স্ট্রিম প্রতিবেদক

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের নির্বাচনকে ৫ আগস্ট-পরবর্তী সময়ে দেশে প্রকৃত গণতান্ত্রিক ধারা পুনঃপ্রতিষ্ঠা এবং কাঙ্ক্ষিত নির্বাচন-সংস্কারের সিদ্ধান্তের নির্বাচন বলে উল্লেখ করেছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন।
আজ বৃহস্পতিবার সন্ধ্যা ছয়টায় বাংলাদেশ টেলিভিশন ও বাংলাদেশ বেতারে সিইসির রেকর্ড করা তাফসদিল ঘোষণার ভাষণে তিনি এই মন্তব্য করেন।
তফসিল ঘোষণার ভাষণে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) দেশের ইতিহাস, গণতান্ত্রিক ধারা ও অবাধ নির্বাচনের গুরুত্ব তুলে ধরেছেন।
সিইসি বলেন, বিভিন্ন কারণে এবারের নির্বাচন জাতীয় ইতিহাসে বিশেষভাবে গুরুত্বপূর্ণ। প্রথমত, প্রকৃত গণতান্ত্রিক ধারা পুনঃপ্রতিষ্ঠা এবং কাঙ্ক্ষিত নির্বাচন-সংস্কারের সিদ্ধান্তের নির্বাচন এটি। দ্বিতীয়ত, সংশ্লিষ্ট সব রাষ্ট্রীয় ও গণতান্ত্রিক প্রতিষ্ঠানের সক্ষমতা প্রদর্শন এবং ভাবমূর্তি পুনরুদ্ধারের একটি বড় সুযোগ তৈরি হয়েছে। তৃতীয়ত, দীর্ঘ রাজনৈতিক আন্দোলন ও গণতান্ত্রিক সংগ্রামের প্রেক্ষাপটে রাজনৈতিক দলগুলোর মধ্যে সৌহার্দ্যপূর্ণ গণতান্ত্রিক চর্চা প্রতিষ্ঠার এক প্রয়োজনীয় দাবি হয়ে উঠেছে এই নির্বাচন।
সিইসি আরও বলেন, প্রায় অকার্যকর হয়ে পড়া ডাকযোগে ভোট প্রদান (পোস্টাল ব্যালট) পদ্ধতিকে সংস্কার করে এবার আরও কার্যকর করা হচ্ছে। প্রথমবারের মতো পোস্টাল ব্যালটের আওতায় আসছেন দেশব্যাপী কর্মরত সরকারি কর্মকর্তা-কর্মচারী, নির্বাচন-সংশ্লিষ্ট দায়িত্বপ্রাপ্ত ব্যক্তিবর্গ, বিদেশে কর্মরত প্রবাসী বাংলাদেশি ভোটার, এবং আইনি হেফাজতে থাকা নিবন্ধিত ভোটাররা।
ভোটারদের প্রতি আহ্বান জানিয়ে সিইসি বলেন, দায়িত্ববোধের সঙ্গে নির্ভয়ে ভোট দিতে হবে। একই সঙ্গে তিনি কৃত্রিম বুদ্ধিমত্তার অপব্যবহারের বিষয়ে সতর্ক করেন। তার মতে, সামাজিক যোগাযোগমাধ্যমে এআই-নির্ভর বিভ্রান্তিমূলক তথ্য, অপপ্রচার ও নারীদের বিরুদ্ধে বিদ্বেষমূলক কনটেন্ট নির্বাচনকে কলুষিত করছে। তিনি জানান, প্রচলিত আইনের আওতায় এসব প্রতিরোধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
সিইসি জনগণকে অসত্য ও অসৎ উদ্দেশ্যে প্রচারিত তথ্য গ্রহণ বা শেয়ার না করার অনুরোধ জানান। সিইসি মনে করিয়ে দেন, মিথ্যা তথ্য শেয়ার করাও দণ্ডনীয় অপরাধ।
রাজনৈতিক দল এবং প্রার্থীদের প্রতি সিইসির আহ্বান—আচরণবিধি মেনে শান্তিপূর্ণ, উৎসবমুখর এবং গ্রহণযোগ্য নির্বাচন নিশ্চিত করতে হবে। তিনি বলেন, ‘শান্তিপূর্ণ সহাবস্থান ও পারস্পরিক শ্রদ্ধাবোধ নিশ্চিত করে ভোটারদের বিশ্বাস ও আস্থা অর্জনই হোক আপনাদের লক্ষ্য।’
আগামী ১২ ফেব্রুয়ারি জাতীয় সংসদ নির্বাচন এবং গণভোট অনুষ্ঠিত হবে বলে ঘোষণা করেছেন ইসি।
