leadT1ad

জকসু নির্বাচন: শিবির ও ছাত্রদল প্যানেলের পাল্টাপাল্টি অভিযোগ

স্ট্রিম সংবাদদাতা
স্ট্রিম সংবাদদাতা
জগন্নাথ বিশ্ববিদ্যালয়

প্রকাশ : ০৬ জানুয়ারি ২০২৬, ১৬: ০২
ভাষাশহীদ রফিক ভবনের নিচতলায় পৃথক সংবাদ সম্মেলন করছেন অদম্য জবিয়ান প্যানেলের ভিপি প্রার্থী রিয়াজুল ইসলাম এবং ঐক্যবদ্ধ নির্ভিক জবিয়ান প্যানেলের ভিপি প্রার্থী এ কে এম রাকিব। স্ট্রিম ছবি

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে আজ মঙ্গলবার (৬ জানুয়ারি) কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ (জকসু) নির্বাচনে ছাত্রদলের বিরুদ্ধে ভোটকেন্দ্রে বিশৃঙ্খলা ও ভোটারদের প্রভাবিত করার অভিযোগ তুলেছে ছাত্রশিবির সমর্থিত অদম্য জবিয়ান ঐক্য প্যানেল। অন্যদিকে শিবিরকর্মীদের বিরুদ্ধে ব্যালট নম্বরের টোকেন নিয়ে ভোটকেন্দ্রের ভেতরে প্রবেশের অভিযোগ তুলেছে ছাত্রদল সমর্থিত প্যানেল ‘ঐক্যবদ্ধ নির্ভীক জবিয়ান’।

ভাষাশহীদ রফিক ভবনের নিচতলায় পৃথক সংবাদ সম্মেলনে অদম্য জবিয়ান প্যানেলের ভিপি প্রার্থী রিয়াজুল ইসলাম এবং ঐক্যবদ্ধ নির্ভিক জবিয়ান প্যানেলের ভিপি প্রার্থী এ কে এম রাকিব এসব অভিযোগ করেন।

সংবাদ সম্মেলনে রিয়াজুল ইসলাম বলেন, ভোট শুরু হওয়ার কিছুক্ষণ পরেই ছাত্রদলের কর্মীরা বিশ্ববিদ্যালয়ের মেইন গেটে বিশৃঙ্খলা সৃষ্টি করে। আমাদের প্যানেলের পক্ষ থেকে ভোটার স্লিপ বিতরণ করতে গেলে ছাত্রদলের কর্মীরা আমাদের কর্মীদের হেনস্তা করে। বিষয়টি পুলিশ প্রশাসনকে জানানো হলেও তারা পরিস্থিতি নিয়ন্ত্রণে ব্যর্থ হয়।

তিনি আরও বলেন, ভোট দেওয়ার পর কেন্দ্র পরিদর্শনের জন্য পদার্থবিজ্ঞান বিভাগে গিয়ে দেখা যায়, ছাত্রদলের পোলিং এজেন্টরা শিক্ষার্থীদের ছাত্রদল সমর্থিত প্যানেলে ভোট দিতে প্ররোচনা দিচ্ছে। এমনকি নারী শিক্ষার্থীদের কাছ থেকে শিবির সমর্থিত প্যানেলের ভোটার চিরকুট কেড়ে নিচ্ছে।

ছাত্রদলের পোলিং এজেন্টরা দর্শন বিভাগেও শিক্ষার্থীদের হাতে নিজেদের প্যানেলের তালিকা দিচ্ছে অভিযোগ করে তিনি বলেন, ‘আমাদের পোলিং এজেন্ট এতে বাধা দিলে তাকে মারধরের হুমকি দেওয়া হয়। পরে শিক্ষক সমিতির সভাপতি ও সাধারণ সম্পাদকের সহায়তায় পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে।’

