leadT1ad

সিসি ক্যামেরা যথেষ্ট নয়, মনেপ্রাণে শুদ্ধ হতে হবে: পার্বত্য উপদেষ্টা

স্ট্রিম ডেস্ক
স্ট্রিম ডেস্ক

প্রকাশ : ২০ জানুয়ারি ২০২৬, ১৯: ১৭
মাগুরায় জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট ২০২৬ বিষয়ক মতবিনিময় সভা। ছবি: পিআইডি

সুষ্ঠু নির্বাচন নিশ্চিতে সিসি ক্যামেরার মতো প্রযুক্তির ব্যবহারই একমাত্র সমাধান নয় বলে মন্তব্য করেছেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক উপদেষ্টা সুপ্রদীপ চাকমা। তাঁর মতে, এ ক্ষেত্রে সংশ্লিষ্ট সবাইকে নৈতিকভাবে ও মনেপ্রাণে শুদ্ধ হওয়া প্রয়োজন।

মঙ্গলবার (২০ জানুয়ারি) মাগুরা সার্কিট হাউসে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট ২০২৬ বিষয়ক এক মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন। মন্ত্রণালয়য়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।

উপদেষ্টা দেশের মানুষের নেতিবাচক চিন্তা পরিবর্তনের আহ্বান জানান। তিনি গণভোট-২০২৬ এ ‘হ্যাঁ’ জয়যুক্ত করে উন্নয়নের ধারা সচল রাখার ওপর গুরুত্বারোপ করেন। তিনি বলেন, দেশটা আমাদের, তাই মঙ্গলের জন্য আমাদেরই কাজ করতে হবে।

ভোটারদের সচেতন করতে ভিডিও ডকুমেন্টারি প্রদর্শনের পরামর্শ দেন সুপ্রদীপ চাকমা। বিশেষ করে নারী ভোটারদের সচেতনতা ও স্বচ্ছতা বজায় রাখার বিষয়ে তিনি জোর দেন।

সভায় জানানো হয়, মাগুরার দুটি আসনে মোট ভোটার ৮ লাখ ৪৭ হাজার ৪১০ জন। ৩০১টি কেন্দ্রের শতভাগ সিসিটিভি মনিটরিংয়ের আওতায় আনা হয়েছে। প্রচারণার অংশ হিসেবে মাইকিং, লোকসংগীত ও উঠান বৈঠকসহ ৪১১টি কার্যক্রম পরিচালনা করছে জেলা তথ্য অফিস।

জেলা প্রশাসক মো. আব্দুল্লাহ আল মাহমুদের সভাপতিত্বে সভায় পার্বত্য চট্টগ্রাম মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মো. মনিরুল ইসলাম ও পুলিশ সুপার হাবিবুর রহমানসহ উর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

Ad 300x250

সম্পর্কিত