leadT1ad

এই মুহূর্তে রায় এলো হাসিনার ফাঁসি হলো, হাইকোর্টের সামনে স্লোগান

তাৎক্ষণিকভাবে কয়েকজন মোনাজাতও করেন। স্ট্রিম ছবি

মানবতাবিরোধী অপরাধের দায়ে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার মৃত্যদণ্ডের রায়ের পর হাইকোর্টের সামনে সন্তুষ্টি প্রকাশ করেছেন উপস্থিত জনতা। সেখানে তাৎক্ষণিকভাবে কয়েকজন মোনাজাতও করেছেন।

সোমবার (১৭ নভেম্বর) দুপুর ৩টার দিকে হাইকোর্টের মাজার গেটের সামনে উপস্থিত শতাধিক মানুষ জড়ো হন।

এসময় তারা ‘এই মুহূর্তে রায় এল খুনি হাসিনার ফাঁসি হলো’; ‘ফাঁসি ফাঁসি ফাঁসি চাই, খুনি হাসিনার ফাঁসি চাই’; ‘রশি লাগলে রশি নে, খুনী হাসিনার ফাঁসি দে’ প্রভৃতি স্লোগান দেন।

রায় ঘোষণার পর ইনকিলাব মঞ্চের ওসমান হাদী প্রতিক্রিয়ায় বলেন, ‘ঐতিহাসিক রায়, বাংলাদেশ তো বটেই বিশ্বের ইতিহাসে এই রায় ঐতিহাসিক। রায় ঘোষণার সময় পাশে শহীদ পরিবার কান্না করছিলেন। আমরা শিগগিরই আনুষ্ঠানিক প্রতিক্রিয়া জানাব।’

Ad 300x250
সর্বাধিক পঠিত

সম্পর্কিত