রিয়াজুল ইসলাম নির্বাচন নিয়ে আশঙ্কা প্রকাশ করে বলেন, ভোট গণনার সময় ছাত্রদল বড় ধরনের বিশৃঙ্খলা সৃষ্টি করতে পারে। গণমাধ্যমে আমরা জানতে পেরেছি যে, ছাত্রদলের বহিরাগত ক্যাডাররা ক্যাম্পাসের আশপাশে অবস্থান করছে, এতে পরিস্থিতি আরও অস্থিতিশীল হতে পারে।

রিয়াজুল ইসলাম আরও বলেন, ‘বিষয়টি নির্বাচন কমিশনকে জানানো হলে কমিশনের পক্ষ থেকে বলা হয় যে, এ ধরনের কোনো অভিযোগ এখনও পাওয়া যায়নি; তবে অভিযোগ পেলে ব্যবস্থা নেওয়া হবে।’

ব্যালট নম্বরের টোকেন নিয়ে বুথে প্রবেশের অভিযোগ ছাত্রদল সমর্থিত প্যানেলের

সংবাদ সম্মেলনে ছাত্রদল সমর্থিত প্যানেলের ভিপি প্রার্থী এ কে এম রাকিব বলেন, ‘নির্বাচনের সময় আমরা দেখতে পাই, একটি নির্দিষ্ট প্যানেলের কয়েকজন ব্যালট নম্বরের টোকেন নিয়ে ভোটকেন্দ্রের ভেতরে প্রবেশ করেছে। বিষয়টি আমাদের কাছে সন্দেহজনক মনে হলে আমরা তাৎক্ষণিকভাবে নির্বাচন কমিশনের দৃষ্টি আকর্ষণ করি। কিন্তু কমিশনের পক্ষ থেকে শুরুতে বিষয়টি অস্বীকার করা হয় এবং বলা হয়, এ ধরনের কোনো ঘটনা ঘটেনি। পরে অবশ্য প্রমাণ উপস্থাপন করলে নির্বাচন কমিশন সব প্যানেলের প্রতিনিধিদের ব্যালট নম্বরের টোকেন নিয়ে বুথের ভেতরে প্রবেশের অনুমতি দেয়।’

কিন্তু ভোটগ্রহণের শুরুর দিকে ছাত্রদল সমর্থিত প্যানেলের কাউকে টোকেন নিয়ে ভেতরে ঢুকতে না দেওয়ায় তাদের সঙ্গে বৈষম্য করা হয়েছে বলেও অভিযোগ করেন তিনি।

কোন প্যানেল ব্যালট নম্বরের টোকেন নিয়ে প্রবেশ করেছে এই বিষয়ে জানতে চাইলে এ কে এম রাকিব বলেন, ‘শহীদ সাজিদ ভবন থেকে আমাদের এজেন্টরা এ তথ্য জানিয়েছেন। কোন প্যানেলের নাম আপাতত জানি না।’

এবারের জকসু ও হল সংসদ নির্বাচনে মোট ভোটার সংখ্যা ১৬ হাজার ৩৬৫ । নির্বাচন কমিশনের তথ্য অনুযায়ী, বিশ্ববিদ্যালয়ের ৩৯টি কেন্দ্রে ১৭৮টি বুথে ভোটগ্রহণ করা হচ্ছে।

নির্বাচনে মোট ২১টি পদে প্রতিদ্বন্দ্বিতা করছে ১৫৭ প্রার্থী এবং হল সংসদের ১৩ পদে ৩৩ প্রার্থী। হলের শিক্ষার্থীদের হল সংসদে ভোট দেওয়ার পাশাপাশি কেন্দ্রীয় সংসদের জন্য আলাদাভাবে ভোট দিতে হচ্ছে।

আজ সকাল ৯টা থেকে ভোটগ্রহণ শুরু হয়ে বিকেল সাড়ে ৩টায় ভোটগ্রহণ শেষ হয়েছে।

Ad 300x250

সম্পর্কিত