ঘোষিত তফসিল অনুযায়ী, নির্বাচনে মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ তারিখ আগামী ২৯ ডিসেম্বর। মনোনয়নপত্র বাছাই হবে ৩০ ডিসেম্বর থেকে ৪ জানুয়ারি পর্যন্ত। আপিল করা যাবে ১১ জানুয়ারি পর্যন্ত। কমিশনে দায়ের করা আপিল নিষ্পত্তির তারিখ ১২ থেকে ১৮ জানুয়ারি। প্রার্থিতা প্রত্যাহারের শেষ তারিখ ২০ জানুয়ারি।
রিটার্নিং কর্মকর্তা কর্তৃক চূড়ান্ত তালিকা প্রকাশ এবং প্রতীক বরাদ্দ করা হবে ২১ জানুয়ারি। নির্বাচনের প্রচার শুরু ২২ জানুয়ারি থেকে। ভোট গ্রহণের ৪৮ ঘণ্টা আগ পর্যন্ত অর্থাৎ, ১০ ফেব্রুয়ারি সকাল পর্যন্ত প্রচার চালানো যাবে।
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে মোট ভোটার ১২ কোটি ৭৬ লাখের বেশি। প্রবাসী বাংলাদেশিরা এবার পোস্টাল ব্যালটে ভোট দেওয়ার সুযোগ পাচ্ছেন। এখন পর্যন্ত ৩ লাখের বেশি প্রবাসী ভোট দিতে নিবন্ধন করেছেন। প্রথমিকভাবে ইসি পোস্টাল ব্যালটে এবার ১০ লাখ ভোটের আশা করছে।

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের নির্বাচনকে ৫ আগস্ট-পরবর্তী সময়ে দেশে প্রকৃত গণতান্ত্রিক ধারা পুনঃপ্রতিষ্ঠা এবং কাঙ্ক্ষিত নির্বাচন-সংস্কারের সিদ্ধান্তের নির্বাচন বলে উল্লেখ করেছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন।
আজ বৃহস্পতিবার সন্ধ্যা ছয়টায় বাংলাদেশ টেলিভিশন ও বাংলাদেশ বেতারে সিইসির রেকর্ড করা তাফসদিল ঘোষণার ভাষণে তিনি এই মন্তব্য করেন।
তফসিল ঘোষণার ভাষণে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) দেশের ইতিহাস, গণতান্ত্রিক ধারা ও অবাধ নির্বাচনের গুরুত্ব তুলে ধরেছেন।
সিইসি বলেন, বিভিন্ন কারণে এবারের নির্বাচন জাতীয় ইতিহাসে বিশেষভাবে গুরুত্বপূর্ণ। প্রথমত, প্রকৃত গণতান্ত্রিক ধারা পুনঃপ্রতিষ্ঠা এবং কাঙ্ক্ষিত নির্বাচন-সংস্কারের সিদ্ধান্তের নির্বাচন এটি। দ্বিতীয়ত, সংশ্লিষ্ট সব রাষ্ট্রীয় ও গণতান্ত্রিক প্রতিষ্ঠানের সক্ষমতা প্রদর্শন এবং ভাবমূর্তি পুনরুদ্ধারের একটি বড় সুযোগ তৈরি হয়েছে। তৃতীয়ত, দীর্ঘ রাজনৈতিক আন্দোলন ও গণতান্ত্রিক সংগ্রামের প্রেক্ষাপটে রাজনৈতিক দলগুলোর মধ্যে সৌহার্দ্যপূর্ণ গণতান্ত্রিক চর্চা প্রতিষ্ঠার এক প্রয়োজনীয় দাবি হয়ে উঠেছে এই নির্বাচন।
সিইসি আরও বলেন, প্রায় অকার্যকর হয়ে পড়া ডাকযোগে ভোট প্রদান (পোস্টাল ব্যালট) পদ্ধতিকে সংস্কার করে এবার আরও কার্যকর করা হচ্ছে। প্রথমবারের মতো পোস্টাল ব্যালটের আওতায় আসছেন দেশব্যাপী কর্মরত সরকারি কর্মকর্তা-কর্মচারী, নির্বাচন-সংশ্লিষ্ট দায়িত্বপ্রাপ্ত ব্যক্তিবর্গ, বিদেশে কর্মরত প্রবাসী বাংলাদেশি ভোটার, এবং আইনি হেফাজতে থাকা নিবন্ধিত ভোটাররা।
ভোটারদের প্রতি আহ্বান জানিয়ে সিইসি বলেন, দায়িত্ববোধের সঙ্গে নির্ভয়ে ভোট দিতে হবে। একই সঙ্গে তিনি কৃত্রিম বুদ্ধিমত্তার অপব্যবহারের বিষয়ে সতর্ক করেন। তার মতে, সামাজিক যোগাযোগমাধ্যমে এআই-নির্ভর বিভ্রান্তিমূলক তথ্য, অপপ্রচার ও নারীদের বিরুদ্ধে বিদ্বেষমূলক কনটেন্ট নির্বাচনকে কলুষিত করছে। তিনি জানান, প্রচলিত আইনের আওতায় এসব প্রতিরোধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
