leadT1ad

জামিন ছাড়াই মুক্ত হত্যা মামলার ৩ আসামি, তদন্তে কমিটি

স্ট্রিম সংবাদদাতা
স্ট্রিম সংবাদদাতা
ময়মনসিংহ

প্রকাশ : ২৯ জানুয়ারি ২০২৬, ২০: ২৩
ময়মনসিংহ কেন্দ্রীয় কারাগার। ছবি: সংগৃহীত

ময়মনসিংহ কেন্দ্রীয় কারাগার থেকে হত্যা মামলার তিন আসামিকে ছেড়ে দেওয়ার অভিযোগ উঠেছে। গত মঙ্গলবার (২৭ জানুয়ারি) বিকেলে আনিস মিয়া, রাশেদুল ইসলাম ও জাকিরুল ইসলাম কর্তৃপক্ষের নির্দেশে কারাগার ছাড়েন। তাদের বাড়ি ময়মনসিংহের তারাকান্দার তারাটি এলাকায়।

বিষয়টি জানাজানি হলে গাফিলতির অভিযোগে ডেপুটি জেলার জাকারিয়া ইমতিয়াজকে সাময়িক বরখাস্ত করা হয়। এ ছাড়া বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) তিন সদস্যের তদন্ত কমিটি করা হয়েছে।

ঘটনার সত্যতা স্বীকার করে ময়মনসিংহের সিনিয়র জেল সুপার আমিনুল ইসলাম বলেন, ভুলভাবে তিনজন মুক্তি পেয়েছেন। কারা কর্মকর্তা ভুল নথি দেখে তাদের ছেড়ে দেন।

জানা যায়, মূলত প্রডাকশন ওয়ারেন্টকে ভুল করে জামিননামা ভেবে সংশ্লিষ্ট কারা কর্মকর্তা তিন আসামিকে ছেড়ে দেন। পরে ডেপুটি জেলার জাকারিয়া ইমতিয়াজকে সাময়িক বরখাস্ত করা হয়। এ ব্যাপারে জাকারিয়া ইমতিয়াজ জানান, অসতর্কতাবশত ঘটনাটি ঘটেছে।

ময়মনসিংহ বিভাগের কারা উপ-মহাপরিদর্শক (ডিআইজি প্রিজন্স) তৌহিদুল ইসলাম জানান, ঘটনা খতিয়ে দেখতে বৃহস্পতিবার তিন সদস্যের তদন্ত কমিটি করা হয়েছে। তদন্তে অন্য কারও সংশ্লিষ্টতা কিংবা ভিন্ন কোনো উদ্দেশ্যের প্রমাণ পেলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।

জেলার অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) আবদুল্লাহ আল মামুন জানান, বিষয়টি আনুষ্ঠানিকভাবে তাদের জানানো হয়নি। কারা কর্তৃপক্ষ তাৎক্ষণিক জানালে আসামিদের পুনরায় গ্রেপ্তার করা সহজ হতো।

Ad 300x250
সর্বাধিক পঠিত

সম্পর্কিত