স্ট্রিম সংবাদদাতা

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) সুইমিং পুলে সাঁতার কাটতে নেমে এক শিক্ষার্থী প্রাণ হারিয়েছেন। গতকাল শনিবার (২৬ অক্টোবর) বিকেলে এ ঘটনা ঘটে। রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের (রামেক) তথ্য কর্মকর্তা ডা. শংকর কুমার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।
নিহত শিক্ষার্থীর নাম সায়মা হোসাইন। তিনি সমাজবিজ্ঞান বিভাগের ২০২০–২১ সেশনের শিক্ষার্থী ছিলেন। তাঁর বাড়ি কুষ্টিয়ায়।
প্রত্যক্ষদর্শী শিক্ষার্থী তওফিক রহমান মহিন বলেন, ‘এক মর্মান্তিক ঘটনার সাক্ষী হলাম। বিশ্ববিদ্যালয়ের সুইমিং পুলে সাঁতার প্রশিক্ষণের সময় এক আপু পানিতে তলিয়ে যায়। কয়েক মিনিট ধরে তিনি পানির নিচে ছিলেন, কিন্তু কেউ উদ্ধার করতে পারেনি। প্রশাসন এমন প্রশিক্ষক নিয়োগ দিয়েছেন, যাঁরা নিজেরাই সাঁতার জানেন না—এটা দুঃখজনক। উপস্থিত অনেকেই শুধু তাকিয়ে ছিল। আমি জিমের সামনের মাঠে ছিলাম; খবর পেয়ে দৌড়ে গিয়ে নিচে নেমে মেয়েটিকে তুলি, কিন্তু তখন হয়তো অনেক দেরি হয়ে গেছে। রাবি মেডিকেল সেন্টারে অক্সিজেনও ছিল না। এমন অব্যবস্থাপনা মেনে নেওয়া যায় না।’
মো. রায়হান আলী নামের অন্য এক শিক্ষার্থী বলেন, ‘বিশ্ববিদ্যালয়ের অব্যবস্থাপনা ও অনিয়মিত নিয়োগের কারণে আজ ঝরে গেল এক তরুণীর প্রাণ। বিশ্ববিদ্যালয় প্রশাসনের জবাবদিহি থাকা জরুরি।’
রামেক হাসপাতালের তথ্য কর্মকর্তা ডা. শংকর কুমার বলেন, ‘শিক্ষার্থীটিকে মৃত অবস্থায় হাসপাতালে আনা হয়। আইনি প্রক্রিয়া শেষে মরদেহ মর্গে পাঠানো হয়েছে।’
এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ড. মাহবুবুর রহমান বলেন, ‘ঘটনার খবর পেয়ে আমরা মেডিকেলে গিয়েছি। প্রাথমিক তদন্ত চলছে।’

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) সুইমিং পুলে সাঁতার কাটতে নেমে এক শিক্ষার্থী প্রাণ হারিয়েছেন। গতকাল শনিবার (২৬ অক্টোবর) বিকেলে এ ঘটনা ঘটে। রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের (রামেক) তথ্য কর্মকর্তা ডা. শংকর কুমার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।
নিহত শিক্ষার্থীর নাম সায়মা হোসাইন। তিনি সমাজবিজ্ঞান বিভাগের ২০২০–২১ সেশনের শিক্ষার্থী ছিলেন। তাঁর বাড়ি কুষ্টিয়ায়।
প্রত্যক্ষদর্শী শিক্ষার্থী তওফিক রহমান মহিন বলেন, ‘এক মর্মান্তিক ঘটনার সাক্ষী হলাম। বিশ্ববিদ্যালয়ের সুইমিং পুলে সাঁতার প্রশিক্ষণের সময় এক আপু পানিতে তলিয়ে যায়। কয়েক মিনিট ধরে তিনি পানির নিচে ছিলেন, কিন্তু কেউ উদ্ধার করতে পারেনি। প্রশাসন এমন প্রশিক্ষক নিয়োগ দিয়েছেন, যাঁরা নিজেরাই সাঁতার জানেন না—এটা দুঃখজনক। উপস্থিত অনেকেই শুধু তাকিয়ে ছিল। আমি জিমের সামনের মাঠে ছিলাম; খবর পেয়ে দৌড়ে গিয়ে নিচে নেমে মেয়েটিকে তুলি, কিন্তু তখন হয়তো অনেক দেরি হয়ে গেছে। রাবি মেডিকেল সেন্টারে অক্সিজেনও ছিল না। এমন অব্যবস্থাপনা মেনে নেওয়া যায় না।’
মো. রায়হান আলী নামের অন্য এক শিক্ষার্থী বলেন, ‘বিশ্ববিদ্যালয়ের অব্যবস্থাপনা ও অনিয়মিত নিয়োগের কারণে আজ ঝরে গেল এক তরুণীর প্রাণ। বিশ্ববিদ্যালয় প্রশাসনের জবাবদিহি থাকা জরুরি।’
রামেক হাসপাতালের তথ্য কর্মকর্তা ডা. শংকর কুমার বলেন, ‘শিক্ষার্থীটিকে মৃত অবস্থায় হাসপাতালে আনা হয়। আইনি প্রক্রিয়া শেষে মরদেহ মর্গে পাঠানো হয়েছে।’
এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ড. মাহবুবুর রহমান বলেন, ‘ঘটনার খবর পেয়ে আমরা মেডিকেলে গিয়েছি। প্রাথমিক তদন্ত চলছে।’

স্ত্রী ও ৯ মাস বয়সী সন্তানকে হারানো নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের বাগেরহাট সদর উপজেলা সভাপতি জুয়েল হাসান সাদ্দামকে ৬ মাসের জামিন দিয়েছেন হাইকোর্ট। সোমবার (২৬ জানুয়ারি) বিচারপতি জে বি এম হাসান ও বিচারপতি আজিজ আহমেদ ভূঞার সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এই আদেশ দেন।
১ ঘণ্টা আগে
কক্সবাজারের রামুতে এক ইজিবাইক চালককে গলা কেটে হত্যা করেছে দুর্বৃত্তরা। সোমবার (২৬ জানুয়ারি) রাতে ইউনিয়নের দক্ষিণ মিঠাছড়ি এলাকা থেকে পুলিশ তাঁর মরদেহ উদ্ধার করে।
২ ঘণ্টা আগে
নরসিংদীর ড্রিম হলিডে পার্কের সামনে সন্ত্রাসী হামলায় ১০ থেকে ১২ জন সাংবাদিক আহত হওয়ার ঘটনায় উদ্বেগ প্রকাশ করেছে ঢাকার শরীয়তপুর সাংবাদিক সমিতি। পাশাপাশি জড়িত ব্যক্তিদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করেছে সংগঠনটি।
২ ঘণ্টা আগে
দেশীয় টেক্সটাইল ও স্পিনিং খাতকে বিপর্যয় থেকে রক্ষা করতে সুতা আমদানিতে বিদ্যমান অসম সুবিধা অবিলম্বে বন্ধের দাবি জানিয়েছে বাংলাদেশ টেক্সটাইল মিলস এসোসিয়েশন (বিটিএমএ)।
২ ঘণ্টা আগে