leadT1ad

চার দলের সঙ্গে প্রধান উপদেষ্টার বৈঠক শেষ: সাম্প্রতিক বিষয় ও আগামীর পথচলা নিয়ে আলোচনা

স্ট্রিম প্রতিবেদকঢাকা
প্রকাশ : ২২ জুলাই ২০২৫, ২৩: ২৮
চার রাজনৈতিক দলের সঙ্গে বৈঠক করেছেন প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনুস। সংগৃহীত ছবি

রাজধানীর রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় মঙ্গলবার চারটি রাজনৈতিক দলের সঙ্গে প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূসের বৈঠক শেষ হয়েছে। বৈঠকে বিএনপি, জামায়াতে ইসলামী, এনসিপি ও ইসলামী আন্দোলন বাংলাদেশের নেতারা অংশ নেন।

মাইলস্টোন কলেজে সম্প্রতি বিমান বিধ্বস্ত হওয়া এবং মঙ্গলবারে সচিবালয়ে হামলার বিষয়গুলো বৈঠকে উঠে আসে। পাশাপাশি বর্তমান পরিস্থিতি কীভাবে মোকাবিলা করা যায়, তা নিয়ে মতবিনিময় করেন নেতারা।

বৈঠক সূত্রে জানা গেছে, ‘ফ্যাসিবাদের বিরুদ্ধে একই পথ’ বিষয়ে একমত হয়েছেন নেতারা। পরিস্থিতি নিয়ন্ত্রণ ও সামনে এগিয়ে যাওয়ার পথ নিয়ে দলগুলোর মতামত শোনেন প্রধান উপদেষ্টা।

প্রধান উপদেষ্টা বুধবার বিকেল ৩টায় যমুনায় আরও কয়েকটি রাজনৈতিক দলের সঙ্গে বৈঠক করবেন বলে জানা গেছে।

Ad 300x250

সম্পর্কিত