leadT1ad

র‌্যাবের ‘আয়নাঘর’ পরিদর্শনে আইনজীবীদের অনুমতি

স্ট্রিম প্রতিবেদক
স্ট্রিম প্রতিবেদক
ঢাকা

প্রকাশ : ১৪ জানুয়ারি ২০২৬, ১৬: ৩৪
আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। সংগৃহীত ছবি

ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ শাসনামলে র‌্যাবের গুম ও নির্যাতনের ঘটনাস্থল হিসেবে পরিচিত টাস্কফোর্স ফর ইন্টারোগেশন সেল (টিএফআই) পরিদর্শনের অনুমতি পেয়েছেন আসামিপক্ষের আইনজীবীরা।

বুধবার (১৪ জানুয়ারি) চেয়ারম্যান বিচারপতি গোলাম মর্তূজা মজুমদারের নেতৃত্বাধীন তিন সদস্যের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ এই আদেশ দেন। ট্রাইব্যুনালের বাকি সদস্য হলেন– বিচারপতি শফিউল আলম মাহমুদ ও বিচারক মোহিতুল হক এনাম চৌধুরী।

ট্রাইব্যুনালে আসামিপক্ষের আইনজীবী তাবারক হোসেন গুম-সংক্রান্ত একটি মামলায় সাতজনের পক্ষে শুনানি করে আগামী ১৫ দিনের মধ্যে মামলার ঘটনাস্থল পরিদর্শনের অনুমতি চান। ট্রাইব্যুনাল আবেদন মঞ্জুর করে আদেশে বলেন, প্রসিকিউশনকে অবহিত করে আইনজীবীরা টিএফআই সেল পরিদর্শন করতে পারবেন। এ সময় প্রসিকিউশনের প্রতিনিধিরাও চাইলে সেখানে উপস্থিত থাকতে পারবেন।

কেন এই পরিদর্শন

আইনজীবী তাবারক হোসেন সাংবাদিকদের বলেন, ‘প্রসিকিউশন তাদের দাখিল করা আনুষ্ঠানিক অভিযোগপত্রে র‍্যাবের টিএফআই সেলকে এ মামলার অপরাধের ঘটনাস্থল (প্লেস অব অকারেন্স) হিসেবে উল্লেখ করেছে। তাই ন্যায়বিচারের স্বার্থে আমরা ওই স্থান পরিদর্শনের আবেদন করেছি। ট্রাইব্যুনাল আমাদের বক্তব্য শুনে অনুমতি দিয়েছেন।’

প্রসিকিউটর গাজী এমএইচ তামিম বলেন, আসামিপক্ষের আইনজীবীরা ঘটনাস্থল পরিদর্শনের আবেদন করেন। প্রসিকিউশনের উপস্থিতিতে বা প্রসিকিউশনকে জানিয়ে পরিদর্শনের অনুমতি দিয়েছেন ট্রাইব্যুনাল।

জামিন আবেদন নথিভুক্ত

এদিন মামলার অন্যতম আসামি ব্রিগেডিয়ার জেনারেল জাহাঙ্গীর আলমের জামিন আবেদনও শুনানির তালিকায় ছিল। আইনজীবী তাবারক হোসেন জানান, জাহাঙ্গীর আলম হৃদরোগে আক্রান্ত হওয়ায় তাঁর জামিন চাওয়া হয়েছিল। ট্রাইব্যুনাল আবেদনটি মঞ্জুর বা সরাসরি খারিজ না করে ‘নথিভুক্ত’ রাখার আদেশ দিয়েছেন।

Ad 300x250

সম্পর্কিত