স্ট্রিম প্রতিবেদক

ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ শাসনামলে র্যাবের গুম ও নির্যাতনের ঘটনাস্থল হিসেবে পরিচিত টাস্কফোর্স ফর ইন্টারোগেশন সেল (টিএফআই) পরিদর্শনের অনুমতি পেয়েছেন আসামিপক্ষের আইনজীবীরা।
বুধবার (১৪ জানুয়ারি) চেয়ারম্যান বিচারপতি গোলাম মর্তূজা মজুমদারের নেতৃত্বাধীন তিন সদস্যের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ এই আদেশ দেন। ট্রাইব্যুনালের বাকি সদস্য হলেন– বিচারপতি শফিউল আলম মাহমুদ ও বিচারক মোহিতুল হক এনাম চৌধুরী।
ট্রাইব্যুনালে আসামিপক্ষের আইনজীবী তাবারক হোসেন গুম-সংক্রান্ত একটি মামলায় সাতজনের পক্ষে শুনানি করে আগামী ১৫ দিনের মধ্যে মামলার ঘটনাস্থল পরিদর্শনের অনুমতি চান। ট্রাইব্যুনাল আবেদন মঞ্জুর করে আদেশে বলেন, প্রসিকিউশনকে অবহিত করে আইনজীবীরা টিএফআই সেল পরিদর্শন করতে পারবেন। এ সময় প্রসিকিউশনের প্রতিনিধিরাও চাইলে সেখানে উপস্থিত থাকতে পারবেন।
কেন এই পরিদর্শন
আইনজীবী তাবারক হোসেন সাংবাদিকদের বলেন, ‘প্রসিকিউশন তাদের দাখিল করা আনুষ্ঠানিক অভিযোগপত্রে র্যাবের টিএফআই সেলকে এ মামলার অপরাধের ঘটনাস্থল (প্লেস অব অকারেন্স) হিসেবে উল্লেখ করেছে। তাই ন্যায়বিচারের স্বার্থে আমরা ওই স্থান পরিদর্শনের আবেদন করেছি। ট্রাইব্যুনাল আমাদের বক্তব্য শুনে অনুমতি দিয়েছেন।’
প্রসিকিউটর গাজী এমএইচ তামিম বলেন, আসামিপক্ষের আইনজীবীরা ঘটনাস্থল পরিদর্শনের আবেদন করেন। প্রসিকিউশনের উপস্থিতিতে বা প্রসিকিউশনকে জানিয়ে পরিদর্শনের অনুমতি দিয়েছেন ট্রাইব্যুনাল।
জামিন আবেদন নথিভুক্ত
এদিন মামলার অন্যতম আসামি ব্রিগেডিয়ার জেনারেল জাহাঙ্গীর আলমের জামিন আবেদনও শুনানির তালিকায় ছিল। আইনজীবী তাবারক হোসেন জানান, জাহাঙ্গীর আলম হৃদরোগে আক্রান্ত হওয়ায় তাঁর জামিন চাওয়া হয়েছিল। ট্রাইব্যুনাল আবেদনটি মঞ্জুর বা সরাসরি খারিজ না করে ‘নথিভুক্ত’ রাখার আদেশ দিয়েছেন।

ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ শাসনামলে র্যাবের গুম ও নির্যাতনের ঘটনাস্থল হিসেবে পরিচিত টাস্কফোর্স ফর ইন্টারোগেশন সেল (টিএফআই) পরিদর্শনের অনুমতি পেয়েছেন আসামিপক্ষের আইনজীবীরা।
বুধবার (১৪ জানুয়ারি) চেয়ারম্যান বিচারপতি গোলাম মর্তূজা মজুমদারের নেতৃত্বাধীন তিন সদস্যের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ এই আদেশ দেন। ট্রাইব্যুনালের বাকি সদস্য হলেন– বিচারপতি শফিউল আলম মাহমুদ ও বিচারক মোহিতুল হক এনাম চৌধুরী।
ট্রাইব্যুনালে আসামিপক্ষের আইনজীবী তাবারক হোসেন গুম-সংক্রান্ত একটি মামলায় সাতজনের পক্ষে শুনানি করে আগামী ১৫ দিনের মধ্যে মামলার ঘটনাস্থল পরিদর্শনের অনুমতি চান। ট্রাইব্যুনাল আবেদন মঞ্জুর করে আদেশে বলেন, প্রসিকিউশনকে অবহিত করে আইনজীবীরা টিএফআই সেল পরিদর্শন করতে পারবেন। এ সময় প্রসিকিউশনের প্রতিনিধিরাও চাইলে সেখানে উপস্থিত থাকতে পারবেন।
কেন এই পরিদর্শন
আইনজীবী তাবারক হোসেন সাংবাদিকদের বলেন, ‘প্রসিকিউশন তাদের দাখিল করা আনুষ্ঠানিক অভিযোগপত্রে র্যাবের টিএফআই সেলকে এ মামলার অপরাধের ঘটনাস্থল (প্লেস অব অকারেন্স) হিসেবে উল্লেখ করেছে। তাই ন্যায়বিচারের স্বার্থে আমরা ওই স্থান পরিদর্শনের আবেদন করেছি। ট্রাইব্যুনাল আমাদের বক্তব্য শুনে অনুমতি দিয়েছেন।’
প্রসিকিউটর গাজী এমএইচ তামিম বলেন, আসামিপক্ষের আইনজীবীরা ঘটনাস্থল পরিদর্শনের আবেদন করেন। প্রসিকিউশনের উপস্থিতিতে বা প্রসিকিউশনকে জানিয়ে পরিদর্শনের অনুমতি দিয়েছেন ট্রাইব্যুনাল।
জামিন আবেদন নথিভুক্ত
এদিন মামলার অন্যতম আসামি ব্রিগেডিয়ার জেনারেল জাহাঙ্গীর আলমের জামিন আবেদনও শুনানির তালিকায় ছিল। আইনজীবী তাবারক হোসেন জানান, জাহাঙ্গীর আলম হৃদরোগে আক্রান্ত হওয়ায় তাঁর জামিন চাওয়া হয়েছিল। ট্রাইব্যুনাল আবেদনটি মঞ্জুর বা সরাসরি খারিজ না করে ‘নথিভুক্ত’ রাখার আদেশ দিয়েছেন।

প্রস্তাবিত ‘ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি অধ্যাদেশ’ জারির দাবিতে সাত কলেজের শিক্ষার্থীদের অবরোধ এখনো চলছে। বুধবার (১৪ জানুয়ারি) দুপুর থেকে রাজধানীর বিভিন্ন পয়েন্টে অবরোধ করা শিক্ষার্থীরা এখন জড়ো হয়েছেন সায়েন্সল্যাব মোড়ে।
৩৩ মিনিট আগে
নাট্যকার সেলিম আল দীনের ১৯তম প্রয়াণ দিবস আজ। এ উপলক্ষে বুধবার (১৪ জানুয়ারি) জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে (জাবি) বিভিন্ন কর্মসূচি পালন করা হয়েছে।
১ ঘণ্টা আগে
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (জাকসু) নির্বাচনে দায়িত্ব পালনকালে মৃত্যুবরণকারী চারুকলা বিভাগের শিক্ষক জান্নাতুল ফেরদৌসের স্মরণে বিশ্ববিদ্যালয়ের সিনেট হলের নামকরণ করার সিদ্ধান্ত নিয়েছে প্রশাসন।
১ ঘণ্টা আগে
জনশক্তি রপ্তানিকারক ব্যবসায়ীদের সংগঠন বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব ইন্টারন্যাশনাল রিক্রুটিং এজেন্সিজের (বায়রা) নির্বাচন আয়োজনের অনুমতি দিয়েছে ইসি।
১ ঘণ্টা আগে