সিইসি জনগণকে অসত্য ও অসৎ উদ্দেশ্যে প্রচারিত তথ্য গ্রহণ বা শেয়ার না করার অনুরোধ জানান। সিইসি মনে করিয়ে দেন, মিথ্যা তথ্য শেয়ার করাও দণ্ডনীয় অপরাধ।
রাজনৈতিক দল এবং প্রার্থীদের প্রতি সিইসির আহ্বান—আচরণবিধি মেনে শান্তিপূর্ণ, উৎসবমুখর এবং গ্রহণযোগ্য নির্বাচন নিশ্চিত করতে হবে। তিনি বলেন, ‘শান্তিপূর্ণ সহাবস্থান ও পারস্পরিক শ্রদ্ধাবোধ নিশ্চিত করে ভোটারদের বিশ্বাস ও আস্থা অর্জনই হোক আপনাদের লক্ষ্য।’
আগামী ১২ ফেব্রুয়ারি জাতীয় সংসদ নির্বাচন এবং গণভোট অনুষ্ঠিত হবে বলে ঘোষণা করেছেন ইসি।
ঘোষিত তফসিল অনুযায়ী, নির্বাচনে মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ তারিখ আগামী ২৯ ডিসেম্বর। মনোনয়নপত্র বাছাই হবে ৩০ ডিসেম্বর থেকে ৪ জানুয়ারি পর্যন্ত। আপিল করা যাবে ১১ জানুয়ারি পর্যন্ত। কমিশনে দায়ের করা আপিল নিষ্পত্তির তারিখ ১২ থেকে ১৮ জানুয়ারি। প্রার্থিতা প্রত্যাহারের শেষ তারিখ ২০ জানুয়ারি।
রিটার্নিং কর্মকর্তা কর্তৃক চূড়ান্ত তালিকা প্রকাশ এবং প্রতীক বরাদ্দ করা হবে ২১ জানুয়ারি। নির্বাচনের প্রচার শুরু ২২ জানুয়ারি থেকে। ভোট গ্রহণের ৪৮ ঘণ্টা আগ পর্যন্ত অর্থাৎ, ১০ ফেব্রুয়ারি সকাল পর্যন্ত প্রচার চালানো যাবে।
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে মোট ভোটার ১২ কোটি ৭৬ লাখের বেশি। প্রবাসী বাংলাদেশিরা এবার পোস্টাল ব্যালটে ভোট দেওয়ার সুযোগ পাচ্ছেন। এখন পর্যন্ত ৩ লাখের বেশি প্রবাসী ভোট দিতে নিবন্ধন করেছেন। প্রথমিকভাবে ইসি পোস্টাল ব্যালটে এবার ১০ লাখ ভোটের আশা করছে।

রাজশাহীর তানোরে গভীর নলকূপের জন্য খোঁড়া গর্তে পড়ে যাওয়া শিশু সাজিদকে উদ্ধার করা হয়েছে। গর্তে পড়ার প্রায় ৩২ ঘণ্টা পা আজ বৃহস্পতিবার (১১ ডিসেম্বর) রাত ৯টার দিকে অচেতন অবস্থান তাকে উদ্ধার করেন ফায়ার সার্ভিসের সদস্যরা।
৪ মিনিট আগে
তফসিল ঘোষণার পর দাবি-দাওয়া নিয়ে রাস্তায় নামলেই কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। তিনি বলেন, গত ১৬ মাসে ২ হাজারের মতো আন্দোলন হয়েছে, সরকার সেখানে যথেষ্ট ধৈর্যের পরিচয় দিয়েছে।
২ ঘণ্টা আগে
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের তফসিল ঘোষণায় নির্বাচন কমিশনকে (ইসি) অভিনন্দন জানিয়েছেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। তিনি এই ঘোষণাকে বাংলাদেশের গণতান্ত্রিক অভিযাত্রার গুরুত্বপূর্ণ মাইলফলক হিসেবে অভিহিত করেছেন।
২ ঘণ্টা আগে
রাজশাহীর তানোরে গভীর নকল কূপের জন্য খোঁড়া গর্তে পড়ে যাওয়া শিশু সাজিদের বাঁচার আর আশা নেই। বন্ধ করে দেওয়া হয়েছে সরু গর্তের ভেতর অক্সিজেন সরবরাহ। ৩৫ ফুটের পর গর্তের মাটি জমে যাওয়ায় তার নিচে অক্সিজেন পাঠানোও সম্ভব নয় বলে জানিয়েছে ফায়ার সার্ভিস।
২ ঘণ্টা আগে