স্ট্রিম প্রতিবেদক

জাতীয় নাগরিক পার্টির সদস্যসচিব আখতার হোসেনকে ১৯৭৪ সালের বিশেষ ক্ষমতা আইনের মামলা থেকে অব্যাহতি দিয়েছেন আদালত।
আজ বৃহস্পতিবার (১১ সেপ্টেম্বর) ঢাকার সপ্তম অতিরিক্ত মহানগর দায়রা জজ ও বিশেষ ট্রাইব্যুনাল–১৫-এর বিচারক চার্জ গঠনের শুনানি শেষে এ রায় ঘোষণা করেন।
একই মামলায় অব্যাহতি পেয়েছেন এনসিপির যুগ্ম সদস্যসচিব আকরাম হোসেন।
শুনানিতে আদালত বলেন, 'মামলার ম্যারিট বিবেচনায় বিশেষ ক্ষমতা আইনের কোনো উপাদান পাওয়া যায়নি। এ কারণে তাঁদের অব্যাহতি দেওয়া হলো।'
মামলা থেকে অব্যহতি পাওয়ার পর গণমাধ্যমের সঙ্গে কথা বলেন আখতার হোসেন। তিনি বলেন, ‘বিগত ফ্যাসিবাদী সরকার রাজনৈতিক নিপীড়নের অংশ হিসেবে বিরোধী মতের মানুষদের বিরুদ্ধে লাখ লাখ মিথ্যা, নিপীড়নমূলক মামলা দিয়েছে, রিমান্ডে নিয়েছে, জেলে দিয়েছে। মাসে মাসে, সপ্তাহে সপ্তাহে হাজিরা দিতে হয়েছে। তেমন একটি মিথ্যা মামলা থেকে আজ অব্যাহতি পেলাম।’
আখতার আরও বলেন, ‘এখনো আমার বিরুদ্ধে কয়েকটি মামলা পেন্ডিং আছে। অন্তর্বর্তীকালীন সরকার বিগত সময়ের কিছু মামলা উইথড্র করেছে। আমরা সরকারের কাছে আহ্বান রাখব, বিচার বিশ্লেষণ করে বিগত সময়ে হওয়া সকল মিথ্যা রাজনৈতিক মামলা সরকার প্রত্যাহার করতে যেন আশু পদক্ষেপ গ্রহণ করে।’
এর আগে ২০২১ সালের ১৩ এপ্রিল পবিত্র রমজান উপলক্ষে ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় দুস্থদের মধ্যে ইফতারসামগ্রী বিতরণ করেন আখতার হোসেন। ওই দিন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তাঁকে কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে থেকে গ্রেপ্তার করে।
পরে শাহবাগ থানার এক মামলায় আখতারকে গ্রেপ্তার দেখানো হয়। এরপর ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বাংলাদেশ সফরের বিরোধিতায় জাতীয় প্রেসক্লাবে অনুষ্ঠিত অবস্থান কর্মসূচিকে কেন্দ্র করে দায়ের করা শাহবাগ থানার মামলাতেও তাঁকে আসামি করা হয়। ওই মামলায় বিশেষ ক্ষমতা আইনে তাঁর বিরুদ্ধে অভিযোগ এনে পাঁচ দিনের রিমান্ড চাওয়া হয়।

