leadT1ad

জুলাই সনদ বাস্তবায়নের দায় এড়ানোর সুযোগ নেই: প্রাণিসম্পদ উপদেষ্টা

স্ট্রিম ডেস্ক
স্ট্রিম ডেস্ক

প্রকাশ : ১৯ জানুয়ারি ২০২৬, ২১: ১০
গণভোটের প্রচার ও ভোটার উদ্বুদ্ধকরণের লক্ষ্যে আয়োজিত সভায় বক্তব্য দিচ্ছেন ফরিদা আখতার। ছবি: সংগৃহীত

রাজনৈতিক দলগুলোর ঐকমত্যের ভিত্তিতেই জুলাই সনদ গৃহীত হয়েছে। তাই নির্বাচনের মাধ্যমে যে দলই ক্ষমতায় আসুক, এই সনদ বাস্তবায়নের দায় এড়ানোর কোনো সুযোগ নেই বলে মন্তব্য করেছেন মৎস্য ও প্রাণিসম্পদ উপদেষ্টা ফরিদা আখতার।

সোমবার (১৯ জানুয়ারি) ঝালকাঠি জেলা প্রশাসনের শিশু পার্ক প্রাঙ্গণে গণভোটের প্রচার ও ভোটার উদ্বুদ্ধকরণের লক্ষ্যে আয়োজিত সভায় এ কথা বলেন তিনি।

উপদেষ্টা বলেন, ভবিষ্যতে যেন আর কোনো ফ্যাসিবাদী ব্যবস্থা ফিরে না আসে, সে জন্যই এই গণভোট। এটি শুধু প্রার্থী নির্বাচন নয়, বরং জবাবদিহিমূলক রাষ্ট্র গঠনের সুযোগ। তিনি সবাইকে গণভোটে অংশ নিয়ে ‘হ্যাঁ’ জয়ের পক্ষে ভোট দেওয়ার আহ্বান জানান।

ফরিদা আখতার বলেন, ছাত্রদের আকাঙ্ক্ষা থেকেই বর্তমান সরকার গঠিত হয়েছে। তাই জুলাই অভ্যুত্থান ও তরুণদের আকাঙ্ক্ষার বিপরীতে কোনো সিদ্ধান্ত নেওয়া সম্ভব নয়। গণভোটেই সেই আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটবে।

এসময় উপদেষ্টা নারী ভোটারদের কেন্দ্রে আনতে উৎসাহিত করার ওপর জোর দেন। ঝালকাঠির জেলা প্রশাসক মো. মমিন উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠানে সরকারি কর্মকর্তা ও রাজনৈতিক নেতারা উপস্থিত ছিলেন।

Ad 300x250

সম্পর্কিত