leadT1ad

স্বরাষ্ট্র মন্ত্রণালয়কে ইসির চিঠি

জামায়াতের আমিরসহ ৭ নেতাকে নিরাপত্তা দেওয়ার নির্দেশ

স্ট্রিম প্রতিবেদক
স্ট্রিম প্রতিবেদক

প্রকাশ : ২০ জানুয়ারি ২০২৬, ১৭: ৪২
নির্বাচন কমিশন

বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমানসহ ৭ জন নেতাকে নিরাপত্তা দেওয়ার নির্দেশ দিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। সম্প্রতি এ-সংক্রান্ত চিঠি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিবকে পাঠানো হয়েছে।

ইসির উপসচিব মোহাম্মদ মনির হোসেনের স্বাক্ষরিত চিঠিতে বলা হয়, বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল ও কেন্দ্রীয় প্রচার ও মিডিয়া বিভাগের প্রধান এডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট উপলক্ষে বাংলাদেশ জামায়াতে ইসলামীর ৭ নেতা এবং জাতীয় সংসদ সদস্যপ্রার্থীর উপযুক্ত নিরাপত্তাব্যবস্থা গ্রহণ করার জন্য প্রধান নির্বাচন কমিশনার বরাবর আবেদন করেছেন। দাখিলক্ত আবেদনের বিষয়ে পরবর্তী প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য নির্দেশক্রমে অনুরোধ করা হলো।

চিঠিতে আরো বলা হয়, বাংলাদেশ জামায়াতে ইসলামীর পক্ষ থেকে নিরাপত্তা চাওয়া ৭ নেতা হলেন, দলটির আমীর ডা. শফিকুর রহমান, দলটির নায়েবে আমীর ডা. সৈয়দ আবদুল্লাহ মো. তাহের, এ টি এম আজহারুল ইসলাম, সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার, নায়েবে আমির অধ্যাপক মুজিবুর রহমান, সহকারী সেক্রেটারি জেনারেল ড. হামিদুর রহমান আযাদ ও মাওলানা রফিকুল ইসলাম খান।

Ad 300x250
সর্বাধিক পঠিত

সম্পর্কিত