্তুতি নিতে চিঠি দিয়েছে নির্বাচন কমিশন। এতে আগামী বুধবার (১০ ডিসেম্বর) ভাষণ রেকর্ড করার জন্য প্রস্তুতি নিতে বলা হয়েছে।

বিটিভি ও বেতারে সিইসির ভাষণের মধ্য দিয়েই মূলত জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণা করা হয়। রেওয়াজ অনুযায়ী সিইসির ভাষণ রেকর্ডের দিন সন্ধ্যায় বা তার পর দিন সন্ধ্যায় প্রচার করা হয়। সে হিসেবে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের তফসিল ঘোষণা বৃহস্পতিবার সন্ধ্যার মধ্যেই হতে যাচ্ছে।

সোমবার (৮ ডিসেম্বর) রাজধানীর আগারগাঁও নির্বাচন ভবনে সাংবাদিকদের ইসির সিনিয়র সচিব আখতার আহমেদ বলেন, প্রধান নির্বাচন কমিশনার তফসিলের বিষয়ে ভাষণ দেবেন। এটা ১০ ডিসেম্বর রেকর্ড করা হবে। এ বিষয়ে বিটিভি ও বেতারকে চিঠি দেওয়া হয়েছে।

তফসিল ঘোষণার আগে রাষ্ট্রপতির সঙ্গে সাক্ষাৎ করারও রেওয়াজ রয়েছে। জানা গেছে, আগামী বুধবার (১০ ডিসেম্বর) সিইসি ও নির্বাচন কমিশনাররা রাষ্ট্রপতি মোঃ শাহাবুদ্দিনের সঙ্গে সাক্ষাৎ করবেন।

ইসি কর্মকর্তারা জানান, রাষ্ট্রপতির সঙ্গে সাক্ষাতের পরই সাধারণত সিইসি জাতির উদ্দেশে দেওয়া ভাষণে নির্বাচনের তফসিল ঘোষণা করেন। এবারও সেই প্রক্রিয়া অনুসরণ করা হবে।

Ad 300x250

সম্পর্কিত