leadT1ad

গণভোটের ফলাফলেই নির্ধারিত হবে আগামীর বাংলাদেশ: ফারুক-ই-আজম

স্ট্রিম ডেস্ক
স্ট্রিম ডেস্ক

প্রকাশ : ১৯ জানুয়ারি ২০২৬, ১৮: ০৭
প্রশাসনে কর্মরত কর্মকর্তাদের সঙ্গে কথা বলছেন উপদেষ্টা ফারুক-ই-আজম। ছবি : বাসস

গণভোটের ইতিবাচক ফলাফলের ভিত্তিতেই আগামীর বাংলাদেশের ভবিষ্যৎ নির্ধারিত হবে বলে মন্তব্য করেছেন মুক্তিযুদ্ধ বিষয়ক এবং দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ উপদেষ্টা ফারুক-ই-আজম, বীর প্রতীক। তিনি বৈষম্যহীন দেশ গড়তে সবাইকে গণভোটে ‘হ্যাঁ’ ভোট দেওয়ার আহ্বান জানিয়েছেন।

সোমবার (১৯ জানুয়ারি) জয়পুরহাট জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময়কালে তিনি এ কথা বলেন।

উপদেষ্টা বলেন, জবাবদিহিমূলক প্রশাসন ও স্বাধীন বিচারব্যবস্থা নিশ্চিতে সংস্কার অপরিহার্য। প্রার্থীদের দায়বদ্ধ করতে তৈরি হওয়া ‘জুলাই সনদ’ বাস্তবায়নে ‘হ্যাঁ’ ভোট দেওয়ার ওপর জোর দেন তিনি। তাঁর মতে, সনদের পক্ষে রায় এলেই রাষ্ট্র সত্যিকার অর্থে জনগণের হবে।

ফারুক-ই-আজম বলেন, ‘দলীয় পরিচয় বা ভিন্নমত থাকলেও রাষ্ট্র পরিবর্তনের স্বার্থে সনদের পক্ষে রায় দিন। তাহলে কেউ আর বছরের পর বছর মানুষ হত্যা বা ভোটাধিকার কেড়ে নিতে পারবে না।’ তিনি বলেন, ‘এটা আপনার রাষ্ট্র—ভোট দিয়ে এর চাবি নিজের হাতে নিন।’

জয়পুরহাটের জেলা প্রশাসক মো. আল মামুনের সভাপতিত্বে সভায় পুলিশ সুপার মিনা মাহমুদাসহ প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। পরে উপদেষ্টা সদর উপজেলার দোগাছী গ্রামে আয়োজিত এক উঠান বৈঠকেও বক্তব্য দেন।

Ad 300x250

সম্পর্কিত