leadT1ad

শিক্ষাপ্রতিষ্ঠানে সরস্বতী পূজা উদ্‌যাপন, বড় আয়োজন জগন্নাথ হলে

স্ট্রিম প্রতিবেদক
স্ট্রিম প্রতিবেদক
ঢাকা

প্রকাশ : ২৩ জানুয়ারি ২০২৬, ১৫: ২৯
রাজধানীর মধ্যে সবচেয়ে বড় আয়োজন হয় ঢাকা বিশ্ববিদ্যালয়ের জগন্নাথ হলে। ছবি:সংগৃহীত

রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে সনাতন ধর্মাবলম্বীদের ধর্মীয় উৎসব সরস্বতী পূজা উদ্‌যাপন করা হচ্ছে। প্রতি বছরের মতো এবারও ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) জগন্নাথ হলে বড় আয়োজন করা হয়েছে। হলটিতে অন্তত ৭০টি পূজা মণ্ডপ স্থাপন করা হয়েছে।

মণ্ডপে মণ্ডপে বাণী অর্চনা, আরতি ও পুষ্পাঞ্জলি চলছে। ভক্তরা জ্ঞান ও বিদ্যার দেবী সরস্বতীর কৃপা পেতে আরাধনা করছেন। অন্যদিকে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে ৩৬টি মণ্ডপে দেবী সরস্বতীর পূজা অনুষ্ঠিত হচ্ছে।

জগন্নাথ হল সূত্রে জানা গেছে, রাজধানীর মধ্যে সবচেয়ে বড় আয়োজন এখানেই হয়। এবারও ৭০টির বেশি মণ্ডপ রয়েছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী ছাড়াও রাজধানীর বিভিন্ন এলাকার মানুষ পুণ্যার্থী হিসেবে এসেছেন। আজ সকাল ৯টায় পূজার আনুষ্ঠানিকতা শুরু হয়।

মণ্ডপে মণ্ডপে বাণী অর্চনা, আরতি ও পুষ্পাঞ্জলি চলছে।
মণ্ডপে মণ্ডপে বাণী অর্চনা, আরতি ও পুষ্পাঞ্জলি চলছে।

হলের মাঠে বিভিন্ন অনুষদ, বিভাগ ও ইনস্টিটিউটের মণ্ডপ দেখা গেছে। মণ্ডপগুলো নানা কারুকাজে সাজানো হয়েছে। হলের পুকুরে স্থাপন করা হয়েছে সবচেয়ে বড় সরস্বতী প্রতিমা। চারুকলা অনুষদের শিক্ষার্থীদের তৈরি এই প্রতিমা প্রতি বছর পুণ্যার্থীদের নজর কাড়ছে।

ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটির শিক্ষার্থী বিত্তজিৎ বলেন, ‘কলেজে পড়ার সময় থেকেই আমি জগন্নাথ হলে আসি। এটি আমার আবেগের জায়গা। আয়োজকেরা খুব আন্তরিকতার সঙ্গে আপ্যায়ন করেন।’

বেগমবাজার থেকে আসা এক দর্শনার্থী বলেন, তিনি প্রতি বছরই স্বামী ও সন্তানদের নিয়ে এখানে আসেন। মণ্ডপগুলোর সজ্জা তাঁর খুব ভালো লাগে।

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে ৩৬টি মণ্ডপে দেবী সরস্বতীর পূজা অনুষ্ঠিত হচ্ছে। ছবি: সংগৃহীত
জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে ৩৬টি মণ্ডপে দেবী সরস্বতীর পূজা অনুষ্ঠিত হচ্ছে। ছবি: সংগৃহীত

জগন্নাথ বিশ্ববিদ্যালয় সংবাদদাতা জানিয়েছেন, শুক্রবার সকাল থেকে বিশ্ববিদ্যালয় প্রাঙ্গণে বাণী অর্চনা ও আরতি চলছে। শিক্ষার্থীরা পুষ্পাঞ্জলি দিয়ে সরস্বতীর আরাধনা করছেন।

জগন্নাথ বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস আলপনা ও আলোকসজ্জায় রঙিন হয়েছে। ক্যাম্পাসের কাঁঠালতলা, শান্ত চত্বর ও সাজিদ একাডেমিক ভবনের নিচে মণ্ডপ সাজানো হয়েছে। এ ছাড়া বিজ্ঞান অনুষদ, কলা ভবন ও সামাজিক বিজ্ঞান অনুষদের সামনেও পূজা চলছে।

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়সহ দেশের বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে সরস্বতী পূজার আনন্দ ছড়িয়ে পড়েছে। উৎসবমুখর পরিবেশে শিক্ষার্থীরা দেবী আরাধনায় মগ্ন রয়েছেন।

Ad 300x250
সর্বাধিক পঠিত

সম্পর্কিত