স্ট্রিম সংবাদদাতা

ময়মনসিংহে রেলপথ অবরোধ করে ‘কৃষি ব্লকেড’ কর্মসূচি পালন করেছেন বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের কৃষি অনুষদের শিক্ষার্থীরা। এসময় তাঁরা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, বাংলাদেশ কৃষি উন্নয়ন করপোরেশন ও অন্যান্য গবেষণা প্রতিষ্ঠানে ১০ম গ্রেডের পদ উন্মুক্ত করাসহ ‘কৃষিবিদ ঐক্য পরিষদ’-এর তিন দফা দাবি জানান।
রোববার বেলা সাড়ে ১১টার দিকে ঢাকাগামী হাওর এক্সপ্রেস ট্রেন আটকে রেললাইনে অবস্থান নিয়ে বিক্ষোভ শুরু করেন কৃষি অনুষদের শিক্ষার্থীরা। পরে দুর্ভোগে পড়া যাত্রী ও রোগীদের অনুরোধে এক ঘণ্টা পর ট্রেনটি ছেড়ে দেন তাঁরা। তবে রেললাইনে অবস্থান নিয়ে কর্মসূচি চালিয়ে যান।
এরপর আবার দুপুর ১টার দিকে নেত্রকোনাগামী ‘মহুয়া কমিউটার ট্রেন’ আটকে দেন শিক্ষার্থীরা। এসময় দাবি আদায়ের লক্ষে বিভিন্ন স্লোগান দিতে থাকেন আন্দোলনকারীরা। পরে আগামী মঙ্গলবার কৃষি উপদেষ্টার সঙ্গে বৈঠক আয়োজনের আশ্বাসে পৌনে ৪টায় অবরোধ তুলে নিলে চার ঘণ্টা পর রেলযোগাযোগ স্বাভাবিক হয়।
১. কৃষি সম্প্রসারণ অধিদপ্তর (ডিএই), বাংলাদেশ কৃষি উন্নয়ন করপোরেশন (বিএডিসি) ও অন্যান্য গবেষণা প্রতিষ্ঠানের ১০ম গ্রেডের পদ (উপ-সহকারী কৃষি কর্মকর্তা বা উপ-সহকারী বৈজ্ঞানিক কর্মকর্তা কিংবা এর সমমান) কেবল কৃষিবিদদের জন্য উন্মুক্ত করতে হবে।
২. নিয়োগ পরীক্ষায় উত্তীর্ণ না হয়ে ৯ম গ্রেডে পদোন্নতির কোনো সুযোগ রাখা যাবে না।
৩. কৃষি বা কৃষি-সংশ্লিষ্ট বিষয়ে স্নাতক ডিগ্রি না থাকলে নামের সঙ্গে ‘কৃষিবিদ’ পদবি ব্যবহার করা যাবে না— এ বিষয়ে সরকারি প্রজ্ঞাপন জারি করতে হবে।

ময়মনসিংহে রেলপথ অবরোধ করে ‘কৃষি ব্লকেড’ কর্মসূচি পালন করেছেন বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের কৃষি অনুষদের শিক্ষার্থীরা। এসময় তাঁরা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, বাংলাদেশ কৃষি উন্নয়ন করপোরেশন ও অন্যান্য গবেষণা প্রতিষ্ঠানে ১০ম গ্রেডের পদ উন্মুক্ত করাসহ ‘কৃষিবিদ ঐক্য পরিষদ’-এর তিন দফা দাবি জানান।
রোববার বেলা সাড়ে ১১টার দিকে ঢাকাগামী হাওর এক্সপ্রেস ট্রেন আটকে রেললাইনে অবস্থান নিয়ে বিক্ষোভ শুরু করেন কৃষি অনুষদের শিক্ষার্থীরা। পরে দুর্ভোগে পড়া যাত্রী ও রোগীদের অনুরোধে এক ঘণ্টা পর ট্রেনটি ছেড়ে দেন তাঁরা। তবে রেললাইনে অবস্থান নিয়ে কর্মসূচি চালিয়ে যান।
এরপর আবার দুপুর ১টার দিকে নেত্রকোনাগামী ‘মহুয়া কমিউটার ট্রেন’ আটকে দেন শিক্ষার্থীরা। এসময় দাবি আদায়ের লক্ষে বিভিন্ন স্লোগান দিতে থাকেন আন্দোলনকারীরা। পরে আগামী মঙ্গলবার কৃষি উপদেষ্টার সঙ্গে বৈঠক আয়োজনের আশ্বাসে পৌনে ৪টায় অবরোধ তুলে নিলে চার ঘণ্টা পর রেলযোগাযোগ স্বাভাবিক হয়।
১. কৃষি সম্প্রসারণ অধিদপ্তর (ডিএই), বাংলাদেশ কৃষি উন্নয়ন করপোরেশন (বিএডিসি) ও অন্যান্য গবেষণা প্রতিষ্ঠানের ১০ম গ্রেডের পদ (উপ-সহকারী কৃষি কর্মকর্তা বা উপ-সহকারী বৈজ্ঞানিক কর্মকর্তা কিংবা এর সমমান) কেবল কৃষিবিদদের জন্য উন্মুক্ত করতে হবে।
২. নিয়োগ পরীক্ষায় উত্তীর্ণ না হয়ে ৯ম গ্রেডে পদোন্নতির কোনো সুযোগ রাখা যাবে না।
৩. কৃষি বা কৃষি-সংশ্লিষ্ট বিষয়ে স্নাতক ডিগ্রি না থাকলে নামের সঙ্গে ‘কৃষিবিদ’ পদবি ব্যবহার করা যাবে না— এ বিষয়ে সরকারি প্রজ্ঞাপন জারি করতে হবে।

জব্দকৃত ভিডিওতে এই উল্লাসর পরও কেন সর্বোচ্চ শাস্তি দেওয়া হয়নি তার আইনি ব্যাখ্যা দিয়েছেন আদালত। আদালতের ভাষ্য—সুজন পরিস্থিতির শিকার। ঊর্ধ্বতন কর্মকর্তা জোর করে হাতে অস্ত্র তুলে না দিলে তিনি খুনি হতেন না।
১৮ মিনিট আগে
টাঙ্গাইল মেডিকেল কলেজ হাসপাতালে নারী চিকিৎসকদের ব্যবহৃত ওয়াশরুমে গোপন ক্যামেরা স্থাপনের অভিযোগে ইন্টার্ন চিকিৎসক রায়হান কবির ইমনকে আটক করেছে পুলিশ।
১ ঘণ্টা আগে
নরসিংদীতে সন্ত্রাসীদের হামলায় ১০ সাংবাদিক আহত হয়েছেন। ড্রিম হলিডে পার্কের সামনের রাস্তার পাশে গাড়ি পার্ক করলে স্থানীয় একদল লোক টাকা দাবি করে। এর প্রতিবাদ করলে এ হামলার ঘটনা ঘটে।
১ ঘণ্টা আগে
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটকে সামনে রেখে গুজব প্রতিরোধ এবং জনসচেতনতা বৃদ্ধির তাগিদ দিয়েছেন তথ্য সচিব মাহবুবা ফারজানা। এ লক্ষ্যে তিনি জেলা তথ্য কর্মকর্তাদের আরও সক্রিয় ও দায়িত্বশীল ভূমিকা পালনের পরামর্শ দিয়েছেন।
২ ঘণ্টা আগে