leadT1ad

চবিতে সংঘর্ষের ঘটনায় ৯৮ জনের নাম উল্লেখ করে মামলা করেছে প্রশাসন

স্ট্রিম সংবাদদাতাচট্টগ্রাম বিশ্ববিদ্যালয়
প্রকাশ : ০২ সেপ্টেম্বর ২০২৫, ১৬: ৩৫
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়। সংগৃহীত ছবি

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে (চবি) সংঘর্ষের ঘটনায় একটি মামলা ও একটি জিডি করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। আজ মঙ্গলবার দুপুর ৩টায় মামলার বিষয়টি নিশ্চিত করেছেন বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার ভারপ্রাপ্ত অধ্যাপক ড. সাইফুল ইসলাম। সংঘর্ষে শিক্ষার্থী আহত হওয়ার ঘটনায় ৯৮ জনের নামে মামলা করা হয়েছে। এতে অজ্ঞাত আসামি করা হয়েছে ১ হাজার। আর চবির নিরাপত্তা দপ্তরের দেশীয় অস্ত্র লুটের ঘটনায় একটি জিডি করা হয়েছে।

মামলার বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার অধ্যাপক ড. সাইফুল ইসলাম বলেন, সংঘর্ষের ঘটনায় একটি মামলা আর একটি জিডি করা হয়েছে। আর আমরা বিশ্ববিদ্যালয়ের পরিস্থিতি স্বাভাবিক করতে যা করার সব করছি। শিক্ষার্থীদের অনুরোধ করবো তারা যেন দ্রুত ক্লাস-পরীক্ষায় ফেরে। শিক্ষার্থীদের পরিস্থিতি স্বাভাবিক করতে তাদের এগিয়ে আসার আহ্বান।

মামলার বিষয়ে জানতে চেয়ে হাটহাজারী থানার ওসি কাউসারকে ফোন দিলে তিনি ফোন কেটে দেন।

বিশ্ববিদ্যালয়ের দুই নম্বর গেট এলাকায় ভাড়া বাসায় দেরিতে ঢোকায় দারোয়ান এক ছাত্রীকে চড় মারেন বলে অভিযোগ ওঠে। এ ঘটনাকে কেন্দ্র করে শনিবার গভীর রাত থেকে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সঙ্গে স্থানীয়দের সংঘর্ষের ঘটনা ঘটে।

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) শিক্ষার্থীদের ওপর হামলার একের পর এক ভিডিও ছড়িয়ে পড়ছে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে। এসব ভিডিওতে দেখা যাচ্ছে, স্থানীয়রা লাঠি–রামদা নিয়ে শিক্ষার্থীদের ওপর হামলা চালাচ্ছেন। কিছু ভিডিওতে আবার হেলমেট ও মুখোশ পরিহিত অজ্ঞাত ব্যক্তিদের সংঘর্ষে অংশ নিতে দেখা গেছে। তারা কারা, কেন তারা ঘটনাস্থলে ছিলেন এ প্রশ্ন ঘিরে শিক্ষার্থীদের মধ্যে তৈরি হয়েছে নতুন রহস্য।

শিক্ষার্থীদের সঙ্গে স্থানীয়দের সংঘর্ষের ঘটনায় জারি করা ১৪৪ ধারার মেয়াদ আরও একদিন বাড়িয়ে মঙ্গলবার রাত ১২টা পর্যন্ত করা হয়েছে। সোমবার (১ সেপ্টেম্বর) হাটহাজারী উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) মুহাম্মদ আব্দুল্লাহ আল মুমিনের দপ্তর থেকে এ তথ্য জানানো হয়।

গত শনি ও রোববার চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) শিক্ষার্থী ও স্থানীয়দের মধ্যে সংঘর্ষের ঘটনায় জড়িতদের বিরুদ্ধে মামলা দায়েরসহ ৮ সিদ্ধান্ত নিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।

সোমবার (১ সেপ্টেম্বর) বিশ্ববিদ্যালয় সিনেট কক্ষে উপাচার্য, দুই উপ-উপাচার্য, ডিন ও সিন্ডিকেট সদস্যদের নিয়ে এক জরুরি সভা অনুষ্ঠিত হয়। সভা থেকে জড়িতদের বিরুদ্ধে মামলা দায়েরসহ আট দফা সিদ্ধান্ত নেওয়া হয়।

Ad 300x250

জাকসু স্থগিত চেয়ে নয়, প্রার্থিতা ফিরে পেতে রিট অমর্ত্য রায়ের

সেই পাহাড়িয়াদের কথা শুনলেন মানবাধিকারকর্মীরা, ভূমি কমিশন গঠনের তাগিদ

এবার দুর্গাপূজায় কোনো মেলা বসবে না: স্বরাষ্ট্র উপদেষ্টা

ডাকসু নির্বাচন: অস্ত্র বহনে নিষেধাজ্ঞাসহ সর্বসাধারণের জন্য ডিএমপির বিশেষ নির্দেশনা

হরতাল-অবরোধে অচল বাগেরহাট, আদালত ও নির্বাচন কার্যালয়ে তালা

সম্পর্কিত