
.png)

মুক্তিযুদ্ধ বিষয়ক এবং দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের উপদেষ্টা ফারুক ই আজম বীর প্রতীক বলেছেন, প্রবীণদের প্রতি রাষ্ট্রের আরও মনোযোগী হওয়া উচিত। তিনি বলেন, ‘প্রবীণরা উপেক্ষিত, সমাজে তারা অপাঙ্ক্তেয়র মতো থাকছে। এর দায় আমাদেরকেই নিতে হবে, কারণ এই রাষ্ট্র, এই সমাজ আমরাই তৈরি করেছি।’

জুলাই গণঅভ্যুত্থানে আহতদের প্রকাশিত গেজেট তালিকা থেকে ১২৮ জনের নাম বাদ দিয়েছে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়। বুধবার (২৯ অক্টোবর) মন্ত্রণালয় থেকে পাঠানো এক বিবৃতিতে জানিয়েছে, কিছু কিছু জুলাই-যোদ্ধা আহত নন, আন্দোলনে সম্পৃক্ত থেকে আহত হননি এবং কয়েক জনের নামে একাধিক গেজেট প্রকাশিত হয়েছে।