leadT1ad

টেক্সটাইল মিল বন্ধের কর্মসূচি স্থগিত, সমস্যা সমাধানের আশ্বাস

স্ট্রিম প্রতিবেদক
স্ট্রিম প্রতিবেদক
ঢাকা

ছবি: সংগৃহীত

স্পিনিং ও টেক্সটাইল খাতের চলমান সংকট দ্রুত সমাধানে আশ্বাস দিয়েছে সরকার। এরই প্রেক্ষিতে বাংলাদেশ টেক্সটাইল মিলস এসোসিয়েশন (বিটিএমএ) আগামী ১ ফেব্রুয়ারি থেকে সব টেক্সটাইল মিল বন্ধ রাখার পূর্বঘোষিত কর্মসূচি স্থগিত করেছে।

বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায় বিটিএমএ।

বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, গত মঙ্গলবার বাণিজ্য মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে বাণিজ্য উপদেষ্টা শেখ বশির উদ্দিনের সভাপতিত্বে তৈরি পোশাক ও টেক্সটাইল খাতের বিদ্যমান সমস্যা নিরসনে এক সভা অনুষ্ঠিত হয়। সভায় স্পিনিং খাতের সমস্যাগুলো নিয়ে পর্যালোচনা করা হয়। বাণিজ্য উপদেষ্টা দাবিগুলোর যৌক্তিকতা স্বীকার করে, রপ্তানি ও শিল্পখাতে এ খাতের কৌশলগত গুরুত্ব তুলে ধরেন। একই সঙ্গে তিনি সরকারের পক্ষ থেকে দ্রুত, বাস্তবসম্মত ও ন্যায্য সমাধান নিশ্চিত করার অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন।

চূড়ান্ত সিদ্ধান্ত গ্রহণের লক্ষ্যে আগামী ৩ ফেব্রুয়ারি অর্থ বিভাগে সংশ্লিষ্ট সব অংশীজনের অংশগ্রহণে একটি সমন্বয় সভা অনুষ্ঠিত হবে বলে জানান বাণিজ্য উপদেষ্টা।

উপদেষ্টা জানান, সরকারের আশ্বাস, চলমান আলোচনার ইতিবাচক অগ্রগতি এবং আসন্ন জাতীয় নির্বাচন ও গণভোটের প্রেক্ষাপট বিবেচনায় নিয়ে বিটিএমএ তাদের মিল বন্ধের কর্মসূচি আপাতত স্থগিত রাখার সিদ্ধান্ত নেয়।

সভায় উপস্থিত ছিলেন জাতীয় রাজস্ব বোর্ডের চেয়ারম্যান আব্দুর রহমান খান, বাণিজ্য সচিব মাহবুবুর রহমান, বাংলাদেশ ট্রেড অ্যান্ড ট্যারিফ কমিশনের ভারপ্রাপ্ত চেয়ারম্যান আব্দুল গফুর, অর্থ বিভাগের অতিরিক্ত সচিব রহিমা বেগম, এনবিআরের শুল্ক নীতির সদস্য মুবিনুল কবীরসহ সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা।

শিল্পখাতের পক্ষ থেকে সভায় অংশ নেন বিটিএমএ সভাপতি শওকত আজিজ রাসেল, বিজিএমইএর ভারপ্রাপ্ত সভাপতি সেলিম রহমান এবং বিকেএমইএর নির্বাহী সভাপতি ফজলে শামীম এহসান। তাঁরা নিজ নিজ সংগঠনের প্রস্তাবনা ও দাবি তুলে ধরেন এবং সমস্যার বাস্তব চিত্র উপস্থাপন করেন।

বিটিএমএ আশা প্রকাশ করেছে যে, সরকারের উদ্যোগ স্পিনিং খাতের সংকট নিরসনে কার্যকর ভূমিকা রাখবে, যা দেশের রপ্তানি শিল্পের প্রতিযোগিতা সক্ষমতা বৃদ্ধি, কর্মসংস্থান সুরক্ষা এবং সামগ্রিক অর্থনৈতিক স্থিতিশীলতায় গুরুত্বপূর্ণ অবদান রাখবে। পরিস্থিতি পর্যালোচনা করে সংগঠনটি পরবর্তী কর্মসূচি সময় মতো ঘোষণা করবে বলে জানিয়েছে।

Ad 300x250

সম্পর্কিত