leadT1ad

কক্সবাজারে সেন্ট মার্টিনগামী জাহাজে আগুন

ইউএনবি
ইউএনবি

প্রকাশ : ২৭ ডিসেম্বর ২০২৫, ১০: ৫৯
সেন্ট মার্টিনগামী জাহাজে আগুন। ছবি: সংগৃহীত

কক্সবাজারে সেন্ট মার্টিনগামী একটি পর্যটকবাহী জাহাজে আগুনের ঘটনা ঘটেছে। শনিবার (২৭ ডিসেম্বর) সকাল ৭টার দিকে কক্সবাজার জেলা শহরের নুনিয়াছড়া এলাকায় বিআইডব্লিউটিএ জেটিতে নোঙর করা ‘দ্য আটলান্টিক ক্রুজ’ জাহাজে আগুন লাগে। তবে ওই সময় জাহাজে কোনো পর্যটক না থাকায় হতাহতের ঘটনা ঘটেনি।

বাংলাদেশ সি ক্রুজ অপারেটর ওনার্স অ্যাসোসিয়েশন (স্কোঅ্যাব)-এর সাধারণ সম্পাদক হোসাইন ইসলাম বাহাদুর এ তথ্য নিশ্চিত করে জানান, সকালে জাহাজের ভেতর থেকে ধোঁয়া বের হতে দেখা যায় এবং অল্প সময়ের মধ্যেই আগুনের শিখা দৃশ্যমান হয়।

সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) তানজিলা শারমিন বলেন, সরকারি নির্দেশনা অনুযায়ী পর্যটকদের ওঠানামা তদারকির জন্য স্থানীয় প্রশাসনের সংশ্লিষ্ট কর্মকর্তারা জেটি এলাকায় উপস্থিত ছিলেন। তাঁদের উপস্থিতিতেই আগুনের ঘটনাটি ঘটে।

খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে, আগুনে জাহাজটি সম্পূর্ণভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে।

কক্সবাজারের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট (এডিএম) মো. শহিদুল আলম বলেন, আগুনের কারণ জানতে তদন্ত চলছে।

Ad 300x250

সম্পর্কিত