জাতীয় নাগরিক পার্টির সদস্যসচিব আখতার হোসেনকে ১৯৭৪ সালের বিশেষ ক্ষমতা আইনের মামলা থেকে অব্যাহতি দিয়েছেন আদালত।
আজ বৃহস্পতিবার (১১ সেপ্টেম্বর) ঢাকার সপ্তম অতিরিক্ত মহানগর দায়রা জজ ও বিশেষ ট্রাইব্যুনাল–১৫-এর বিচারক চার্জ গঠনের শুনানি শেষে এ রায় ঘোষণা করেন।
একই মামলায় অব্যাহতি পেয়েছেন এনসিপির যুগ্ম সদস্যসচিব আকরাম হোসেন।
শুনানিতে আদালত বলেন, 'মামলার ম্যারিট বিবেচনায় বিশেষ ক্ষমতা আইনের কোনো উপাদান পাওয়া যায়নি। এ কারণে তাঁদের অব্যাহতি দেওয়া হলো।'
মামলা থেকে অব্যহতি পাওয়ার পর গণমাধ্যমের সঙ্গে কথা বলেন আখতার হোসেন। তিনি বলেন, ‘বিগত ফ্যাসিবাদী সরকার রাজনৈতিক নিপীড়নের অংশ হিসেবে বিরোধী মতের মানুষদের বিরুদ্ধে লাখ লাখ মিথ্যা, নিপীড়নমূলক মামলা দিয়েছে, রিমান্ডে নিয়েছে, জেলে দিয়েছে। মাসে মাসে, সপ্তাহে সপ্তাহে হাজিরা দিতে হয়েছে। তেমন একটি মিথ্যা মামলা থেকে আজ অব্যাহতি পেলাম।’
আখতার আরও বলেন, ‘এখনো আমার বিরুদ্ধে কয়েকটি মামলা পেন্ডিং আছে। অন্তর্বর্তীকালীন সরকার বিগত সময়ের কিছু মামলা উইথড্র করেছে। আমরা সরকারের কাছে আহ্বান রাখব, বিচার বিশ্লেষণ করে বিগত সময়ে হওয়া সকল মিথ্যা রাজনৈতিক মামলা সরকার প্রত্যাহার করতে যেন আশু পদক্ষেপ গ্রহণ করে।’
এর আগে ২০২১ সালের ১৩ এপ্রিল পবিত্র রমজান উপলক্ষে ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় দুস্থদের মধ্যে ইফতারসামগ্রী বিতরণ করেন আখতার হোসেন। ওই দিন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তাঁকে কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে থেকে গ্রেপ্তার করে।
পরে শাহবাগ থানার এক মামলায় আখতারকে গ্রেপ্তার দেখানো হয়। এরপর ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বাংলাদেশ সফরের বিরোধিতায় জাতীয় প্রেসক্লাবে অনুষ্ঠিত অবস্থান কর্মসূচিকে কেন্দ্র করে দায়ের করা শাহবাগ থানার মামলাতেও তাঁকে আসামি করা হয়। ওই মামলায় বিশেষ ক্ষমতা আইনে তাঁর বিরুদ্ধে অভিযোগ এনে পাঁচ দিনের রিমান্ড চাওয়া হয়।

স্ত্রী ও ৯ মাস বয়সী সন্তানকে হারানো নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের বাগেরহাট সদর উপজেলা সভাপতি জুয়েল হাসান সাদ্দামকে ৬ মাসের জামিন দিয়েছেন হাইকোর্ট। সোমবার (২৬ জানুয়ারি) বিচারপতি জে বি এম হাসান ও বিচারপতি আজিজ আহমেদ ভূঞার সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এই আদেশ দেন।
৪ ঘণ্টা আগে
কক্সবাজারের রামুতে এক ইজিবাইক চালককে গলা কেটে হত্যা করেছে দুর্বৃত্তরা। সোমবার (২৬ জানুয়ারি) রাতে ইউনিয়নের দক্ষিণ মিঠাছড়ি এলাকা থেকে পুলিশ তাঁর মরদেহ উদ্ধার করে।
৫ ঘণ্টা আগে
নরসিংদীর ড্রিম হলিডে পার্কের সামনে সন্ত্রাসী হামলায় ১০ থেকে ১২ জন সাংবাদিক আহত হওয়ার ঘটনায় উদ্বেগ প্রকাশ করেছে ঢাকার শরীয়তপুর সাংবাদিক সমিতি। পাশাপাশি জড়িত ব্যক্তিদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করেছে সংগঠনটি।
৫ ঘণ্টা আগে
দেশীয় টেক্সটাইল ও স্পিনিং খাতকে বিপর্যয় থেকে রক্ষা করতে সুতা আমদানিতে বিদ্যমান অসম সুবিধা অবিলম্বে বন্ধের দাবি জানিয়েছে বাংলাদেশ টেক্সটাইল মিলস এসোসিয়েশন (বিটিএমএ)।
৫ ঘণ্টা আগে