leadT1ad

ইসির শুনানির সপ্তম দিনে আপিল মঞ্জুর ১৮, নামঞ্জুর ১৭

স্ট্রিম প্রতিবেদক
স্ট্রিম প্রতিবেদক
ঢাকা

বাংলাদেশ নির্বাচন কমিশন

সংসদ নির্বাচনে মনোনয়নপত্র বাছাইয়ে রিটার্নিং কর্মকর্তার সিদ্ধান্তের বিরুদ্ধে আপিল শুনানির সপ্তম দিনে ১৮ প্রার্থীর আপিল মঞ্জুর ও ১৭ জন প্রার্থীর আপিল নামঞ্জুর করেছে নির্বাচন কমিশন (ইসি)। শুক্রবার আগারগাঁওয়ের নির্বাচন ভবনের অডিটরিয়ামে আয়োজিত শুনানিতে এ আপিল নিষ্পত্তি করে ইসি।

এ বিষয়ে ইসির জনসংযোগ শাখার পরিচালক রুহুল আমিন মল্লিক জানান, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে মনোনয়নপত্র বাছাইয়ে রিটার্নিং অফিসারের সিদ্ধান্তের বিরুদ্ধে আপিল শুনানির সপ্তম দিনে (শুক্রবার) ৪৩টি আবেদনের শুনানি গ্রহণ করা হয়। এর মধ্যে মনোনয়নপত্র বাতিলের বিরুদ্ধে ১৮টি আপিল আবেদন মঞ্জুর হয়েছে এবং ১৭টি আপিল আবেদন না-মঞ্জুর হয়েছে। কমিশন মনোনয়নপত্র গ্রহণের বিরুদ্ধে ৪টি আপিল না-মঞ্জুর করেছে। শুনানিতে ৪টি আপিল আবেদন অপেক্ষমাণ রাখা হয়েছে।

রুহুল আমিন আরও জানান, আগামীকাল (শনিবার) ৫১১ থেকে ৬১০ নম্বর আপিলের শুনানি অনুষ্ঠিত হবে। রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনের অডিটোরিয়ামে সকাল ১০টা থেকে বিকেল ৫টা পর্যন্ত আপিল শুনানি চলবে।

গ্রহণের বিরুদ্ধে ৪ জনের আপিল না মঞ্জুর

রিটানিং কর্মকর্তা থেকে প্রার্থীর মনোনয়নপত্র বৈধ করার পর বিভিন্ন প্রার্থীর বিরুদ্ধে আপিল করা হয়। ইসির আপিল শুনানির সপ্তম দিনে এই রকম ৪টি আপিল শুনানি করে ইসি। আর ৪টি আপিলই নামঞ্জুর করা হয়। এই ৪টি নামঞ্জুর আপিলের মধ্যে রয়েছে, যশোর-২ আসনের বিএনপি প্রার্থী মোছা. সাবিরা সুলতানার বিরুদ্ধে স্বতন্ত্র প্রার্থী জহুরুল ইসলামের আপিল, নরসিংদী-৩ আসনের স্বতন্ত্র প্রার্থী আরিফ-উল-ইসলাম মৃধার বিরুদ্ধে বিএনপি প্রার্থী মঞ্জুর এলাহির আপিল, কক্সবাজার-৪ আসনে জাতীয়তাবাদী গণতান্ত্রিক আন্দোলনের প্রার্থী সাইফুদ্দিন খালেদের বিরুদ্ধে উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মুহাম্মদ দেলোয়ার হোসেনের আপিল ও সুনামগঞ্জ-৩ আসনের স্বতন্ত্র প্রার্থী আনোয়ার হোসেনের বিরুদ্ধে স্বতন্ত্র প্রার্থী হুসাইন আহমেদের আপিল।

৪ জনের আপিল অপেক্ষমাণ

ইসির সপ্তম দিনের আপিল শুনানিতে ৪ জনের আপিল অপেক্ষমাণ রাখা হয়েছে। এই অপেক্ষমাণ রাখা ৪ জন হলেন, চট্টগ্রাম-৮ আসনের স্বতন্ত্র আজাদ চৌধুরী সিরাজগঞ্জ-৬ আসনের বিএনপির প্রার্থী শফিকুল ইসলাম, যশোর-২ আসনে বাংলাদেশ জামায়াতে ইসলামীর মোহাম্মদ মোসলেহ উদ্দিন ফরিদ ও শেরপুর-২ আসনে বিএনপির মোহাম্মদ ফাহিম চৌধুরী।

Ad 300x250

সম্পর্কিত